02/09/2025
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা অভিযোগ করেছেন, বোর্ডের চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে হয়রানিমূলক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। তাদের দাবি—
১️⃣ পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটির প্রতিবেদন প্রকাশ ও বাস্তবায়নের রূপরেখা ঘোষণা (একীভূতকরণ/কোম্পানি গঠন, চুক্তিভিত্তিকদের নিয়মিতকরণ, চাকরিচ্যুতদের পুনর্বহাল, বদলি/বরখাস্তদের পুনঃপদায়ন)।
২️⃣ ১৭ আগস্ট থেকে বরখাস্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল।
৩️⃣ লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ ও পূর্বের কর্মস্থলে যোগদানের সুযোগ।
৪️⃣ দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা।