Asif Mahmud

Asif Mahmud �কি হবে অহংকার করে,,,, জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হবে �

03/01/2025

- আজ শুক্রবার.!🙂

- আল্লাহ আমাদের দুঃখ দূর করুন! এবং আমাদের প্রার্থনা কবুল করুন!'❤🥺

13/12/2024

শুধুমাত্র স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শুন্য পদ আছে। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

16/09/2024

ঘুমের চেয়ে নামাজ উত্তম,
তার চেয়েও বেশি উত্তম হচ্ছে, ফজরের নামাজ,
আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন,
আমিন🤲

কার্যকর করা দরকার
13/09/2024

কার্যকর করা দরকার

মাননীয় প্রধান উপদেষ্টার সাথেপাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী টিমের সাক্ষাৎ।🇧🇩❤️
12/09/2024

মাননীয় প্রধান উপদেষ্টার সাথে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী টিমের সাক্ষাৎ।🇧🇩❤️

12/09/2024

নিজ নিজ অবস্থান ও পেশায় সৎ ও নীতিতে আদর্শ থাকার নামই হলো দেশপ্রেম।🇧🇩
আসুন সবাই দেশটাকে ভালোবাসি ❤️

09/09/2024

পাচারের ৩০ হাজার কোটি টাকা
ফেরৎ আসছে আজ।
সব টাকা ফেরৎ আনা হবে।
ইনশাআল্লাহ।

With Asif mahmud – I just got recognised as one of their rising fans! 🎉
09/09/2024

With Asif mahmud – I just got recognised as one of their rising fans! 🎉

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের...
04/09/2024

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:

🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:

প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।

★টিকেট বুকিং:

ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।

★লাহোর থেকে ইসলামাবাদ:

লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।

★ইসলামাবাদে থাকা:

ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।

★কারেন্সি চেঞ্জিং:

লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।

★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:

পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।

★মূল ট্যুর:

ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।

★ট্যুরের পদ্ধতি:

1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।

খরচ বিবরণ:

পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:

• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা

04/09/2024

জামায়াতের আমীর ডাঃ শফিক ও প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের মহান উদ্যোগে জুলাইয়ে বিক্ষোভকারী ৫৭ বাংলাদেশীকে UAE সরকার আজ নিঃশর্তে মুক্তি দিল। আলহামদুলিল্লাহ।

This is called patriotism.💙

31/08/2024

চাঁদাবাজি আর দখলদারিত্বের রাজনীতির যে পুনর্বাসন হচ্ছে এর পরিণতি ভালো হবে না।
জনমনে ক্ষোভের জন্ম দিয়ে কিভাবে নতুন বাংলাদেশের অংশ হবেন?

Address

Burhanuddin
Bhola
8320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share