19/09/2025
ভোলার ১৯ জেলে ইন্ডিয়ায় আ'টক, ফিরে পেতে সরকারের কাছে স্বজনদের দাবি
ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সফিজল বেপারী মাঝি ১৯জন জেলে নিয়ে গত ৫ তারিখে সাগরে গেলে ঝড়ের কবলে পড়ে তারা ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে যায়। সেখান থেকে ইন্ডিয়ান বিএসএফ তাদেরকে আ'টক করে ইন্ডিয়ান পুলিশের কাছে সো'পর্দ করে। বর্তমানে তারা ইন্ডিয়ান জে'লে আছেন বলে জানা যায়। দিকে ভোলার যেসব জেলেরা রয়েছেন তাদের পরিবারের দাবি বাংলাদেশ সরকার যেন তাদেরকে ইন্ডিয়া থেকে ছাড়িয়ে এনে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন