Tui Shun

Tui Shun 18-23 বয়সের ভাই-বোনদের জন্য আসল কথা | No Filter | No Edit | Just Real Talk

beautiful❤️
25/04/2025

beautiful❤️









বর্তমানে ই*জ*রা*য়ে*লের অবস্থা। একবার মন থেকে কমেন্ট করি আলহামদুলিল্লাহ।
24/04/2025

বর্তমানে ই*জ*রা*য়ে*লের অবস্থা। একবার মন থেকে কমেন্ট করি আলহামদুলিল্লাহ।

যাই হোক হাসা যাবে না কারণ ইদানিং হাসলেও না ফেরার দেশে চলে যেতে পারি
23/04/2025

যাই হোক হাসা যাবে না কারণ ইদানিং হাসলেও না ফেরার দেশে চলে যেতে পারি

16/04/2025

"তোর হাসি কারও ভালো লাগে না,
তুই ভালো থাকলে অনেকের পেট জ্বলে—
তাই আর কাউরে খুশি করার চেষ্টা বাদ দে,
নিজের মতো হয়ে যা—
আর যখন চুপ থাকবি, তখনই তোর ভয়ংকর রূপটা বের হয়।"

16/04/2025

**"কারে ‘সুপ্রভাত’ বলবো?
যে এখনো ঘুমায়, না যে স্বপ্নের পিছনে ছুটতেছে?

Tui Shun কইতেছে—
ঘুম থেকে উঠো, কারণ দুনিয়া তোমার মতো মানুষকে জাগতে দেখে ভয় পায়!"**

"ভালো মানুষ হইয়া লাভ নাই, মানুষ শুধু কাজ দেইখা চিনে!""তুই যতই ভালো হ, কেউ তোর মনটা দেখবে না।তোর কাজের রেজাল্ট, তোর টাকা...
15/04/2025

"ভালো মানুষ হইয়া লাভ নাই, মানুষ শুধু কাজ দেইখা চিনে!"

"তুই যতই ভালো হ, কেউ তোর মনটা দেখবে না।
তোর কাজের রেজাল্ট, তোর টাকা, তোর fame—এইগুলা দেখবেই।
তুই help করস কাল, আজকে ভুলে যাইব।
তুই sacrifice করলি, ওরা বলব— ‘তোর কাম আছিল তাই করছস।’
এই সমাজে মন নাই, শুধু সুযোগ আছে।
তোর ব্যথা শুনব না কেউ, জিতলে হাত তালি দিবে।
তাই আর কারও hero হইতে যাস না—
নিজের ভেতরের monster টাকে জাগা দে,
কারণ তোর ভালোবাসা দিয়ে ওরা শুধু খাইছে!"


#তুই_শুন





তুই শোন—এবার আদেশ আসবে গলার আওয়াজে।এখানে কেউ তোকে মিষ্টি কথা শোনাবে না।এখানে তোর লাইফের আসল সত্যি মুখের ওপর বলে দেবে কে...
14/04/2025

তুই শোন—এবার আদেশ আসবে গলার আওয়াজে।

এখানে কেউ তোকে মিষ্টি কথা শোনাবে না।
এখানে তোর লাইফের আসল সত্যি মুখের ওপর বলে দেবে কেউ।
তোর বয়স ১৮-২৩?
তাহলে এই কথাগুলা তোর জন্য।

এখন থেকে আমি যা বলব,
তুই শুধু শোনবি—
বোঝার চেষ্টা করবি,
নিজেকে বদলানোর সাহস রাখবি।

এটা গল্পের চ্যানেল না—
এটা বাস্তবের আওয়াজ।

চাইলে বসে থাক,
নাহলে উঠে দাঁড়া—
কারণ TUI SHUN এসেছেই তোকে নাড়িয়ে দেওয়ার জন্য।

14/04/2025

প্রেমে সবচেয়ে সাধারণ ভুলগুলি!"

13/04/2025

এই চ্যানেল তোমার মতো তরুণদের জন্য—যারা সত্যি শুনতে চায়, ফিল্টার ছাড়া কথা পছন্দ করে।
এখানে নেই কোনো মুখ, নেই কোনো অভিনয়। আছে শুধু বাস্তব কথা, বাস্তব জীবন থেকে।
“Tui Shun” — কারণ এবার তোমার শোনার পালা।

Address

Bhola
200

Alerts

Be the first to know and let us send you an email when Tui Shun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share