06/06/2023
দেশের জনগণের সাথে সম্পৃক্ততা নেই, মানুষের চলমান সমস্যা গুলো কীভাবে সমাধান করা যায় (যেমন: বিদ্যুৎ, মুদ্রাস্ফীতি সহ আরো অন্যান্য) সেসব নিয়ে তারা কোন কথা বলেনা, কেবল সরকারের সমালোচনা ছাড়া। অথচ এই সরকারই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল, এই সরকারের আমলেই আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছি, এখন বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আমাদের মত একটি উন্নয়নশীল দেশের পক্ষে কাটিয়ে ওঠা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জনগণের অবশ্যই কষ্ট হচ্ছে কিন্তু এখানে বর্তমান সরকার না হয়ে যদি এই বি এন পি থাকতো তাহলে ব্যাপারটা কেমন হতো? প্রত্যেকটি ঘরে এখন বিদ্যুতের সংযোগ আছে তখন সেটিও থাকতোনা, থাকতো শুধু খাম্বা। তারেক রহমান ক্ষমতায় থাকাকলীন একটি ইন্টারভিউ তে বলেছিলেন একই সাথে মার্কেট এবং বাসা বাড়িতে বিদ্যুৎ দেওয়া কোন সরকার এর পক্ষেই সম্ভব না, সেই অসম্ভবকে প্রধানমন্ত্রী সম্ভব করে দেখিয়েছিলেন। এনাদের আন্দোলনের অন্যতম দাবী তাদের নেত্রীকে মুক্তি, খাম্বাচোর কে দেশে আসার অনুমতি, তত্বাবধায়ক সরকার এইসব ভুগিচুগী জিনিস।
গত ১৫ বছরে আপনারা এতবার হরতাল, আন্দোলন, সমাবেশের ডাক দিয়েছেন, জ্বালাও, পোড়াও ছাড়া আর কিছু করতে পেরেছিলেন? কারণ কি ? কারণ আপনাদের আন্দোলন এর সাথে জনগণের সম্পর্ক নাই, সম্পৃক্ততা নাই। জনগণের সম্পৃক্ততা না থাকলে একটি আন্দোলন কখনো সম্ভব হয় না।
জনগণের সম্পৃক্ততা নেই তাই এখন ইউনূস সহ অন্যান্য লবিস্ট দিয়ে লবিং করিয়ে মার্কিনীদের সাহায্যে গদিতে বসতে চাইছেন। সাধারণ মানুষের এটি ভেবে দেখা উচিৎ এই মার্কিনিরা যতো যায়গায় সরকার বদল করেছে তারা কি তাদের স্বার্থ ছাড়া করেছে? এরা কি আসলেই ঐ দেশের জনগণের স্বার্থ চায়? সাম্প্রতিক সময়ে পাকিস্তানে যে অগণতান্ত্রিক সরকার বদল ঘটলো, তাদের বর্তমান সরকার দেশের অবস্থা দফারফা করে দিয়েছে। ইতোপূর্বে আরো অনেক মুসলিম দেশে তারা জোরপূর্বক সরকার বদল করেছে সেটি আমরা ভালো করেই জানি কেন করেছে। পরবর্তী সরকার ছিল মার্কিনিদের পা চাটা গোলাম। সেই পরিস্থিতিতে এরা আমাদের এই সোনার বাংলাদেশ টাকেও নিয়ে যেতে চাচ্ছে।