18/06/2025
আপনি আমাকে কিংবা আমি আপনাকে ব্যক্তিগত ভাবে পছন্দ না করতে পারি, আমার সাথে আপনার চিন্তা ভাবনায় মত পার্থক্য থাকতে পারে কিন্তু আপনি যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি বিশ্বাসী ও দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল একজন আ'লীগ কর্মী হন, তবে শত অমিল,প্রতিবন্ধকতা পেরিয়ে ঠিকই আমরা এক বিন্দুতে মিলিত হবো। তদ্রুপ বিএনপি বা অন্য সংগঠনের বেলাতেও। আমি আমার দলের নিবেদীত প্রান নেতা কর্মীকে যেমন ভালবাসি তেমনি আমার অপোজিশনের ডেডিকেটেড নেতা কর্মীগনের প্রতিও শ্রদ্ধা/ভালবাসা আছে।
এইযে লালমোহন ফরাশগঞ্জের বিনা ভোটের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ সাহেব টাইপের মানুষরা আসলে কোন রাজনৈতিক নেতা কর্মী হবার মতো যোগ্যতা রাখেন? এদের কোন দলের প্রতি কিংবা মানুষের প্রতি দায় বা কমিটমেন্ট ছিলো, না আছে? মন মানষিকতায় রক্তচোষা নিপীড়ক অত্যাচারী কারেক্টার বিধায় এদেরকে সর্বদা ক্ষমতাসীন পার্টির ছাতার নীচে থাকতে হয়।
পার্সোনালি মুরাদ চেয়ারম্যানের সাথে আমার কোন বিরোধ নাই। সম্পর্কও ভাল ছিলো। বিরোধীতা করার কারন হলো এইসব মানুষ গুলো আ'লীগ-বিএনপি করা আমাদের মতো সর্বহারা কর্মীদের রক্ত চুষতেই দল গুলিতে ঢুকে। বসার জায়গা দিলে শুয়ে পড়ে। পড়ে যে বসার সুযোগ দিছে তারেই আউট করে দেয়। উইড়া আসা মুরাদ চেয়ারম্যানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আ'লীগের দুর্দিন দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের সাইড লাইনে বাধ্যতামুলক বসিয়ে দেয়া হয়েছে। লাভটা কি হলো? এক সময় বিএনপি করে ব্যাপক দাপট দেখাইছেন। ঠিকই বিএনপি অপোজিশনে যাবার সাথে সাথে ডিগবাজী মেরে আ'লীগে এসছেন। এখন আবার আ'লীগের খারাপ সময় দেখে বিএনপিতে যাবার ফন্দি ফিকিরে নেমেছেন। আর সেই ঝং ধরা ত্যাগী আ'লীগ কোথায় পইড়া রইছেন কে জানে?
UP ON ALLAH আমি চাই মেজর অবঃ হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম চাচা মুরাদ চেয়ারম্যানদের মতো সুবিধাবাদীদের পাত্তা না দিয়ে সেখানে বিএনপির একজন সত্যিকারের আদর্শিক নেতা বা কর্মীকে প্রতিষ্ঠিত করুন।আমার আত্মাও শান্তি পাবে। সুবিধাবাদী চরিত্রের মানুষ গুলোর কাছে আমাদের মেধা, শ্রম, শিক্ষা, সর্বোপরি রাজনৈতিক আত্মত্যাগ আর কতো অবহেলিত অবমুল্যায়িত হবে? মুরাদ চেয়ারম্যানরা যখন যেখানে যাবে খাওয়া দাওয়া শেষে প্লেটটা ভেঙ্গে দিয়ে চলে যায়, যাবেও।
ফরাশগঞ্জ ইউপির ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন না ফরহাদ হোসেন সাহেব। যার ফলে ওই এলাকার মানুষের প্রতি তিনি জুলুম করেছেন। (আমার কাছে তার নামে অভিযোগ ও প্রমানের শেষ নাই) উপর দিকে থুথু ফেলতে গিয়ে অহন দেখছি নিজের মুখেই পড়ে। পড়ুক। তারপরেও জানতে হবে,জানাতে হবে। উম্মোচিত করতে হবে হায়েনাদের মুখোশ। আগে নিজদলে গেঁজানো শ্রেনী শত্রু নিধনে ঐক্যবদ্ধ হউন।
Bangladesh Awami Leagueবাংলাদেশ আওয়ামী যুবলীগ Bangladesh Awami Jubo LeagueSupporters of Bangladesh Awami LeagueSheikh Hasinaআ ফ ম বাহাউদ্দিন নাছিম ( A F M Bahauddin Nasim )Advocate Afzal HusainFazlul Quadir Nurunnobi Chowdury Sayon
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগBangladesh Students' League @