04/09/2025
পিনাকি ৫ই আগষ্টের পরে যে পরিমান বিএনপির ক্ষতি করেছে,যে পরিমান গুজব ছড়িয়েছে।পিনাকি পোষ্ট দেয় গুজব,জানার পরেও সে ডিলেট করে না,ক্ষমা চাওয়ার তো দূরের কথা।
শুনতেছি পিনাকীর পডকাস্টে ছাত্রদল যাচ্ছে,এটা মোটেও উচিত হবে না।একজন গুজবাজকে মাথায় তোলা ছাড়া কিছুই না।
আপনি যুক্তি দিবেন গণতান্ত্রিক বাংলাদেশে সবার সাথে কথা বলা দরকার।আপনি দেখেন ৫ই আগষ্টের পর পিনাকি কি করেছে।আমরা বলি না পিনাকি বিএনপির পক্ষে কথা বলুক,আমরা চাই সত্য কথা বলুক। কিন্তু তার সব ভিডিও মনগড়া,মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া কিছুই না।
পিনাকির পডকাস্টে যাওয়ার চিন্তা না করাই ভালো। আপনারা যদি পিনাকির পডকাস্টে যান,পিনাকির গুজব স্টাবলিশ করার দায় আপনাদের ও থাকবে।