BNP পশ্চিম ইলিশা

BNP পশ্চিম ইলিশা সবার উপড়ে মানুষ সত্য তাহার উপড়ে নাই।

আমি বিএনপির মাকসুদ,পশ্চিম ইলিশার মাকসুদ এটাই আমার বড় পরিচয়,আমি ফেইসবুক নেতা নয়,আমি বিএনপির রাজপথের একজন আপোষহীন যোদ্ধা আ...
09/09/2025

আমি বিএনপির মাকসুদ,পশ্চিম ইলিশার মাকসুদ এটাই আমার বড় পরিচয়,আমি ফেইসবুক নেতা নয়,আমি বিএনপির রাজপথের একজন আপোষহীন যোদ্ধা আপোষহীন কর্মী।এই পরিচয় বা এই ধরনের কথা আমি কখনওই বলিনি আজ বলতে বাধ্য হয়েছি, বিএনপির দুর্দিনে দলথেকে সরেগিয়ে ফ্যাসিষ্টদের এজেন্ট হয়ে কাজকরা এক বাইলের বেড়ার আড়ালে থাকা নেতার মুখে যখন শুনলাম আমি ফেইসবুক নেতা তখন বলতেই হলো।

তুমি হাসলেই হাসে বাংলাদেশ,জনগনের ভোটে নির্বাচিত ৩বারের সফল প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী দেশমাতা বেগম খালেদাজিয়া।
09/09/2025

তুমি হাসলেই হাসে বাংলাদেশ,জনগনের ভোটে নির্বাচিত ৩বারের সফল প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী দেশমাতা বেগম খালেদাজিয়া।

09/09/2025
১৯ জুলাই ২০২৪বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে গ্রেপ্তার হয়ে জেলের ভেতর সেলে থেকেও দেশের জন্য দেশের মানুষের জন্য,আমার...
10/08/2025

১৯ জুলাই ২০২৪বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে গ্রেপ্তার হয়ে জেলের ভেতর সেলে থেকেও দেশের জন্য দেশের মানুষের জন্য,আমার ছাত্রছাত্রী ভাইবোন ও সন্তানদের পক্ষে কথা বলে পুলিশি নির্যাতন সহ্য করেও থেমে যাইনি যদিও হ্যান্ডকাপ লাগিয়েও চুপ করাতে পারেনি,অবশেষে ফ্যাসিস্ট হাসিনা পতিত হওয়ার পর ০৬ জুলাই ২০২৪ এ কারামুক্ত হওয়ার মুহুর্তে আমি স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে।তবে দুঃখ একটাই,দলীয় হাইকমান্ডরা কর্মীদের মুল্যায়ন করতে জানেনা এবং কথা রাখেনা।কথাছিলো মিছিলের পিছনে থাকা ছেলেটিও মুল্যায়ন পাবে আর এখন দেখি বন্দুকের সামনে থাকা ছেলেটিও মুল্যায়ন পায়না।যে দলের নেতারা কথা রাখেনা আমি কি করে আর তাদের কথা শুনবো।আমিওতো স্বাধীন আমিওতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়ে ছিলাম এখনও দাড়াবো আমি আবার যুদ্ধ করবো শহীদ জিয়ার দল বাচানোর জন্য,যুদ্ধ আমাকে করতেই হবে দল খেকোদের বিরুদ্ধে, ওরা স্বার্থের জন্য দলকে বিক্রি করে ওরা গ্রুপিং এর জন্য টাকার জন্য দলের সবচাইতে ত্যাগী কর্মীদেরও পদধুলিতে পিষ্ট করে,করে পদবঞ্চিত।কিন্তু আমার প্রশ্ন থেকেই যায়,এইসব কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেন না নাকি খবরই রাখেন না,নাকি তিনিও সবকিছু জানেন?????

20/11/2024

আমার কাছে ত্যাগী নির্যাতিত নিপরীত কর্মীর মুল্যায়ন বেশী ছিলো আছে থাকবে,Asif Altaf
পশ্চিম ইলিশা ইউনিয়ন ১নং ওয়ার্ডের কর্মীসভায় এসব কথা বলেন, ভোলা সদরউপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আসিফ আলতাফ সাহেব।

Address

Seltech Chiramik Road Poschim Elisha Bhola
Bhola
184645

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP পশ্চিম ইলিশা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share