Mahfuj Vex - চাষির ছেলে

Mahfuj Vex - চাষির ছেলে প্রকৃতি আশ্চর্যজনক, এবং যখনই আমি প্রকৃতি দ্বারা বেষ্টিত থাকি তখন এটি আমাকে সর্বদা আনন্দ দেয়!

25/08/2025

কি ভয়ংকর চুরি তালা দিয়ে ও নিরাপদ নেই 😳😳

কথা রাখলেন না স্যার😌
02/08/2025

কথা রাখলেন না স্যার😌

সহমত 👌💪
31/07/2025

সহমত 👌💪

সহমত সারা দিন জিয়া জিয়া করে মুখের ফেনা না তুলে তার আদর্শ দাটন করে রাজনীতি করেন জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে
21/07/2025

সহমত সারা দিন জিয়া জিয়া করে মুখের ফেনা না তুলে তার আদর্শ দাটন করে রাজনীতি করেন জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে

16/07/2025

বিএনপির বিরুদ্ধে পোস্ট দিলে মানুষ ভাবে এনসিপি করি জামাতের বিপক্ষে দিলে ভাবে বিএনপি করি, চুপচাপ থাকলে ভাবে শিবির করি আবার একদল ভাবে আম্লীগ করি

আসলে আমি মূলত গার্লফ্রেন্ড এর সাপোর্ট করি...😂

15/07/2025

নেতার ছেলে নেতা হবে, করবে দেশ চুরি
তুমি আমি শুধু মিছিল দিবো, খাবো শুকনো মুড়ি 🙂

কর্মী আছে কাজ নাই, দেহ বেইচা পেট চালাই।স্বামী আছে পরিচয়  নাই, দলের নেতার খাট কাঁপাই। 😃😃Copy post
10/07/2025

কর্মী আছে কাজ নাই, দেহ বেইচা পেট চালাই।
স্বামী আছে পরিচয় নাই, দলের নেতার খাট কাঁপাই। 😃😃
Copy post

04/07/2025

তোমাকে ভালোবাসতে, আমার তোমার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নেই.!!

যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হয়েছে বহুদিনের জন্য! ভালো তো আমি তোমাকে সেদিনও বেসেছি!

থাক না যোগাযোগ বন্ধ, থাক না কিছু কথা বাকি, কিছু কথা আল্লাহ জানুক, কিছুটা কিবোর্ড জানুক, বাকিটা আমি আর আমার নির্ঘুম রাতের মাঝে সীমাবদ্ধ থাকুক..!!

কিছু একটা অপূর্ণ ছিল-যা কখনো পূর্ণতা পাই নি" কেউ একজন আমারও ছিল-কিন্তু সে আমার হয় নি.! যাকে বহু বার দেখার পরও মন ভরে নাই" তাকে আজ বহু দিন হলো দেখি না..!!

তোমাকে আজও পুরোপুরি ভুলে ওঠা হয়নি। তুমি আছো, তুমি রয়ে গেছো, আর আমৃত্যু থেকে যাবে আমার মনে। তুমি আমার হওনি তাকে কী, তুমি আমায় ভুলতে পারবে না কখনো।

তুমি আমায় ভালোবাসোনি এতে তোমার ভুল ছিল না। তোমার জায়গা থেকে তুমি সঠিক ছিলে।

ভুল ছিল আমার। কেন জানো.?

বিনা অনুমতিতে তোমাকে ভালোবেসেছি। তোমাকে না জানিয়ে সহস্রাধিক স্বপ্ন বুনেছি। ভেবেই নিয়েছি তুমি আমার। এক প্রকার ধরেই নিয়েছিলাম, তুমি কখনোই আমাকে ফেরাবে না।
মনে করেছিলাম বাকি টা জীবন তুমি শুধুই আমার।

আমার আরো ভুল ছিল কি জানো.?

আমি বোধহয় জানতাম তুমি ঘৃণা করতে পারো না।

তুমি অবহেলা করতে জানো না। তুমি তুচ্ছতাচ্ছিল্য করতে জানো না। তুমি অসহায় করে দিতে জানো না। তুমি অপমানের সুরে কথা বলতে জানো না। কিন্তু এসবের কোনো কিছুই তোমার অজানা ছিলো না কিংবা কোনো কিছুই যে তুমি করতে পারো না তা কিন্তু নয়। সবকিছুই তুমি পারো।

আমার সব চিন্তা-ভাবনা'ই ভুল ছিলো। যা আমি ভেবেছিলাম তুমি ঠিক তার উল্টো দিকেই ছিলে..!

Right👌👌
01/07/2025

Right👌👌

এডা কোন কথা 🤧🤧
19/06/2025

এডা কোন কথা 🤧🤧

31/12/2024

প্রিয় ডিসেম্বর, প্রভাতে তোমার শহরে মেঘ করেছে।

শীতের আলতো পরশ, মেঘলা, কুয়াশা!

কি অদ্ভুত সুন্দর এক অনুভূতি!

এই শহরেই জন্মেছো, অথচ এই শহরের মায়ার পরশ তুমি পাওনি।

তুমি কেবল রুক্ষতাকে খুঁজে ফিরেছো মহাকাল।

অথচ আমি কতটা কোমল হয়ে ফুটেছিলাম; তোমার জন্য!

তুমি দেখনি, তুমি বোঝনি

11/12/2024

"ডিসেম্বর বলল...

বছরের পাতায় কত স্মৃতি জমা করেছি, কত কিছু পেয়েছি, আবার কত কিছু হারিয়েছি।

তবু শীতের কুয়াশায় ঢেকে যায় সব ব্যথা, কারণ নতুন ভোর তো আসবেই।

চলো, শেষ বিকেলের আলোয় এক কাপ চা ভাগ করে নেই, আর গুছিয়ে রাখি আগামী দিনের স্বপ্ন।"

Address

Charfassion
Dhaka

Telephone

+8801313575617

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahfuj Vex - চাষির ছেলে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahfuj Vex - চাষির ছেলে:

Share