08/10/2025
সৌদি প্রবাসী 🇸🇦 মোঃ হাবিব খান 🇧🇩(Habib Khan) ১২ দিন আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এক সহকর্মী তাঁকে মক্কার একটি হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ ১২ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর রোববার রাত ১১টার দিকে মক্কার কিং আব্দুল আজিজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বাবা কাঁদতে কাঁদতে বলেন, “ছেলেটা বিদেশ গেছিল সংসারের বোঝা হালকা করতে, এখন সেই ছেলেই আর ফিরবে না। ঋণ রইল, বুকভরা শূন্যতা রইল — সব শেষ আমার।” 🥀💔
সবাই তাঁর জন্য দোয়া করবেন—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। 🥹😭🤲