29/10/2025
দেখুনতো আপনার সাথে লক্ষনগুলো মিলে কিনা?
বদ নজর (Evil eye) বলতে সাধারণভাবে এমন এক নেতিবাচক প্রভাবকে বোঝায়, যা কারও ঈর্ষা, হিংসা বা দৃষ্টির কারণে অন্যের উপর পড়ে।
বদ নজর সত্য।
বদ নজরের লক্ষণ:
1. হঠাৎ শরীর খারাপ লাগা — মাথা ব্যথা, জ্বর, বা দুর্বল লাগা।
2. অস্থিরতা বা ভয় লাগা — কোন কারণ ছাড়াই মনে অশান্তি তৈরি হওয়া।
3. হঠাৎ বাচ্চার কান্না শুরু হওয়া — ছোট শিশুদের ক্ষেত্রে এটি সাধারণ লক্ষণ।
4. খাবারে রুচি না থাকা বা বমি বমি লাগা
5. চোখ ভার লাগা বা লাল হয়ে যাওয়া
6. বস্তু নষ্ট হয়ে যাওয়া বা কাজ ঠিকভাবে না হওয়া
7. হঠাৎ অলসতা বা ঘুমঘুম ভাব আসা
8. মাথা বা শরীরের কোনো অংশে ভার অনুভব করা
প্রতিরোধ ও সমাধান:
• সকালে ও সন্ধ্যায় সূরা ফালাক, সূরা নাস, এবং আয়াতুল কুরসি পড়া।
• নবী ﷺ বলেছেন: “যে কেউ সকালে ও বিকেলে তিনবার করে ‘বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা’আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা’ই, ওয়া হুয়াস সামিউল আলিম’ পড়ে, তাকে কোন ক্ষতি স্পর্শ করতে পারবে না।” (আবু দাউদ)
• আল্লাহর জিকিরে অভ্যস্ত থাকা এবং তাওয়াক্কুল করা।