Šamba’s Dairy

Šamba’s Dairy .

কথার দুনিয়ায় নিরবতা সর্বশ্রেষ্ঠ

05/08/2025

হ্যাঁ সব পারি, পারি না শুধু নিজেরে বোঝাইতে, পারি না শুধু নিজেরে জড়ায় ধরতে,পারিনা মাথায় হাত বুলায় দিতে, পারি না অনুভূতি প্রকাশ করতে,পারিনা মন খারাপ এটা কাউকে বলতে,আমার কেউ নেই, যে আমার না পারাগুলো বুঝবে সামলাবে নেই এমন কেউ 💔

05/08/2025

গতকাল রাতের ওই বৃষ্টির ফোটাতে
তোমাকে খুজেছি কেন আসনি তুমি!!

04/08/2025

মানুষের থেকে দূরে থাকা ভালো। একা থাকা ভালো, মানুষ দূর থেকে সুন্দর । মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই, মিশে যেতে নেই, মানুষ মিশে গিয়ে আবার পি!ষে দেয়🖤❤️‍🩹

04/08/2025

তুমি চলে যাবার পর এই
ছোট্ট জীবনটাও কি ভীষণ দীর্ঘ লাগে!
আমাকে দীর্ঘায়ু করে যাবার বিনিময়ে
বিধাতা তোমাকে অমরত্ব দিক।
আশীর্বাদ নাও,কুসুম,
তোমার বিরহের চামড়ায় কখনও ভাজ না পড়ুক।

ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত হোটেল কুটুমবাড়ির পেঁয়া'জুর মধ্যে এ তেলা'পোকা পাওয়া গেছে....সূত্র: আশিকুর রহমান শান্ত
28/07/2025

ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত হোটেল কুটুমবাড়ির পেঁয়া'জুর মধ্যে এ তেলা'পোকা পাওয়া গেছে....

সূত্র: আশিকুর রহমান শান্ত

20/07/2025

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে। সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে। আর ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে। প্রেসার লো করবে।
ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চিকনগুনিয়া ও না। কিন্তু ভয়াবহ এক জ্বর। হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে। আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না।
সকলে সাবধানে থাকুন। সুস্থ থাকুন।

নারীর মন যে পেয়েছে সে পুরোটাই পেয়েছে,যে এই দুটি অঙ্গই শুধু চেয়েছেসে আসলে নারীর কিছুই পাইনি...বেশিরভাগ পুরুষই নারী বলতে ব...
13/07/2025

নারীর মন যে পেয়েছে সে পুরোটাই পেয়েছে,
যে এই দুটি অঙ্গই শুধু চেয়েছে
সে আসলে নারীর কিছুই পাইনি...

বেশিরভাগ পুরুষই নারী বলতে বুঝে এই দুটি অঙ্গ,
এই দুটি অঙ্গ ছাড়াও আপনাকে দেওয়ার মতো একটা নারীর আরও অনেক কিছু থাকে,যা পেতে হলে নারীকে ভালোবাসতে হয় আর সঙ্গ দিতে হয়...

কাউকে চাই না🤑
13/07/2025

কাউকে চাই না🤑

11/07/2025

পাথর মেরেও মানুষ হ*ত্যা করা যায়! এই কেমন বাংলাদেশ!

আজকে "ভাঙ্গারি দোকানদার" না হয়ে "অমুক বিশ্ববিদ্যালয় অথবা তমুক নেতা" হইলে মিডিয়া আর শাহবাগে তোলপাড় শুরু হয়ে যাইতো। আফসোস,...
11/07/2025

আজকে "ভাঙ্গারি দোকানদার" না হয়ে "অমুক বিশ্ববিদ্যালয় অথবা তমুক নেতা" হইলে মিডিয়া আর শাহবাগে তোলপাড় শুরু হয়ে যাইতো।

আফসোস, মানুষ রক্ত-মাংসে না, ‘ইন্সটিটিউট’ আর ‘রাজনৈতিক পরিচয়ে’ ক্ষ্যাত।

আমার ভাল্লাগে না, কোনো কিছুই ভাল্লাগে না;কেন ভাল্লাগে না তা জানি না।আমি কারণটা খুঁজি, প্রায় খুঁজি কিন্তু পাই না।শুধু আস'...
11/07/2025

আমার ভাল্লাগে না, কোনো কিছুই ভাল্লাগে না;
কেন ভাল্লাগে না তা জানি না।

আমি কারণটা খুঁজি, প্রায় খুঁজি কিন্তু পাই না।
শুধু আস'ফাস লাগে, মনে হয় ভেতরে কিছু একটা আছে-
যা আমাকে যন্ত্রণা দিচ্ছে।

মাঝে মধ্যে মনে হয় দূরে কোথাও চলে যাই,
কিন্তু কোথায় যাবো.?

আবার মনে হয় কাউকে ডেকে এনে পাশে বসিয়ে-
মনের সকল দুঃখ গুলো বলি, কিন্তু কি বলবো.?

ঠিক যেমন পুরোনো আঘাতের শুধুই ব্যথা অনুভব হয়,
কিন্তু পুরোনো সেই ক্ষত আর খুঁজে পাওয়া যায় না।

শুধু মনে থাকে আঘাতের কথা গুলো
আঘাতের দিনগুলো।

কিছু ব্যথা ছেড়ে পালানো যায় না,
কিছু দুঃখ কাউকে বলা যায় না।

ভোলা-দৌলতখানে অনশনের রেশ কেটে ওঠার আগেই এবার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আকরদ্দী বাড়ি আবুল হো...
11/07/2025

ভোলা-দৌলতখানে অনশনের রেশ কেটে ওঠার আগেই এবার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আকরদ্দী বাড়ি আবুল হোসেনের ছেলে রায়হানের প্রেমের টানে চট্টগ্রামের তরুণী আজ সকালে তার বসতবাড়ী তে অনশন বসছে।

হবায় শুরু এটা ট্রেন্ড এখন

Address

Bhola Nagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Šamba’s Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share