02/06/2023
-কারো ভালোবাসা পাওয়াটা তেমন কঠিন না,
-তবে পূর্ণতা এনে দিতে পারা একটা মানুষ পাওয়া বেশ কঠিন। 🖤
[ দুটি মানুষের একে অপরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকাটা অনেক জরুরি, দুটি মানুষের চাওয়াটাও একই হওয়া জরুরি, দুটি মানুষের একসাথে লড়াই করে বেঁচে থাকাটাও জরুরি। দুটি মানুষের এক হতে হলে, একজন কে আরেকজন পাশে থেকে সাহস দেওয়াটাও অনেক বেশি জরুরি। ]
#তুমি_শুধই_আমার #ভালো #ভালোবাসার_ছোট্ট_একটি_গল্প