Amader Nabiganj

Amader Nabiganj আমরা নির্যাতিতদের কথা বলি

নবীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত স্টাফ রিপোর্টার :ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের নবীগঞ্জ মজলিশপুর বিব...
21/05/2025

নবীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

স্টাফ রিপোর্টার :
ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের নবীগঞ্জ মজলিশপুর বিবিয়ানা পাওয়ার প্লান্টের কাছে ড্রাম ট্রাকের চাপায় রাস্তায় প্রান ঝড়লো দুই যুবকের। বুধবার (২১ মে) রাত ১১ টায় এ দূর্ঘনা ঘটে।

নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামের মজু মিয়ার ছেলে মঈনুল ইসলাম ইমন (২১) ও নিয়ামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২০।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবিয়ানা পাওয়ার প্লান্টের একটি ড্রাম ট্রাক মোটর সাইকলটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে প্লান্টের ভিতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সেও মারা যায়।

এসময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ঢাকা সিলেট মহা সড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ করে রাখেন।

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।

21/05/2025

হবিগঞ্জ আদালত চত্ত্বরে পকেটমার ধৃত।

04/05/2025

নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে রাতের আধারে দোকানপাট চুরির মুল হোতা আউশকান্দি বাজারে চুরি করতে গিয়ে আটক। জনতার উত্তম-মাধ্যম...

24/03/2025

হামজা আসায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল এখন বাংলাদেশ
Bangladesh Football Federation

বাহুবলে মহিলা জামায়াত নেত্রীকে কুপিয়ে হত্যাহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শ্রমিক...
21/02/2025

বাহুবলে মহিলা জামায়াত নেত্রীকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহুবলের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুরগ্র্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মহিলার নাম মিনারা বেগম। তিনি মহিলা জামায়াতের উপজেলা বিভাগের দায়িত্ব পালন করতেন। মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।

নিহতের স্বামী জানান, ২১ শে ফেব্রæয়ারী উপলক্ষ্যে তিনি উপজেলায় সরকারী পোগ্রাম শেষ করে হবিগঞ্জে রোকন বৈঠক করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা, ঘরের লাইট অফ, পরে লাইট জ্বালিয়ে দেখেন কাঠের উপর স্ত্রী পরে আছেন। এবং তাদের ৭ মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে।
খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান, ইউএনও গিয়াস উদ্দীন ও মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ঘটনাস্থলে পৌঁছেন।

21/02/2025

ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি ঃ
ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে রুস্তুমপুর টোলপ্লাজার অদুরে শাখা বরাক নদীর ব্রিজের কাছে ডাকাতদলের কবলে পড়েছেন এক বিদেশ যাত্রীর পরিবার। ডাকাতরা তাদেরকে মারধর করে মোবাইল ও অর্থকড়ি হাতিয়ে নিয়েছে। বৃহম্পতিবার দিবাগত রাত ১২ টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নবীগঞ্জ থানা পুলিশ। তাৎক্ষনিক ডাকাতদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ।

জানা যায়, সিলেটের ওসমানী নগর থানার সাদিপুর ইউনিয়নের বাসিন্দা জনৈক বিদেশ যাত্রীকে ঢাকা এয়ারপোর্টে পৌছে দিয়ে নোহা গাড়ির যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন তার পরিবার। রাত ১২ টার দিকে নোহা গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের শাখা বরাক নদীর ব্রীজের কাছে পৌছলে ডাকাতদল গতিরোধ করে। এ সময় গাড়ির চালক ও যাত্রীদের মারধর করে মোবাইল ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, ‘চালকের সাথে হাতা হাতি করে মোবাইল ও ২০ হাজার টাকা নিয়ে গেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

এই মেয়েটি অ'পহরণের শিকার! নবীগঞ্জ গোল্ডেন প্লার্জার মার্কেটর পাশ থেকে এই মেয়েটি কি'ড'ন‍্যাপ হয়েছে এটি খুবই দুঃখজনক ।মেয়ে...
17/11/2024

এই মেয়েটি অ'পহরণের শিকার!
নবীগঞ্জ গোল্ডেন প্লার্জার মার্কেটর পাশ থেকে এই মেয়েটি কি'ড'ন‍্যাপ হয়েছে এটি খুবই দুঃখজনক ।

মেয়েটার কোনো সন্ধান যদি কেউ পান দয়া করে নিচের মোবাইল নাম্বারে প্লিজ যোগাযোগ করবেন ।😌

গত তারিখ 16/11/2024 নি*খোজ সংবাদ! মোছাঃ জনি আক্তার, গ্রাম,, কদুপুর নোয়াগাও
গতকাল আছরের পরে নবিগনজ গুল্ডেন মার্কেট এর পাশ থেকে নতুন বাজার যাওয়ার পথে,,,কি*ডন্যাপ কারির চ*ক্রান্ত পড়িয়া নি*খোঁজ হয়ে গেছে,,
প্রিয় কোন ভাই যদি নিম্নের ফটোটি দেখেন বা কোন সন্ধ্যান মিলে দয়া করে ওই নম্বর যোগাযোগ করিবেন01715056009,,
প্লীজ দয়া করিয়া সবাই বেশী বেশী করিয়া শেয়ার করুন।

07/10/2024

আবরার ফাহাদ এই শতাব্দীর শহীদ তিতুমীর: মাহমুদুর রহমান

‘বক্তব্য ঘুরালেন’ রেজা কিবরিয়া, ‘এরা যে দুষি এটার কোন গ্যারিন্ট নাইনিজস্ব প্রতিবেদক :আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্র...
28/09/2024

‘বক্তব্য ঘুরালেন’ রেজা কিবরিয়া, ‘এরা যে দুষি এটার কোন গ্যারিন্ট নাই

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যায় বিএনপি নেতা জিকে গউছকে জড়িয়ে ড. রেজা কিবরিয়ার মন্তব্যের বিষয়ে হবিগঞ্জে তোলপাড় শুরু হয়েছে।

সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে শাহ্ এএমএস কিবরিয়ার ছেলে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া জানান, হবিগঞ্জের এমপি আবু জাহির, বানিয়াচংয়ের এমপি আব্দুল মজিদ খান এবং আওয়ামী লীগ নেতা ডা. মুশফিক হোসেন চৌধুরী জড়িত ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ।

এ সময় তিনি বলেন, ‘হবিগঞ্জের বিএনপির এক নেতা_ আওয়ামী লীগের এমপি আবু জাহিরের ব্যবসায়িক পার্টনার_ তারা একসঙ্গে মাদক ব্যবসা করত_ সেটা হলো গউছ। এই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা দরকার।’

ড. রেজা কিবরিয়ার এমন সন্তব্যের পর হবিগঞ্জজুড়ে শুরু হয়েছে তোলপাড়া। ক্ষোভ প্রকাশ করছেন বিএনপি নেতাকর্মীরা। একই সাথে হুট করে রেজা কিবরিয়ার এমন মন্তব্যে হতভম্ব সাধারণ মানুষও।

এমন মন্তব্যের কারণ জানতে চাইলে ড. রেজা কিবরিয়া বলেন, ‘আমি বলছি না যে মানুষটা (জিকে গউছ) দুষি। শেখ হাসিনার নাম, সালমান রহমানের নামতো আগে বলা যায় না। তাই, সব নামগুলো এখন বলছি। যাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ এতটুকুই।’

‘এরা যে দুষি এটার কোন গ্যারিন্ট নাই। কিন্তু ১৯ বছরের ইনফরমেশনে এদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এ ব্যাপারে আমি কনভেন্স। এ ব্যাপারে আমি কোন রাজনৈতিক সুবিধা বা অসুবিধার কারণে আপোষ করবো না।’

ব্যবসায়ি পার্টনারের বিষয়ে তিনি বলেন, ‘তিনি মাদক ব্যবসায়ী জানি না, আমি বলেছি আরকি! আমি জানি যে জাহির করতো এবং ওর সাথে জিকে গউছ বিজনেস পার্টনার ছিল। একজন মাদক ব্যবসায়ীর সাথে বিজনেস পার্টনার ছিল এতটুকুই।’

এতোদিন কেন এ ব্যাপারে কথা বলেননি জানতে চাইলে রেজা কিবরিয়া বলেন, ‘আপনি খেয়াল করবেন_ আমি তখন জাহিরের নামও বলিনি, শেখ হাসিনার নামও বলিনি। কারো নামতো বলিনি তখন। পরিস্থিতি এখন ডিপ্রেন্ট, যাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ তাদের নাম এবার বলেছি, আর কিছু না। ’

ময়মনসিংহে মোবাইল চার্জ দিতে গিয়ে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তারিকুল আলম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।শুক্রবার ...
28/09/2024

ময়মনসিংহে মোবাইল চার্জ দিতে গিয়ে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তারিকুল আলম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে নগরীর নাহা রোডের জমির মুন্সি এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত তারিকুল আলম নোমান ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, মধ্যরাতের দিকে অপারেশন করে বাসায় যান চিকিৎসক তারিকুল আলম নোমান। এসময় কক্ষে একা ঘুমানোর আগ মুহুর্তে মোবাইল চার্জে রাখেন। ভোররাতে মোবাইল বিস্ফোরণ হয়ে ওই চিকিৎসকের দুই হাত, নাক-মুখ ও বুক দগ্ধ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ফজরের সময় কক্ষ থেকে পোড়া গন্ধ আসলে পরিবারের লোকজন দরজা খুলে তারিকুল ইসলাম নোমানকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

10/09/2024

নবীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ধর্ষক পলাতক ...

30/08/2024

একসময় থাকতেন টিনশেড বাসায় ভাড়া।
হবিগঞ্জের জাহিরের সম্পদের পাহাড়!
বিস্তারিত কমেন্টে

Address

ওসমানী রোড
Bhola
৩৭৩৩

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801819094777

Alerts

Be the first to know and let us send you an email when Amader Nabiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category