JOY RAM

JOY RAM জয় রাম জয় গোবিন্দ জয় গোপাল 🙏🙏🙏
আমাদের পেইজের একমাত্র উদ্দেশ্য পরম দয়াল শ্রীশ্রী রামঠাকুর এর বানী প্রচার করা। জ্ঞানীর নিকট সত্য ই পরম ধর্ম
___ শ্রীশ্রী রামঠাকুর

13/08/2025

🙏 জয় রাম জয় গোবিন্🙏
🙏 গুরু কৃপাহি কেবলম্ 🙏

ডাক্তার জে. এম. দাশগুপ্তের ঠাকুরের বিষ্ঠার স্বাদ গ্রহণঃ যতীন্দ্রমোহন দাশগুপ্ত ছিলেন একজন সুপ্রসিদ্ধ ডাক্তার। সকলের কাছে ...
11/08/2025

ডাক্তার জে. এম. দাশগুপ্তের ঠাকুরের বিষ্ঠার স্বাদ গ্রহণঃ

যতীন্দ্রমোহন দাশগুপ্ত ছিলেন একজন সুপ্রসিদ্ধ ডাক্তার। সকলের কাছে তিনি পরিচিত ছিলেন জে. এম. দাশগুপ্ত নামে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরো অনেক কলিকাতার বিখ্যাত ব্যক্তিদের তিনি চিকিৎসক ছিলেন।
একবার শ্রীশ্রীঠাকুরের প্রচণ্ডরূপে রক্ত আমাশা হইয়াছিল। ডাক্তারবাবু ও অন্যান্য সেবকরা পরস্পরায় ঠাকুরের সেবায় মগ্ন আছেন। হঠাৎ ঠাকুরের পায়খানার বেগ আসিল এবং এমন দুর্গন্ধযুক্ত বিষ্ঠা যার নোংরা গন্ধে চারিদিক ভরপুর। এই বিষ্ঠা পরিষ্কার করিবার অভিপ্রায়ে ডাক্তারবাবু প্রস্তুত। হঠাৎ তাঁহার মনে জাগিল একটি প্রবল ইচ্ছা। ইচ্ছাটি এই যে, ঠাকুর তো স্বয়ং ভগবান। তাঁহার বিষ্ঠার স্বাদ কি রকম হইবে? একবার পরীক্ষা করিয়া দেখা যাক। এই কথা ভাবিয়া উনি এক ফোঁটা বিষ্ঠা জিহ্বার আগায় লাগাইয়া খাইলেন। খাওয়ামাত্র ইহাই অনুভব করিলেন যে বিষ্ঠার অপূর্ব স্বাদ। ইহা পদ্ম ও চন্দনের গন্ধে ভরপুর একটি ভোজ্য পদার্থ। ঠাকুর অন্তর্যামী ভগবান। তাঁহার চোখে একটি ধূলিকণাও এড়াইতে পারে না। শ্রীশ্রীঠাকুর বলিলেন "ডাক্তারবাবু আপনি তো সব ঘৃণারে জয় করেছেন।"

গুরু না ভজি মই 🙏সন্ধ্যা সকালে মনো প্রানো দিয়া 🙏 জয় রাম 🙏🌷🌿🙏জয় গোবিন্দ 🙏🌷🌿🙏🌷🌿🌷🌿 🌷🌿🌷🌿
09/08/2025

গুরু না ভজি মই 🙏
সন্ধ্যা সকালে মনো প্রানো দিয়া 🙏
জয় রাম 🙏🌷🌿🙏জয় গোবিন্দ 🙏🌷🌿🙏
🌷🌿🌷🌿 🌷🌿🌷🌿

জয় রাম🌺ওঁ ভগবতে শ্রীশ্রী রামচন্দ্রায় নমঃ🙏   "আপনি যদি মনে করেন স্নান কইরা, জামা কাপড় বদলাইয়া,শুদ্ধ হইয়া ঠাকুরের কাছ...
08/08/2025

জয় রাম🌺
ওঁ ভগবতে শ্রীশ্রী রামচন্দ্রায় নমঃ🙏
"আপনি যদি মনে করেন স্নান কইরা, জামা কাপড় বদলাইয়া,শুদ্ধ হইয়া ঠাকুরের কাছে যাইবেন এবং নাম করবেন তাইলে আপনার নাম করা হইব না।ঠাকুরতো নিত্যশুদ্ধ, নিত্যমুক্ত ।কত শুদ্ধ হইয়া আপনি তাঁর কাছে যাইবেন? আপনার দেহ তো ময়লায় ভর্তি।তাই যখন যে অবস্থায় থাকেন, হাটে থাকেন, কি বাজারে থেকেন কিংবা বাসায় যে অবস্থায় থাকেন নাম করবেন ।মনে রাখবেন - নামই গুরু"---শ্রীশ্রী রাম ঠাকুর

গুরুর কার্য্য সমালোচনা করার ক্ষমতা কাহারও নাই।শ্রী শ্রী রামঠাকুর  জয় রাম জয় গোবিন্দ🙏🙏🙏
07/08/2025

গুরুর কার্য্য সমালোচনা করার ক্ষমতা কাহারও নাই।
শ্রী শ্রী রামঠাকুর
জয় রাম জয় গোবিন্দ🙏🙏🙏

06/08/2025

রাতে ঘুমানোর আগে একবার বলে দেন জয় রাম ঠাকুর
🙏🙏

🙏🌺নাম করতে বসলে মন বিভিন্ন স্থানে ও বিষয়ে ঘুরে বেড়ায়। নাম হয় না। কি নাম দিলেন?🌺🏵️ঠাকুর বলিলেন - তোমার পূর্বজন্মের সা...
06/08/2025

🙏🌺নাম করতে বসলে মন বিভিন্ন স্থানে ও বিষয়ে ঘুরে বেড়ায়। নাম হয় না। কি নাম দিলেন?

🌺🏵️ঠাকুর বলিলেন - তোমার পূর্বজন্মের সাধিত নাম শুনাইছি, নাম দেই নাই। মাতৃজঠরেও নাম শুনাইছিলাম। প্রকৃতির রাজ্যে আইস্যা ভুইলা গেছ। পুনরায় নাম স্মরণ করাইয়া দিছি। নাম করে শিবরুপী প্রাণে। নাম আবরনহীন। তাই মনের সংকল্প বিকল্পের অপেক্ষা রাখে না, অবিরাম নাম হয়। নাম শুনতে মন লাগে না। মন যেইখানে ইচ্ছা ঘুইরা বেড়াক। তুমি নাম শুনার জন্য চেষ্টা করবা। মনের দিকে লক্ষ্য রাখবা না। লক্ষ্য রাখবা নামের দিকে। মনের গতি চিরচঞ্চল। যত চঞ্চল হউক, আর যেইখানে যাউক না কেন ফিরা আবার নিজের জায়গায় আসবো। ফিরা আইসা তুমি যেই নাম শুনছ, মনও সেই নাম শুনতে পাইব। তুমি সর্ব্বদা নাম শুনবার জন্য অভ্যাস কর।🌺🏵️

🙏জয় রাম। জয় গোবিন্দ🙏

জয় রাম 🙏
05/08/2025

জয় রাম 🙏

জয় রামঠাকুর 🙏
05/08/2025

জয় রামঠাকুর 🙏

🙏  জয় রাম জয় গোবিন্দ  🙏 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে হরেহরে রাম হরে রাম রামরাম হরে হরে 🙏শুভ রাত্রি 🥰
16/02/2025

🙏 জয় রাম জয় গোবিন্দ 🙏
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রামরাম হরে হরে 🙏
শুভ রাত্রি 🥰

Address

Bhola

Telephone

+8801919111700

Website

Alerts

Be the first to know and let us send you an email when JOY RAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JOY RAM:

Share