Apathetic-উদাসীন

Apathetic-উদাসীন আমার নতুন পেইজে আপনাকে স্বাগতম।☺️

Like & Follow দিয়ে পাশে থাকবেন।😊

ইনশাআল্লাহ ১০০% সাপোর্ট পাবেন।😊

ধন্যবাদ.....................!🥰
(28)

বোকাসোকা মানুষ আমি তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না🖤🌸
20/02/2025

বোকাসোকা মানুষ আমি তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না🖤🌸

- ভালোবাসার মানুষের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, যে আমার সে সম্পূর্ণ শুধু আমারই!'💙🌸@topfans
19/02/2025

- ভালোবাসার মানুষের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, যে আমার সে সম্পূর্ণ শুধু আমারই!'💙🌸

@topfans

17/02/2025

মাঝে মাঝে ছোট ছোট কিছু খুশিতে যখন চোখে জল আসে।😊
তখন ব্যাপারটা সত্যি অনেক ভালো লাগে যা কাউকে ব্যাখা করে বুঝানো সম্ভব না।☺️🤍

শুভ দুপুর 😋  ゚viralシ@
15/02/2025

শুভ দুপুর 😋


゚viralシ
@

তুমি ক্লান্ত হলে আমি পাশে থাকব, তুমি অসহায় হলে আমি তোমার শক্তি হব, প্রিয়জনের যত্ন নেওয়াও এক ভালোবাসার ভাষা। 🖤✨”MMD Fa...
14/02/2025

তুমি ক্লান্ত হলে আমি পাশে থাকব, তুমি অসহায় হলে আমি তোমার শক্তি হব, প্রিয়জনের যত্ন নেওয়াও এক ভালোবাসার ভাষা। 🖤✨”

MMD Farhan🫶

13/02/2025

আল্লাহ!
আজ এই পবিত্র শবেবরাত এর উদ্দেশ্য,
তুমি আমাদে'র কে মাফ করে দেও, এবং আমাদে'র সকলে'র মনের আশা গুলো পূরণ করে দেও!🤲

আমিন!🤲

জরাজীর্ণ এই ভা'ঙা দেহজুড়ে আঁকড়ে থাকা কিছু রঙিন বিষাদ। 🍂🖤
04/02/2025

জরাজীর্ণ এই ভা'ঙা দেহজুড়ে আঁকড়ে থাকা কিছু রঙিন বিষাদ। 🍂🖤

হাতে কিছু টাকা আসলে উড়ি, টাকা না থাকলে মানুষের উড়া দেখি।🙃🫣
04/02/2025

হাতে কিছু টাকা আসলে উড়ি,
টাকা না থাকলে মানুষের উড়া দেখি।🙃🫣

03/02/2025

বাংলাদেশে জন্ম নিবন্ধন ঝা-মে-লা সমাধানের চেয়ে নতুন করে জন্মানো সহজ 🙂

মানুষের মুখে শুনছি, যে সয় সে রয়" কিন্তু পেন্সিলকে দেখে বুঝেছি,যে সয় সে শুধুই ক্ষয় হয়!🙂
02/02/2025

মানুষের মুখে শুনছি, যে সয় সে রয়"
কিন্তু পেন্সিলকে দেখে বুঝেছি,যে সয় সে শুধুই ক্ষয় হয়!🙂

বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর, দু'টো হাঁড়ি-পাতিল আর কিছু আসবাবপত্রের সমাহার নয়! বিয়ে হচ্ছে, দু'জন মানুষের মনের মিল আর সুখে...
31/01/2025

বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর, দু'টো হাঁড়ি-পাতিল আর কিছু আসবাবপত্রের সমাহার নয়! বিয়ে হচ্ছে, দু'জন মানুষের মনের মিল আর সুখেদুঃখে চিরদিন একসাথে পথচলার অঙ্গিকার।

আপনি আপনার স্ত্রীকে কতো বড় বাড়ি, কতো ভরি গয়না দিতে পারবেন তার চেয়েও বেশি জরুরি হলো, আপনি তাকে কতোটা ভালোবাসা দিতে পারবেন, তার সাথে কতোটা সময় কাটাতে পারবেন।

স্ত্রী হিসেবে আপনি কতোটা যোগ্য কিংবা কতোটা নজরকাঁড়া তার চেয়ে বেশি জরুরি হচ্ছে, আপনি নিজের স্বামীর প্রতি কতোটা আন্তরিক, কতোটা খেয়াল রাখতে পারবেন তার সেইসব বিষয়গুলো।

ভাতের অভাবে কিংবা রূপের অভাবের চেয়ে কয়েকগুণ বেশি সংসার ভেঙেছে, আন্তরিকতা আর ভালোবাসার অভাবে। ভাতের অভাব আর রূপের অভাব পুষিয়ে নেয়া গেলেও, ভালোবাসা কিংবা আন্তরিকতার অভাব পোষাবার মতো নয়।

দিনশেষে একটা সুন্দর সম্পর্কের জন্য দু'জনকে ছাড় দিতে হয়, দুইজনেরই দু'জনের প্রতি আন্তরিক থাকতে হয়। ভালোবাসা, ভালোলাগাটুকু একতরফা চললেও, সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই দুজনকে গুরুত্ব দিতে হয়।
নাহলে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।

31/01/2025

শুক্রবার মানেই দুরুদ!🤲
আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)🤍

~আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসবো, বিনিময়ে তুমি শুধু পাশে থেকো.!❤️MD Farhan🥰
30/01/2025

~আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসবো, বিনিময়ে তুমি শুধু পাশে থেকো.!❤️
MD Farhan🥰

Good morning.🌇  😊
30/01/2025

Good morning.🌇

😊

29/01/2025

ফেইসবুকে একটা নিউজ দেখলাম। বিয়ের ১৪ দিন পরে বিডিয়ার বিদ্রোহের ইস্যুতে ষোলো বছর জেল জীবন পার করে এসে দেখেন সেই তখন সদ্য বিয়ে হওয়া তার অর্ধাঙ্গিনী তার জন্য এই দীর্ঘ সময় অপেক্ষা করছে..একটা না হয়ে ওঠা সংসার আঁকড়ে ধরে বেঁচে আছেন।

নারী যদি একবার বিশ্বাস জন্মায় সেখানে আটলান্টিকের মত গভীরতা জন্মায়..

নারী যদি একবার কারো জন্য অপেক্ষা করে সেখানে শতবর্ষী পাহাড় হয়ে দাঁড়িয়ে যায়..

নারী যদি একবার কাউকে ভালোবেসেই থাকে তার জন্য নির্দ্বিধায় একটা শখের জনম শেষ করে দিতে প্রস্তুত হয়ে যায়!.....🙂

শুভ সকাল। ☺️
29/01/2025

শুভ সকাল। ☺️

28/01/2025

মানুষ মাপি কিসে?
তুমি বল খুব দামী হীরে,
আমি দেখি, ভরা বিষে!🙂

- আমি সুখে থাকতে চাই কিনা জানি না, তবে আমি অনন্তকাল তোমার সাথে থাকতে চাই!'😌🤍MD Farhan 🫶☺️
27/01/2025

- আমি সুখে থাকতে চাই কিনা জানি না, তবে আমি অনন্তকাল তোমার সাথে থাকতে চাই!'😌🤍

MD Farhan 🫶☺️

Address

Bhola

Alerts

Be the first to know and let us send you an email when Apathetic-উদাসীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share