Farhana NIPA

Farhana NIPA Video Creator

17/11/2023

আমরা অনেকেই ছাত্র জীবনে কিছু করতে চাই না। মনে করি পড়াশোনা করছি আর কী করব?
আমরা ভাবি পড়াশোনা শেষ করে চাকরি করব। কখনো এটা ভাবি না যে পড়াশোনার পাশাপাশি কিছু করি। নিজের খরচ নিজে রোজগার করে খরচ করি।নিজে স্বাবলম্ভী হই।

আমাদের প্রত্যেকের উচিত পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করার। আর পারলে পরিবারে হেল্প করা।
তাতে বাবা- মা সবচেয়ে বেশি খুশি হবে। তাই নিজে কিছু করার চেষ্টা করছি.. ইনশাআল্লাহ একদিন সফল হবো।
আমি মনে করি সাফল্য হলো আমি যা করতে চাই সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখা হ্যাঁ আমি পারবো।
আমি always মনে করি..
Success is arbitrary. Confidence is everything!

27/08/2023

22/07/2023

দুপুর বেলা ক্ষণে ক্ষণে রোদের ঝিলিক উৎলে পড়ে ঝল ঝলিয়ে ভীষণভাবে আমাতে হারায়!! 💙

28/06/2023

Assalamu alaikum
Eid ul adha mubarak to all
Wishes for friends and family 💝

14/05/2023

পৃথিবীতে সব থেকে মধুর একটি শব্দের নাম হচ্ছে মা। যাকে মমতাময়ী মা জননী কিংবা জন্মধাত্রী বলা হয়ে থাকে, অর্থাৎ যার মাধ্যমে পৃথিবীতে আমরা জন্ম লাভ করে থাকি তিনি হচ্ছেন আমাদের মা। মা, আম্মা, আম্মি, মাম্মি, সন্তানরা যেভাবে ডাকুক, এই শান্তির ডাক শত কিছুর বিনিময়েও অন্য কোন শব্দের সঙ্গে তুলনা করা যায় না। পৃথিবীর প্রতিটি সন্তানের কাছেই তার মা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার অবদান পৃথিবীতে কখনোই শোধ করার নয়। মা ছাড়া আমাদের প্রতিটি সন্তানের জীবন অসহায় কেননা পৃথিবীতে মা হচ্ছে আমাদের মমতার আলো স্নেহ ভালোবাসার পরশ এবং আমাদের পথ চলার প্রধান প্রদর্শক, যিনি আমাদের জন্ম থেকে শুরু করে পৃথিবীর সকল নিয়ম-কানুন সম্পর্কে প্রথম শিক্ষা দিয়ে থাকেন। প্রতিটি মা তার সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকেন তাই পৃথিবীর সকল মায়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা। ❝বিশ্ব মা দিবসের শুভেচ্ছা ❞

Farhana Nipa

"এই অবেলায় বৃষ্টি " আজ রবিবার, আজ শহরে অনেকদিন পর বৃষ্টি হয়েছে, আকাশে ঘন মেঘ, টিপ টিপ বৃষ্টি, খুব শীতল আবহাওয়া, ভাবলা...
14/05/2023

"এই অবেলায় বৃষ্টি "
আজ রবিবার, আজ শহরে অনেকদিন পর বৃষ্টি হয়েছে, আকাশে ঘন মেঘ, টিপ টিপ বৃষ্টি, খুব শীতল আবহাওয়া, ভাবলাম সবার সাথে নিজের কিছু অনুভূতি শেয়ার করি, আসলে এরকম কোমল আবহাওয়া মনের মধ্যে কোমল কিছু অনুভূতি নিয়ে আসে, এ অনুভূতি কিন্তু সব সময় আসেনা, যেমন একটানা যদি সাত দিন বৃষ্টি হয় তাহলে আমরা খুব বোরিং ফিল করি, আবার যদি সাত দিন পর একদিন বৃষ্টি হয় তাহলে মনের মধ্যে জমে থাকা ভাবনা গুলো অন্যরকম হয়ে যায়, আপনি হয়তো ভাবছেন আমি অনুভূতির কথা বলছি কিন্তু অনুভূতিটা প্রকাশ কেন করছি না, কারণ হলো অনেকদিন পর বৃষ্টি হওয়া সত্ত্বেও আমার মধ্যে আজ কোন অনুভূতি নেই।

Writer _Farhana Nipa

চুপচাপ জানালা দিয়ে আকাশ ও চাঁদ দেখে মন ভালো করার চেষ্টাটা এখন অভ্যাসে পরিণত হয়েছে! 🙂
10/05/2023

চুপচাপ জানালা দিয়ে আকাশ ও চাঁদ দেখে মন ভালো করার চেষ্টাটা এখন অভ্যাসে পরিণত হয়েছে! 🙂

ফয়সালা রবের হাতে ছেড়ে দিন আর আপনি আশ্রয় নিন জায়নামাজে। দেখবেন হঠাৎ করেই অগোছালো সবকিছু সমাধান মিলে গিয়েছে, ইনশাআল্ল...
06/05/2023

ফয়সালা রবের হাতে ছেড়ে দিন আর আপনি আশ্রয় নিন জায়নামাজে। দেখবেন হঠাৎ করেই অগোছালো সবকিছু সমাধান মিলে গিয়েছে, ইনশাআল্লাহ। খুব করে চাওয়া হালাল জিনিসটা নিশ্চয়ই আল্লাহ আপনাকে দিবেন যদি আপনি আল্লাহর কাছে চাইতে গিয়ে ক্লান্ত আর পেতে গিয়ে ধৈর্যহীন হয়ে না পড়েন ইনশাআল্লাহ। শুধুমাত্র উত্তম সময়ের অপেক্ষা! " আপনার যা চাওয়ার দোয়াতে চাইতে থাকুন। সম্ভব, অসম্ভব মানুষের ধারণা মাত্র। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছুই নেই, নিঃসন্দেহে সবই সম্ভব। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আমাদের সকলকে ধৈর্য্য শক্তি বাড়িয়ে দিবেন। আমিন
Farhana Nipa

04/05/2023

বিকেলের আদো আদো রোদে কাশফুল যেন তার সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। #কাশফুল #অফুরন্ত বিকেল

খুব সম্ভবত বৃষ্টি আসার আগমুহূর্ত সবচেয়ে বেশি সুন্দর।
04/05/2023

খুব সম্ভবত বৃষ্টি আসার আগমুহূর্ত সবচেয়ে বেশি সুন্দর।

Address

Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhana NIPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category