17/11/2023
আমরা অনেকেই ছাত্র জীবনে কিছু করতে চাই না। মনে করি পড়াশোনা করছি আর কী করব?
আমরা ভাবি পড়াশোনা শেষ করে চাকরি করব। কখনো এটা ভাবি না যে পড়াশোনার পাশাপাশি কিছু করি। নিজের খরচ নিজে রোজগার করে খরচ করি।নিজে স্বাবলম্ভী হই।
আমাদের প্রত্যেকের উচিত পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করার। আর পারলে পরিবারে হেল্প করা।
তাতে বাবা- মা সবচেয়ে বেশি খুশি হবে। তাই নিজে কিছু করার চেষ্টা করছি.. ইনশাআল্লাহ একদিন সফল হবো।
আমি মনে করি সাফল্য হলো আমি যা করতে চাই সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখা হ্যাঁ আমি পারবো।
আমি always মনে করি..
Success is arbitrary. Confidence is everything!