Mostak Ahmed Shahin

Mostak Ahmed Shahin I'm a political worker & Open Journalist.I love Bangobandhu, I love Bangladesh.
(11)

21/06/2025

লালমোহনের জাতীয় ভগ্নিপতি ফরাশগঞ্জের বিনা ভোটের চেয়ারম্যান ফরহান হোসেন ওরপে টাকলা মুরাদের শততা, দক্ষতা ও মানব সেবার কথা শুনে সাবেক প্রধানমন্ত্রী #বেগম_খালেদা_জিয়া তাকে খুজতে আইন শৃঙ্খলা বাহিনীতে অনুরোধ করেছেন। সম্ভবতঃ তাকে ভোলার যে কোন একটি আসনে এমপি মনোনয়ন দেয়া হবে। কি? সুবহানাল্লাহ কইবেন না?

18/06/2025

আপনি আমাকে কিংবা আমি আপনাকে ব্যক্তিগত ভাবে পছন্দ না করতে পারি, আমার সাথে আপনার চিন্তা ভাবনায় মত পার্থক্য থাকতে পারে কিন্তু আপনি যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি বিশ্বাসী ও দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল একজন আ'লীগ কর্মী হন, তবে শত অমিল,প্রতিবন্ধকতা পেরিয়ে ঠিকই আমরা এক বিন্দুতে মিলিত হবো। তদ্রুপ বিএনপি বা অন্য সংগঠনের বেলাতেও। আমি আমার দলের নিবেদীত প্রান নেতা কর্মীকে যেমন ভালবাসি তেমনি আমার অপোজিশনের ডেডিকেটেড নেতা কর্মীগনের প্রতিও শ্রদ্ধা/ভালবাসা আছে।

এইযে লালমোহন ফরাশগঞ্জের বিনা ভোটের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ সাহেব টাইপের মানুষরা আসলে কোন রাজনৈতিক নেতা কর্মী হবার মতো যোগ্যতা রাখেন? এদের কোন দলের প্রতি কিংবা মানুষের প্রতি দায় বা কমিটমেন্ট ছিলো, না আছে? মন মানষিকতায় রক্তচোষা নিপীড়ক অত্যাচারী কারেক্টার বিধায় এদেরকে সর্বদা ক্ষমতাসীন পার্টির ছাতার নীচে থাকতে হয়।

পার্সোনালি মুরাদ চেয়ারম্যানের সাথে আমার কোন বিরোধ নাই। সম্পর্কও ভাল ছিলো। বিরোধীতা করার কারন হলো এইসব মানুষ গুলো আ'লীগ-বিএনপি করা আমাদের মতো সর্বহারা কর্মীদের রক্ত চুষতেই দল গুলিতে ঢুকে। বসার জায়গা দিলে শুয়ে পড়ে। পড়ে যে বসার সুযোগ দিছে তারেই আউট করে দেয়। উইড়া আসা মুরাদ চেয়ারম্যানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আ'লীগের দুর্দিন দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের সাইড লাইনে বাধ্যতামুলক বসিয়ে দেয়া হয়েছে। লাভটা কি হলো? এক সময় বিএনপি করে ব্যাপক দাপট দেখাইছেন। ঠিকই বিএনপি অপোজিশনে যাবার সাথে সাথে ডিগবাজী মেরে আ'লীগে এসছেন। এখন আবার আ'লীগের খারাপ সময় দেখে বিএনপিতে যাবার ফন্দি ফিকিরে নেমেছেন। আর সেই ঝং ধরা ত্যাগী আ'লীগ কোথায় পইড়া রইছেন কে জানে?

UP ON ALLAH আমি চাই মেজর অবঃ হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম চাচা মুরাদ চেয়ারম্যানদের মতো সুবিধাবাদীদের পাত্তা না দিয়ে সেখানে বিএনপির একজন সত্যিকারের আদর্শিক নেতা বা কর্মীকে প্রতিষ্ঠিত করুন।আমার আত্মাও শান্তি পাবে। সুবিধাবাদী চরিত্রের মানুষ গুলোর কাছে আমাদের মেধা, শ্রম, শিক্ষা, সর্বোপরি রাজনৈতিক আত্মত্যাগ আর কতো অবহেলিত অবমুল্যায়িত হবে? মুরাদ চেয়ারম্যানরা যখন যেখানে যাবে খাওয়া দাওয়া শেষে প্লেটটা ভেঙ্গে দিয়ে চলে যায়, যাবেও।

ফরাশগঞ্জ ইউপির ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন না ফরহাদ হোসেন সাহেব। যার ফলে ওই এলাকার মানুষের প্রতি তিনি জুলুম করেছেন। (আমার কাছে তার নামে অভিযোগ ও প্রমানের শেষ নাই) উপর দিকে থুথু ফেলতে গিয়ে অহন দেখছি নিজের মুখেই পড়ে। পড়ুক। তারপরেও জানতে হবে,জানাতে হবে। উম্মোচিত করতে হবে হায়েনাদের মুখোশ। আগে নিজদলে গেঁজানো শ্রেনী শত্রু নিধনে ঐক্যবদ্ধ হউন।

Bangladesh Awami Leagueবাংলাদেশ আওয়ামী যুবলীগ Bangladesh Awami Jubo LeagueSupporters of Bangladesh Awami LeagueSheikh Hasinaআ ফ ম বাহাউদ্দিন নাছিম ( A F M Bahauddin Nasim )Advocate Afzal HusainFazlul Quadir Nurunnobi Chowdury Sayon
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগBangladesh Students' League @

18/06/2025

#লালমোহনের মুরাদ চেয়ারম্যান সাহেব। এক সময় বিএনপি করতেন। ২০১০সালের পর আ'লীগ হইছেন। লালমোহনের ফরাশগঞ্জ ইউপিতে আ'লীগের জ্যানুইন নেতাদের মনোনয়ন না দিয়ে আপনাকে চেয়ারম্যান বানানো হলো জোর করে। আ'লীগ ক্ষমতা থেকে গেল ১ বছরও হলোনা। মেজর (অবঃ)হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম চাচার সামনে দাড়িয়ে এসব কথা বলতে বুক কাঁপলোনা?

#শ্রদ্ধেয় হাফিজ কাকা, মুরাদ চেয়ারম্যান আ'লীগের সকল সুযোগ সুবিধা নিয়ে পাওয়ার ভোগ করার পরে যদি তারে আপনি মাফ করে দেন তাহলে লালমোহন-তজুমুদ্দিনে যত আ'লীগ আছে সবাইরে আপনি ক্ষমা করে দিন নিজ গুনে। ওহ আল্লাহ। এমন ডিগবাজী দেখার জন্যই কি তুমি বাঁচিয়ে রাখলা?

 #দেশরত্ম_শেখ_হাসিনাআওয়ামীলীগ কর্মীদের একমাত্র ঠিকানা।
18/06/2025

#দেশরত্ম_শেখ_হাসিনা
আওয়ামীলীগ কর্মীদের একমাত্র ঠিকানা।

04/06/2025

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক #বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দিয়েছে। তা তে আমাদের নুনের ছালা খালে পড়ছে! বঙ্গবন্ধুর নাম বাদ যে দেয় ওইডা কিডা? অয় এই দেশের মামু না খালু? পাগল দুচি ঠাঁস কইরা?

02/06/2025

#সম্মানীত লালমোহনবাসী ও স্থানীয় আ'লীগের মজলুম নেতা কর্মীগন, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আযহা আসন্ন। আপনাদের অনেকেরই নানা রকম ফার্নিচার, টিভি, ফ্রিজ, ইলেক্ট্রোনিক্স সামগ্রীর পাশাপাশি গৃহস্থালী বাজারের জরুরী দরকার হবে।

আপনাদের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই আমাদের ভোলা আওয়ামীলীগের নেতা জনাব আব্দুল আজিজ ভাই ও মহাজোট নেতা নুরুন্নবী সুমন ভাই বিশাল আয়োজন নিয়ে বসে আছেন। সকলের কাছে আমাদের দুই নেতার পক্ষ থেকে অনুরোধ করছি কেনা কাটা সব আমাদের শোরুম সমুহ থেকে করবেন। এটা নেত্রীর নলেজেও আছে। প্লিজ লজ্জা পাবেন না। আমরা আমরাইতো। ধন্যবাদ।।

 #আনুষ্ঠানিক ভাবে ঈদের সকল আনন্দ বর্জন করলাম। আ'লীগ ক্ষমতার ১৬ বছরে কমপক্ষে ৪টা ঈদ -উল- আযহা তোফায়েল ভাই কারাবন্দী রেখেছ...
01/06/2025

#আনুষ্ঠানিক ভাবে ঈদের সকল আনন্দ বর্জন করলাম।

আ'লীগ ক্ষমতার ১৬ বছরে কমপক্ষে ৪টা ঈদ -উল- আযহা তোফায়েল ভাই কারাবন্দী রেখেছেন। অনেক ঈদে কোরবানীর এ্যাবিলিটি ছিলনা। ভোলা আওয়ামীলীগের বহু নেতা বিভিন্ন ফার্ম থেকে বাছাই করে একাধিক গরু এনে কোরবানী দিয়ে বাহবা নিতেন। তখনো আমাদের মতো শত শত আ'লীগ কর্মীর সামান্য খোজটুকু পর্যন্ত নেন নাই। এখন শুনি কোরবানীর জন্য ফার্ম থেকে আনা গরুর দাম আজো পরিশোধ করেন নাই।

কোরবানী দেইনি কারাবন্দী থাকার কারনে, কখনো কখনো আর্থিক অস্বচ্ছলতার কারনে। এখন চাইলে দিতে পারি। তবে দিবনা। আমার মাতৃসম নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে প্রহসনের বিচার হচ্ছে। আমার প্রিয় দল আ'লীগ ছাত্রলীগের লাখ লাখ কর্মী দেশান্তরী হয়ে ফেরারী জীবন যাপন করছে। আমি ওয়াদা করলাম "সুখের দিনের প্রিয়জনদের সাথে থেকে ঈদ উৎযাপন করতে পারিনি কারাবন্দী থাকার কারনে। আর এই দুর্দিন দুঃসময়ে ভিটে মাটি ছাড়া আমার লাখ সহযোদ্ধো ছোট ভাইদের রেখে এই ঈদের মাংস মুখে দেয়া আমার জন্য হারাম।

আল্লাহ যদি আমাদের কে বাচিয়ে রাখে যদি কোন দিন বঙ্গবন্ধু কন্যা সহ আ'লীগের মজলুম সর্বহারা কর্মীদের সাথে ঈদ পালনের তৌফিক আল্লাহ দেন তবে সেইদিন ঈদ পালন করবো। এর আগে ঈদের সব ধরনের জৌলুস, পোষাক, খানাপিনা আনুষ্ঠানিক ভাবে বর্জন করলাম। প্রমিজ।
* জয় বাংলা * জয় বঙ্গবন্ধ
* দেশরত্ম শেখ হাসিনা দীর্ঘজীবি হউন।

Bangladesh Awami Leagueবাংলাদেশ আওয়ামী যুবলীগ Bangladesh Awami Jubo Leagueবাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগBangladesh Students' League
Sheikh Hasina Sheikh Hasina Prime MinistrLiakat SikdarSheikh Parash Mainul Hossain Khan Nikhil

23/05/2025
18/05/2025

তোমরা আমার ভাই,ব্যারাকে থাকো। কেউ তোমাদের কিছু বলবেনা। আর আমাদের বুকে গুলি চালানোর চেষ্টা তোমরা করোনা। - বঙ্গবন্ধু মুজিব।

আওয়ামীলীগের একজন নিবেদীত প্রান নেতা শ্রদ্ধেয় ফজলুল হক দেওয়ান এর মৃত্যু কেবল তজুমদ্দিন নয় পুরো ভোলা জেলায় নেতৃত্বের যে বি...
16/05/2025

আওয়ামীলীগের একজন নিবেদীত প্রান নেতা শ্রদ্ধেয় ফজলুল হক দেওয়ান এর মৃত্যু কেবল তজুমদ্দিন নয় পুরো ভোলা জেলায় নেতৃত্বের যে বিশাল শুন্যতার সৃষ্টি করলো তা সহসা পুরন হবার নয়। দল ও দলীয় নেতৃত্বের প্রতি অগাধ বিশ্বাস ও ভালবাসার এই নেতাকে কৈশোর থেকে দেখে আসছি। নিরহংকারী, জনসেবক মানুষটার মুখে হাসি লেগে থাকতো সব সময়। ওনার কাছ থেকে পাওয়া সন্তানসম আদর ও স্নেহাশীষ ভুলতে পারবোনা।

মানুষের প্রতি আপনার যে হৃদয় নিংড়ানো ভালবাসা ছিল তেমনি তজুমুদ্দিনের মানুষও আপনাকে মাথার মুকুট করে রেখেছে। আওয়ামীলীগে আপনার গতিশীল প্রানোবন্ত নেতৃত্ব ও সাংগঠনিক অসীম যোগ্যতাকে দলের একজন কর্মী হিসেবে শ্রদ্ধার সাথে স্বরন রাখবো। স্যালুট প্রিয় নেতা। আল্লাহ আপনাকে দুনিয়ার মতো আখিরাতেও সম্মানীত করুন এই দোয়া রইলো। মরহুম ফজলুল হক দেওয়ান সাহেবের শোক সন্তোপ্ত পরিবারের সহিত আমিও সমব্যথী।।

14/05/2025

কথা-০২

Address

Sador Upazila Bhola
Bhola

Telephone

+8801711113626

Website

https://www.facebook.com/profile.php?id=1000636

Alerts

Be the first to know and let us send you an email when Mostak Ahmed Shahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mostak Ahmed Shahin:

Share