Faha Tanjina's vlog

Faha Tanjina's vlog If you think positive then you can like my page.

আমার ভাই .
06/10/2025

আমার ভাই .

✨ গল্প: শুক্রবারের হাসি ✨নিহাত সবসময় শুক্রবারকে ঘুমের দিন মনে করত। সকালে নামাজের সময় মায়ের ডাক শুনে বিরক্ত হতো।এক শুক্রব...
26/09/2025

✨ গল্প: শুক্রবারের হাসি ✨

নিহাত সবসময় শুক্রবারকে ঘুমের দিন মনে করত। সকালে নামাজের সময় মায়ের ডাক শুনে বিরক্ত হতো।

এক শুক্রবার সকালে মা তাকে মসজিদে যেতে বললেন। অনিচ্ছায় গেল।
কিন্তু খুতবায় ইমাম বললেন—
“শুক্রবার হলো এমন এক দিন, যেদিন একটুখানি হাসি, একটুখানি দোয়া আর একটুখানি দান আপনার জীবনের হিসাব পাল্টে দিতে পারে।”

নিহাত ভাবতে লাগল—
“আমার তো হাসি আর ভালো ব্যবহার কাউকে উপহার দিতেই কোনো খরচ হয় না। তাহলে কেন দিচ্ছি না?”

সেদিন নামাজ শেষে বাইরে দাঁড়িয়ে থাকা দরিদ্র এক বৃদ্ধকে সালাম দিল, হাসিমুখে কথা বলল আর হাতে যা ছিল ছোট্ট দান করে দিল।
বৃদ্ধ চোখে পানি নিয়ে বললেন—
“আল্লাহ তোমার শুক্রবারকে বরকতময় করুন।”

নিহাতের মনে হলো—
👉 শুক্রবার শুধু ছুটি নয়, বরং ছোট্ট ভালো কাজ দিয়ে পৃথিবীকে সুন্দর করার সেরা সুযোগ। 🌿
"শুক্রবার মানেই শুধু বিশ্রাম নয় 🌸
এটা দোয়া, দান আর হাসিমুখে মানুষের পাশে থাকার সেরা সময় 🕌✨
আপনার শুক্রবার কেমন কাটছে?"

🌸 গল্প: মায়ের ডাক 🌸শাফিনের জন্য শুক্রবার মানেই ছিল ঘুম, মোবাইল আর বন্ধুদের আড্ডা। সকালে মায়ের ডাক শুনলেই বিরক্ত হয়ে বলত—...
12/09/2025

🌸 গল্প: মায়ের ডাক 🌸

শাফিনের জন্য শুক্রবার মানেই ছিল ঘুম, মোবাইল আর বন্ধুদের আড্ডা। সকালে মায়ের ডাক শুনলেই বিরক্ত হয়ে বলত—
“মা, আজ তো ছুটি! ঘুমাতে দাও।”

কিন্তু এক শুক্রবার সকালে মা ধীরে এসে বললেন—
“বাবা, আজ একটু আগে উঠো, আমাকে বাজারে নিতে হবে। আমার হাঁটতে কষ্ট হয়।”

শাফিন অনিচ্ছায় রাজি হলো। বাজারে গিয়ে দেখল মা কত কষ্ট করে সবজির দামাদামি করছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছে।

হঠাৎ মনে হলো—
“আমি তো ভেবেছিলাম শুক্রবার মানেই আমার আরাম, অথচ মায়ের তো কোনো শুক্রবার ছুটি নেই। তিনি প্রতিদিনই আমার জন্য কষ্ট করেন।”

সেদিনের পর থেকে শাফিনের শুক্রবার বদলে গেল। এখন সকালে নামাজ পড়ে মায়ের হাত ধরে বাজারে যায়।

👉 শিক্ষা: শুক্রবার শুধু নিজের বিশ্রামের দিন নয়, বাবা-মাকে খুশি করার সেরা দিনও হতে পারে। 🌿
“শুক্রবার সকালে আপনার সবচেয়ে প্রিয় কাজ কী?”
Ammu k miss korteci 😔

ইলিশ মাছের এই পাগলামি শুধু বাঙালিরাই জানে.     ゚viralシfypシ゚viralシalシ
05/09/2025

ইলিশ মাছের এই পাগলামি শুধু বাঙালিরাই জানে.
゚viralシfypシ゚viralシalシ

Only Bangladeshi people know this feeling ☺️☺️  ゚viralシfypシ゚viralシalシ  ゚  ゚viralシviralシfypシ゚viralシalシ
05/09/2025

Only Bangladeshi people know this feeling ☺️☺️

゚viralシfypシ゚viralシalシ ゚ ゚viralシviralシfypシ゚viralシalシ

02/09/2025

🍲 গল্প: কাচ্চির প্রেম 🍲

ঢাকার এক ছোট্ট এলাকায় থাকে জুবায়ের। খাওয়া-দাওয়ার মধ্যে তার সবচেয়ে প্রিয় জিনিস হলো কাচ্চি বিরিয়ানি। বন্ধুরা সবাই জানে—
“যুবায়েরকে খুশি করতে চাইলে তাকে কাচ্চি খাওয়াও।”

একদিন জুবায়েরের জন্মদিনে বন্ধুরা সিদ্ধান্ত নিল—চকলেট, কেক, গিফট এসব বাদ! তাকে surprise দেওয়া হবে কাচ্চি দিয়ে।

রাত বারোটার সময় সবাই মিলে দরজায় কড়া নাড়ল। জুবায়ের দরজা খুলে দেখল—একটা বড় গরম handi থেকে ধোঁয়া বের হচ্ছে, আর চারপাশে তার বন্ধুদের হাসি।

ওই মুহূর্তে জুবায়ের বলল—
“তোমরা যদি না থাকতে, আমি হয়তো আজও একা এক প্লেট কাচ্চি খেতাম। কিন্তু এখন বুঝছি—কাচ্চি শুধু খাবার না, বন্ধুত্বের স্বাদও।”

সেদিনের পর থেকে জুবায়ের সবসময় বলে—
👉 “জীবনে টাকার অভাব হলে হবে, কাচ্চি আর আসল বন্ধুদের অভাব যেন না হয়!”
Kacci Biriyani made by me 😋😋

আপনি কার সাথে কাচ্চি খেতে সবচেয়ে বেশি মজা পান? নাম লিখুন 👇
゚ ゚viralシfypシ゚viralシalシ

🥟 মোমো বনাম বন্ধুত্ব 🥟একদিন দিন আমি আর আমার বন্ধু রেস্টুরেন্টে গেলাম। আমরা দু’জনেই ক্ষুধায় কাবু, কিন্তু টাকা ছিল মাত্র ২...
31/08/2025

🥟 মোমো বনাম বন্ধুত্ব 🥟

একদিন দিন আমি আর আমার বন্ধু রেস্টুরেন্টে গেলাম। আমরা দু’জনেই ক্ষুধায় কাবু, কিন্তু টাকা ছিল মাত্র ২০০ টাকা।
তখন মেন্যু দেখে দেখি— মোমো প্লেট ১৮০ টাকা।
আমি বললাম:
— “চল, একটা প্লেট নেই, দু’জনে ভাগাভাগি করে খাব।”

ও বলল:
— “না, আমি ক্ষুধায় মরে যাচ্ছি, অর্ধেক মোমো দিয়ে আমার পেট ভরবে না!”

শেষমেশ আমরা একটা প্লেট অর্ডার করলাম। ওয়েটার ৮টা মোমো নিয়ে এলো।
আমি ৪টা খেলাম, আর বাকি ৪টা ও খেল।

তারপর ও হঠাৎ হেসে বলল—
“বন্ধুত্ব মানে এই যে, আমি চাইলে ৮টার ৬টাও খেতে পারতাম… কিন্তু তোকে দেখে থেমে গেলাম।”

আমার উত্তর:
“তুই যদি ৬টা খেতিস, আমি ফেসবুকে পোস্ট দিতাম: বন্ধুত্ব শেষ হলো মোমোর কারণে!” 🤣

হটাৎ momos বানালাম আর future husband er কথা মনে পড়ে গেল কি মিস করছে সে 😪😪
So sad 🥱
゚viralシfypシ゚viralシalシ ゚viralシviralシfypシ゚viralシalシ ゚

✨ “নীল আকাশের মতোই স্বপ্নগুলোও সীমাহীন, শুধু চোখ তুলে তাকাতে জানতে হয়।”   ゚viralシviralシfypシ゚viralシalシ  ゚viralシfypシ゚vira...
30/08/2025

✨ “নীল আকাশের মতোই স্বপ্নগুলোও সীমাহীন, শুধু চোখ তুলে তাকাতে জানতে হয়।”

゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシalシ ゚

You must hate summer ...but you  can't deny to love this raw mango  .     ゚viralシfypシ゚           Highlight Portsmouth 𝑭𝒐...
25/04/2025

You must hate summer ...
but you can't deny to love this raw mango .
゚viralシfypシ゚ Highlight Portsmouth 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔.

29/03/2025

27 Ramzan আমাদের সাথে যা ঘটলো...
゚viralシfypシ゚

31/12/2024

End of 2024 with me
゚ ゚

30/04/2023

Group pic nostw korar jnno ak jn e enough...😮‍💨

Address

Bhola
8300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faha Tanjina's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faha Tanjina's vlog:

Share