Bhola Zone - ভোলা জোন

Bhola Zone - ভোলা জোন ভোলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা।

09/05/2025

শক্তি পরীক্ষা চলছে

07/05/2025

কলা গাছের তৈল দিয়ে উঠতে চেষ্টা

সাবধান হোন  সাবধান সাবধান বজ্রপাতের সময় কখনোই গাছের নিচে আশ্রয় নিবেন না কেউ, বজ্রপাতে গাছ কখনো নিরাপত্তার আশ্রয় দিতে ...
06/05/2025

সাবধান হোন সাবধান সাবধান
বজ্রপাতের সময় কখনোই গাছের নিচে আশ্রয় নিবেন না কেউ, বজ্রপাতে গাছ কখনো নিরাপত্তার আশ্রয় দিতে পারে না ,বরং আপনার জন্য ভয়ংকর পরিস্থিতি ডেকে নিয়ে আসবে, এই গাছের ছবিগুলো তার জ্বলন্ত প্রমাণ।

সরকারি এডওয়ার্ড কলেজের পাশে
📍

ভোলা ভেদুরিয়া ঘাট হতে বরিশাল স্পীড বোট ভাড়া ৩০০/- টাকাভোলা ভেদুরিয়া ঘাট হতে লাহারহাট স্পীড বোট ভাড়া ১৫০/- টাকা স্পীড বো...
06/05/2025

ভোলা ভেদুরিয়া ঘাট হতে বরিশাল স্পীড বোট ভাড়া ৩০০/- টাকা
ভোলা ভেদুরিয়া ঘাট হতে লাহারহাট স্পীড বোট ভাড়া ১৫০/- টাকা

স্পীড বোট চালকগন অ‌নেক চালাক।
ব‌রিশাল থে‌কে বোট ছাড়ার পূ‌র্বে যাত্রীদেরকে বোটে উঠায়ে সাথে সাথে ৩৫০/- টাকা ভাড়া তো‌লে
আর ভোলা থে‌কে ছেড়ে ব‌রিশাল এসে তারপরে ৩৫০/- টাকা ভাড়া তোলে, যাহা‌তে যাত্রীরা ভোলা ঘাটের পাশে টানানো এই ব‌্যানার দেখা‌তে না পা‌রে এবং কোন কথা বলার সুযোগ না পায়।

অপরদিকে বিআইডব্লিউটিএ ও এসব ফাঁকিবাজদের দোসর হিসেবে কাজ করে। যার উদাহরণ: প্রতিটা স্পীড বোটে কতজন করে যাত্রী উঠতে পারবে তা উল্লেখ না করেই শুধু ভাড়া লিখেছে। যার ফলে যাত্রীরা যখন সঠিক ভাড়ার জন্য বলে স্পীডবোট মালিক/চালকরা তখন ৮ জনের স্থলে ১০ জন কোন কোন ক্ষেত্রে আরো বেশি যাত্রী নিয়ে তারপরে বোট ছাড়ে, অন্যথায় অন্য যাত্রীদেরকে বসায়ে রাখে ঘন্টার পরে ঘন্ট
আমরা ভোলা বরিশাল বাসি এটাকে বিআইডব্লিউটিএ করা নজরে রাখলে ভালো হবে।

নারী স্বাধীন হয়ে আজ আকাশে উড়ছে পুরুষ আজ নির্যাতিত নারীদের কাছেএই যদি হয় সমাজের অবস্থা,যদি এই ঘটনা একজন মেয়ের সাথে হতো...
03/05/2025

নারী স্বাধীন হয়ে আজ আকাশে উড়ছে
পুরুষ আজ নির্যাতিত নারীদের কাছে
এই যদি হয় সমাজের অবস্থা,

যদি এই ঘটনা একজন মেয়ের সাথে হতো, তাহলে দেশে তোলপাড় পড়ে যেত। কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে সবাই চুপ। প্রতিনিয়ত পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে নারীদের কাছে
সমাজে নারীদের অধিকার এত বেশি যে তারা যে কোন কাজ অনায়াসে করতে পারে

আমি পুরুষ নির্যাতন বিরোধী সোসাইটির পক্ষ থেকে প্রতিবাদ জানাই আর যারা এই অপরাধ করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক,

01/05/2025

পাখির চোখে
নিঝুমদ্বীপ 🏝️🏝️ পালকির চর হাতিয়া

ভোলার চরফ্যাশনে আজ থেকে কোন যানবাহন থেকে টোল আদায় করা যাবে না, সম্পূর্ণরূপে বন্ধ ।
28/04/2025

ভোলার চরফ্যাশনে আজ থেকে কোন যানবাহন থেকে টোল আদায় করা যাবে না, সম্পূর্ণরূপে বন্ধ ।

28/04/2025

ভোলার চরফ্যাশনে আজ থেকে কোন যানবাহন থেকে টোল আদায় করা যাবে না, সম্পূর্ণরূপে বন্ধ ।

27/04/2025

পাখির চোখে দক্ষিণ আইচা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

✊খাসমহল মসজিদের : পবিত্রতা রক্ষা করুন, এটি বিনোদনের স্থান নয়!ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একটি ঐতিহ্যবাহী  খাসমহল মসজিদ। ...
24/04/2025

✊খাসমহল মসজিদের : পবিত্রতা রক্ষা করুন, এটি বিনোদনের স্থান নয়!

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একটি ঐতিহ্যবাহী খাসমহল মসজিদ। এই মসজিদ শুধুমাত্র ইবাদতের জন্য নির্ধারিত — নামাজ, তিলাওয়াত, দোয়া ও ধর্মীয় কার্যক্রমের জন্য।
এটি কোনো বিনোদন কেন্দ্র নয়।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, সাম্প্রতিক সময়ে কিছু টিকটকার প্রতিবন্ধী মেয়ে মসজিদের সিঁড়িতে উঠে টিকটক ভিডিও বানাচ্ছে। এইসব কর্মকাণ্ড শুধু যে মসজিদের পবিত্রতা নষ্ট করছে, তা-ই নয় — এটি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে এবং চরফ্যাশন উপজেলার সম্মানকেও ক্ষুণ্ন করছে।

আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

সাথে সাথে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি —
এই বিষয়গুলোতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক যেন ভবিষ্যতে কেউ এই ধরণের অপকর্মের সাহস না পায়।

মসজিদ আমাদের গর্ব — তাকে বিনোদনের মাধ্যমে অপমান নয়, সম্মান করুন।
ধর্মীয় স্থান পবিত্র, সেটিকে অপবিত্র করার অধিকার কারো নেই।
✊ খাস মহল মসজিদের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের ইমানের দায়িত্ব ও কর্তব্য। আসুন, আমরা সকলে এই পবিত্র স্থানের মর্যাদা অটুট রাখি এবং প্রতিবাদ করি ।

❌❌মসজিদের মতো একটি পবিত্র স্থানে টিকটক ভিডিও বানানোর নামে যে জুতার নিয়ে সিড়ি উপরে উঠা, তা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং সামগ্রিকভাবে সমাজের মূল্যবোধ ও শালীনতার ওপর সরাসরি আক্রমণ। জুতা পরে নামাজের স্থান পর্যন্ত প্রবেশ করে এই মহিলা পবিত্রতার সীমালঙ্ঘন করেছে।

❌❌আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এই ধরনের কাজ বন্ধ করার জন্য উপজেলা প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি। মসজিদের পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের সকলের, ইমানের দায়িত্ব পালনে প্রশাসন ও সচেতন নাগরিকদের একযোগে সোচ্চার হওয়া জরুরী।

22/04/2025

আবু সাঈদের মা সেজে অভিনয় করেছে রমাগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী

14/04/2025

মেয়েরা যতোটা বিয়ে বন্ধের জাদুতে আক্রান্ত তার চেয়ে অনেক বেশি পুরুষরা রিজিক বন্ধের জাদুতে আক্রান্ত।

Address

Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhola Zone - ভোলা জোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share