13/10/2025
ভোলার লালমোহনে রাতের আধারে বাড়ি ঘর ভাংচুর মারপিট স্বর্ণালংকার ও নগদ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চরভূতা ইউনিয়ন তারাগঞ্জ ৪ নং ওয়ার্ড আলীমুদ্দিন
বাড়িতে গত ১২ অক্টোবর রবিবার রাত আনুমানিক ২ টার সময় এ ঘটনা ঘটে।
জানাযায়,তারাগঞ্জ আলীমুদ্দিন বাড়ির মৃত সেকান্তরের ছেলে মো.ইউসুফ আলীর স্ত্রী মোসা: লিলুফা খাতুনকে ২০২৩ সালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই বাড়ির হাছনাইন,আবুল কালাম নুরনাহার গংরা মারপিট করে। সে সময় হামলা কারিদের নামে লালমোহন থানায় মামলা দায়ের করেন ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর বাদী হয়ে মামলা দায়ের করেন। ঐ মামলায় বিবাদীগণ কোর্টে হাজিরা না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
গত কাল রবিবার দিনগত রাতে লালমোহন থানা পুলিশ ৭ জন আসামির মধ্যে হাছনাইন ও নুরনাহারকে গ্রেফতার করে বাড়ি থেকে বেড়িয়ে আসার পর বিবাদী, আবুল কালাম, কাশেম,নাহিদ,বাগন আলী, নাইম শাজিম,নাজমা,পাহিমা,রাবিয়া, কামরুল,এরা ক্ষিপ্ত হয়ে রাত আনুমনিক ২ টার সময় ইউসুফ মিয়ার ঘরের দরজা ভঙ্গে ঘরে ডুকে ঘরের মালামাল আসবাবপত্র ও চাউলের বাক্সা ভেঙে স্বর্ণ ২ ভরি, নগদ টাকা ১০,৫০০০০ একলক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় এ সময় ইউসুফ আলী ও তার স্ত্রী লিলুফাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানিয়রা তাদের ডাকচিৎকারে ঘটনাস্থলে এসে আহতকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।
এমনটাই জানিয়েছেন ইউসুফ আলীর স্ত্রী লিলুফা
আহত ইউসুফ আলী লালমোহন হাসপাতে চিকিৎসাধীন আছে।
এঘটনায় ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার দাবি করে।
অপরদিকে অভিযুক্তদের বাড়ি গিয়ে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।