Recycle bin BD

  • Home
  • Recycle bin BD

Recycle bin BD আসসালামু আলাইকুম

10/09/2025
তোমাকে একজন পেয়েছে মানে! আরেকজন কি বিভৎসভাবেই না তোমাকে হারিয়েছে.........
10/09/2025

তোমাকে একজন পেয়েছে মানে!
আরেকজন কি বিভৎসভাবেই না তোমাকে হারিয়েছে.........

04/07/2025

✍️
আমি আল্লাহ ওয়ালা নই, তবে আল্লাহ ওয়ালা হওয়ার ভান করি, যেনো আল্লাহ ওয়ালা হতে পারি!
أُحِبُّ الصالِحينَ وَلَستُ مِنهُم.

🔸আমি নকল করি যেনো পরীক্ষাগুলোতে পাস করতে পারি।
যে আমাকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লাও তাকে ভালোবাসুন।

🔸যে আমার সম্পর্কে সমালোচনা করে আল্লাহ তাকে ক্ষমা করুন। যে ভালো কিছু বলে মালিক তার উপর রহম করুন।

🔸আমি আমার আমল প্রকাশকারী নই, আর নই গোপনকারী। মাহবুবের ইচ্ছা চাই তিনি জাহির করুন কিংবা রাখুন গোপন।

🔸হাজার মানুষ একসাথে আমার সমালোচনা করলে আমি তা থেকে বে-পরোয়া, হাজার জবানে একসাথে প্রশংসিত হলেও আমি তা থেকে অমুখাপেক্ষী।

🔸আমার যিনি মালিক তার দরজা সর্বদাই খোলা।
فَاِنِّي لا أَتْرُكُ بَابًا مَفْتُوْحًا وَّ أَقْصِدُ بَابًا مُّغْلَقًا.
(আর আমি খোলা দরজা ছেড়ে কখনো বন্ধ দরজায় হাত পাততে যাবো না)ربّي وَفِّقْني
তাই বন্ধ দরজায় হৃদয় ভ্রুক্ষেপহীন।

🔸আমি বিশ্বাস করি...
جَفَّتِ الصُّحُفُ و رُفِعَتِ الاَقْلاَمِ.
(লিখা শুকিয়ে গিয়েছে এবং কলম উঠিয়ে ফেলা হয়েছে)

🔸আমার ব্যপারে সুধারণা পোষণকারী সত্তার জবাবে বলি....
اللَّهُمّ لاَ تُؤَاخِذْنِي بِمَا يَقُولُونَ ، وَاغْفِرْ لِي مَا لاَ يَعْلَمُونَ
وَاجْعَلْنِي خَيْرًا مِمَّا يَظُنُّونَ.
এটুকুই....

cp

04/07/2025

যে অন্তরে রয়েছে শুধু আল্লাহর জন্য ভালবাসা ❤️
যে রিদয় জুড়ে নবীর ( সাঃ) এর ঈশক ছাড়া আর কিছু নেই❤️
সেই অন্তরকে রিদয়কে কোন ইনছানের দেওয়া কষ্ট ব্যথিত করতে পারবে না।
ইনশা আল্লাহ ❤️❤️

04/07/2025

"কিডনি দিয়েও পুরুষ কে আটকানো যায় না"

যে পুরুষের চরিত্র খারাপ, যে পুরুষের আল্লাহর ভয় নেই, গুনাহর ভয় নেই।তাকে পৃথিবীর কোন কিছু এমনকি জীবন দিয়েও আটকানো সম্ভব না।

এটাই বাস্তব।

04/07/2025

সিজদার সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে, আপনি চুপিসারে জমিনে ফিসফিস করে বলছেন। আর আরশে আজিম থেকে স্বয়ং আল্লাহ শুনছেন।❤️সুবহানআল্লাহ।❤️

09/05/2025
পুঁজিবাদী এই দুনিয়ার মায়েরা আজ সন্তানকে দেখতে চায় টাকার মেশিন হিসেবে। সে আনলিমিটেড টাকা কামাবে। পাশাপাশি আরেকটি মারাত্মক...
15/04/2025

পুঁজিবাদী এই দুনিয়ার মায়েরা আজ সন্তানকে দেখতে চায় টাকার মেশিন হিসেবে। সে আনলিমিটেড টাকা কামাবে। পাশাপাশি আরেকটি মারাত্মক চয়েজ আছে তাদের—সন্তানদের নাদুসনুদুস ন্যাকামো কিউট ব্রয়লারের ছানার মতো দেখতে পছন্দ করে তারা।

তবে পৃথিবীর ইতিহাসে এমন একটি সময়ও ছিলো, যখন মায়েরা তাদের সন্তানদের দেখতে চাইতো বীর হিসেবে। কোলের শিশুকে তুলে দিয়েছিলো রণ|ঙ্গনে ঢাল হিসেবে ব্যবহারের জন্যে। তারা স্বপ্ন বুনতো তাদের সন্তানেরা দুনিয়া জয় করবে, দ্বীনের ঝান্ডাকে উঁচুতে তুলে ধরবে। তারা সন্তানের শাহ|দাতের সংবাদে সাফল্যের হাসি দিতো। শহীদের মা হওয়ার মর্যাদা ছিলো তাদের নিকট জীবনের সব থেকে বড় স্বার্থকতা।

© সংগ্রহীত

15/04/2025

প্রিয় জায়গায় অপ্রিয় মানুষ টার কথা ভাবছিলাম😪
সেও এক সময় কত প্রিয় ছিল,আর এখন....😪

Address


Telephone

+8801980690801

Website

Alerts

Be the first to know and let us send you an email when Recycle bin BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Recycle bin BD:

  • Want your business to be the top-listed Media Company?

Share