Amader Nabiganj

Amader Nabiganj আমরা নির্যাতিতদের কথা বলি

12/10/2025

আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো! এই শ্লোগান আর চলবে না!

যদি বাঘকে বিড়াল বানানো হয়, দোষ বাঘের নয়, দোষ সেই হাতের, যে তার গর্জনকে রুদ্ধ করেছে।যারা বীরের কণ্ঠ স্তব্ধ করে দেয়, তারা...
12/10/2025

যদি বাঘকে বিড়াল বানানো হয়, দোষ বাঘের নয়, দোষ সেই হাতের, যে তার গর্জনকে রুদ্ধ করেছে।
যারা বীরের কণ্ঠ স্তব্ধ করে দেয়, তারা শক্তি নয়, তারা ইতিহাসের লজ্জাজনক অধ্যায় হয়ে যায়।

বাংলাদেশ সে-নাবাহিনী আমাদের গর্ব, আমাদের ঢাল, আমাদের জা-তীয় অস্তি-ত্বের অভিভাবক।
তাদের সম্মান রক্ষা করা মানে নিজের পতাকার সম্মান রক্ষা করা,
তাদের মনোবল ভাঙা মানে জা-তির সাহস ভেঙে দেওয়া, স্বাধী-নতার শিকড় কে-টে ফেলা।

যখন কোনো সে-না নীরব থাকে, সেটা দুর্বলতা নয়, সেটা আঘা-তপ্রাপ্ত আত্মমর্যাদার নীরব আর্তনাদ।
আর যখন জা-তি তার সে-নাদের পাশে দাঁড়ায়, তখন সেই সৈনিক কেবল ইউনিফর্মধারী নায়ক নয়, সে হয়ে ওঠে জা-তির আত্মা, স্বা-ধীন-তার নিশান, আর পতাকার প্রাণ।

17/09/2025

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ দিনারপুর কলেজের সামনে সড়ক দু'র্ঘ'ট'নায় মা ছেলে নি'হ'ত।

10/09/2025

নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামের তিন শি'শু এক সাথে পানিতে পড়ে ম'র্মা'ন্তিক মৃ'ত্যু। এরা একে-অপরের চাচাতো ভাই-বোন।

02/09/2025

হবিগঞ্জের নবীগঞ্জের জমারগাও- কাকুড়া গ্রামবাসী দেশীয় অ'স্ত্র-শ'স্ত্র নিয়ে মুখোমুখি। ঘটনাস্থলে একজন নিহত।

জামারগাও ও কাকুরা গ্রামের সিএনজি চালককের বিরোধকে কেন্দ্র করে মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে হামালার ঘটনায় ৯টার দিকে সং*ঘর্ষ বাঁধে।সেনাবাহিনী ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং আহ*তদের হাসপালে প্রেরন করেন। এখন এলাকা পুরুষ শূণ রয়েছে। সেনা ও পুলিশ মোতায়ন করা হয়েছে ওই এলাকায়। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

পুকুরে নয়। বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু। কী হৃদয়বিদারক ঘটনা। গতকাল রাতে -মা রাত ১১টায় চা বানাচ্ছিলো। শিশুটি...
12/08/2025

পুকুরে নয়। বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু। কী হৃদয়বিদারক ঘটনা।

গতকাল রাতে -
মা রাত ১১টায় চা বানাচ্ছিলো। শিশুটি বাবার সাথেই খেলছিলো। এক ফাঁকে রুম থেকে বেরিয়ে অন্য রুমে গেলে বাবা অতটা পাত্তা দেয়নি। কিন্তু এই ফাঁকে শিশুটি গিয়ে ঢুকে বাথরুমে। কেউ টের পায়নি।

যখন বাচ্চাটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

তখন বাথরুমে প্রবেশ করে দেখা যায় বাচ্চাটি বাতলির পানিতে ডুবে উল্টে আছে। অ*চেতন।

দ্রুত ঢাকা মেডিকেলে নিলে তাকে মৃ*ত ঘোষণা করেন।

মাত্র আঠারো মাস বয়স 💔

বাচ্চা মুখে কিছু দেওয়া শিখলে আমরা গিলে ফেলতে পারে এমন জিনিস সরিয়ে রাখি।

হামাগুড়ি দেওয়া শিখলে খাট থেকে পড়ে যেন না যায়। সেদিকে খেয়াল রাখি।

হাঁটা শিখলে রান্নাঘরে যেন না ঢুকে। গরম পাতিল, ধারালো বটি যেন না ধরতে পারে। রান্নাঘর বন্ধ রাখি।

বিদ্যুৎতের লাইন যেন ধরতে না পারে। টেবিল চেয়ারের উপরে যেন উঠে না পড়ে যায়। সেদিকে খেয়াল রাখি।

বাথরুমের দরজা বন্ধ রাখি যাতে ভেতরে ঢুকে পিছলে না পড়ে মাথা ফাঁটে। কমোডে না ঢুকে যায়। বালতির পানি এই ভয়েই রাখি না।

কত কিছু একটা বাচ্চাকে সুস্থ ও নিরাপদ রাখতে হয়? ঘুম থেকে উঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত।

যু*দ্ধটা যেন কীভাবে সন্তানকে লালন পালনের চেয়ে নিরাপদ রাখার ল*ড়াই বেশী!

তারপরেও ব্যথা পায়। এত সাবধানতার পরেও ভুল হয়। ব্য*থাটা ওর চেয়ে আমাদের কলিজাতেই দাগ দেয় বেশী।

এই যে শিশুটি মা*রা গেলো। সে ছিলো বাবা মায়ের ৫ম সন্তান। চার চারটা বাচ্চাকে তারা বড় করেছে। অনেক এক্সপেরিয়েন্সড তাই না?

কিন্তু দেখেন। এই এক্সপেরিয়েন্স কাজেই দিলো না। একটু অন্যমনস্ক। একটু অসাবধানতায়। বাথরুম লক না করার মতো ভুল সিদ্ধান্তের জন্য শিশুটির প্রাণ হারাতে হলো।

অন্যের এই মা*রাত্ম*ক ভুলগুলো থেকে একটু শিক্ষা নেই।

03/08/2025

🔴 সাবধানতা পোষ্ট
বাচ্চারা কখন কোথায় যায় একটু খেয়াল রাইখেন 😭 এই সময়ে বেওয়ারিশ কুকুরের আনাগোনা বেশি। ভিডিও 🔻

শোক সংবাদ :নবীগঞ্জ উপজেলার ছালামতপুর নিবাসি মোঃ এহিয়া চৌধুরী বুধবার রাত ১০ ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছে। ইন্না লিল্লাহি...
09/07/2025

শোক সংবাদ :

নবীগঞ্জ উপজেলার ছালামতপুর নিবাসি মোঃ এহিয়া চৌধুরী বুধবার রাত ১০ ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, টহলরত সেনাবাহিনীর দাওয়া খেয়ে ভয়ে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন।
এ মৃত্যুর জন্য নবীগঞ্জের সৃষ্ট বিরোধকে দায়ী করেছে সচেতন মহল।

নবীগঞ্জে ফেসবুকে একে অপরের বিরুদ্ধে লেখালেখি নিয়ে, ২ জন নিহত, আহত শতাধিক; ১৪৪ ধারা জারিনবীগঞ্জ উপজেলা সদরে পূর্ববিরোধে জ...
07/07/2025

নবীগঞ্জে ফেসবুকে একে অপরের বিরুদ্ধে লেখালেখি নিয়ে, ২ জন নিহত, আহত শতাধিক; ১৪৪ ধারা জারি

নবীগঞ্জ উপজেলা সদরে পূর্ববিরোধে জের ধরে আজ সোমবার বিকেলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২জন নিহত ও প্রায় শতাধিক লোকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ২৫ জনকে বিভিন্ন হাসপাতোলে ভর্তি করা হয়।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সংঘর্ষ থামাতে উপজেলা শহরে আজ সোমবার বিকেল থেকে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার বিকেল ৪টা থেকে আগামীকাল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নবীগঞ্জ শহরে এ ১৪৪ ধারা বলবৎ থাকবে।

সংর্ষর যেভাবে শুরু:
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফেসবুকে একে অপরের বিরুদ্ধে লেখালেখি নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী আশাহিদ আলীকে গত ৪ জুলাই নবীগঞ্জে অপর গণমাধ্যমকর্মী সেলিম তালুকদার ও তাঁর লোকজন মারধর করেন বলে অভিযোগ। এ ঘটনায় আনমুন গ্রামের লোকজন হামলাকারীদের মধ্যে আনমনু গ্রামের ২ তরুণকে আটক করে পুলিশে দেন। এতে তিমিরপুর গ্রামের লোকজন উত্তেজিত হয়ে উঠেন তাঁদের লোকজনকে আনমুন গ্রামের লোকজন ধরে পুলিশে দেওয়ায়। এ নিয়ে তিন দিন আগে ওই দুই গ্রামের লোকজন মারামারি করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এ মারামারি সূত্র ধরে সোমবার দুপুরে ঘোষণা দিয়ে আনমুন ও তিমিরপুর গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন নিজ নিজ এলাকায়। একপর্যায়ে বিকেলে উপজেলা সদরে ওই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের লোকজন ইটপাটকেল, বল্লম ধারালো অস্ত্রসহ নানা দেশি অস্ত্রশস্ত্র ব্যবহার করেন। সংঘর্ষকালে উভয় পক্ষের ২ জন নিহত ও প্রায় শতাধিক লোকজন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট।
এতে পুরো উপজেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, তুচ্ছ বিষয় থে‌কে তি‌মিরপুর ও আনমুন গ্রা‌মের লোকজন সংঘ‌র্ষে জড়ান । এ সময় বাজা‌রের বেশ ক‌য়েক‌টি দোকানপাট ভাঙচুর ও অ‌গ্নিসং‌য়ো‌গের ঘটনা ঘ‌টে। তবে বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে বলে পুলিশ জানিয়েছে।

নবীগঞ্জে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মাইক্রো চালকসহ ২ জন নিহত সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন...
02/07/2025

নবীগঞ্জে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মাইক্রো চালকসহ ২ জন নিহত

সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী যাত্রী এবং ওই মাইক্রোবাসের চালক। এসময় আরো ৪ জন আহত হয়েছেন।

নবীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত স্টাফ রিপোর্টার :ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের নবীগঞ্জ মজলিশপুর বিব...
21/05/2025

নবীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

স্টাফ রিপোর্টার :
ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের নবীগঞ্জ মজলিশপুর বিবিয়ানা পাওয়ার প্লান্টের কাছে ড্রাম ট্রাকের চাপায় রাস্তায় প্রান ঝড়লো দুই যুবকের। বুধবার (২১ মে) রাত ১১ টায় এ দূর্ঘনা ঘটে।

নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামের মজু মিয়ার ছেলে মঈনুল ইসলাম ইমন (২১) ও নিয়ামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২০।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবিয়ানা পাওয়ার প্লান্টের একটি ড্রাম ট্রাক মোটর সাইকলটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে প্লান্টের ভিতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সেও মারা যায়।

এসময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ঢাকা সিলেট মহা সড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ করে রাখেন।

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।

21/05/2025

হবিগঞ্জ আদালত চত্ত্বরে পকেটমার ধৃত।

Address

ওসমানী রোড
Bhola
৩৭৩৩

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801819094777

Alerts

Be the first to know and let us send you an email when Amader Nabiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category