22/08/2025
ভোলা'র দৌলতখানে পেশাগত দায়িত্ব পালনকালে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও সু-শাসনের জন্য নাগরিক সুজনের সাবেক জেলা সাধারণ সম্পাদক Nasir Liton ভাই ও ক্যামেরা পার্সন উৎপল দেবনাথ এর ওপর সন্ত্রাসীদের হামলা ও ক্যামেরা ভাঙচুর এর ঘটনায় "ভোলার কথা.কম পরিবার" তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।