BTN Teams-বিটিএন টিমস

BTN Teams-বিটিএন টিমস বর্ণনা লিখুন

Permanently closed.
14/02/2024

এস এস সি পরীক্ষা -২০২৪ এর পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা:

★পরীক্ষা শুরু হওয়ার পূর্ব দিন:
(১) এডমিট কার্ড(মূল কপি) , রেজিষ্ট্রেশন কার্ড(মূল কপি) , ক্যালকুলেটর, ঘড়ি, জ্যামিতিবক্স, স্কেল, কলম এবং পেন্সিল ফাইলের মধ্যে গুছিয়ে রাখবে।
(২) অতিরিক্ত রাত জাগা যাবেনা।
(৩) নতুন করে কিছু পড়া যাবেনা। শুধু পূর্বের পড়াগুলো রিভিশন দিবে।

★★পরীক্ষার সময় করণীয়:

(১) গুছিয়ে রাখা ফাইল সহ যথাসময়ে রওয়ানা করে ৯.৩০ মিনিটে পরীক্ষা কক্ষে অবস্থান করে নিজ আসন গ্রহন করতে হবে।

(৩) পরীক্ষার কক্ষে কোনোভাবেই হতাশ হওয়া যাবেনা।

(২) খাতা পাওয়ার পরে ও এম আর শীট খুব সতর্কতার সাথে পূরন করতে হবে।

(৩) ও এম আর শীটে রোলনম্বর, রেজিষ্ট্রেশন নম্বর,বিষয় কোড ইংরেজি অক্ষরে ( 1,2,3,.....) লিখবে।

(৪) কোনকিছু বুঝতে সমস্যা হলে কক্ষ পরিদর্শকের কাছে জিজ্ঞেস করবে।

(৫) নৈর্বক্তিক প্রশ্ন পাওয়ার পর সেট কোড ভরাট করে নিবে।

(৬) তারপর প্রশ্ন পড়ে ও এম আর শীটে বৃত্ত ভরাট করবে।

(৭) রচনামুলক প্রশ্ন পাওয়ার পর সম্পূর্ণ প্রশ্নটায় একবার চোখ বুলিয়ে নিবে।

(৮) যে প্রশ্নটা তোমার কাছে সহজ মনে হবে,ভালো পারবে, সেটাই প্রথমে লিখবে।পূর্বেই সময় বিভাজন করে নিবে।

(৯) এভাবে ধারাবাহিকভাবে লিখতে থাকবে।

(১০)সকল প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবে।

(১১) কক্ষ পরিদর্শকদের সাথে ভালো ব্যবহার করবে।

এস এস সি পরীক্ষার্থী ২০২৪ এর সকল পরীক্ষার্থীদের জন্য রইলো শুভ কামনা । ভবিষ্যত দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আরো এক পা এগিয়ে যাও। এই কামনাই করি।

🖊️🖋️ মোঃ রাসেল

Address

Bhelumiya
Bhola Sadar

Telephone

+8801749158091

Website

Alerts

Be the first to know and let us send you an email when BTN Teams-বিটিএন টিমস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BTN Teams-বিটিএন টিমস:

Share