
29/07/2025
হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর শোকবার্তা:
মশুরীখোলা দরবার শরীফের পীর মাওলানা শাহ্ মোহাম্মদ আহছানুজ্জামানের ইন্তেকাল
ঢাকার নারিন্দা মশুরীখোলা দরবার শরীফের পীর মাওলানা শাহ্ মোহাম্মদ আহছানুজ্জামান রহমাতুল্লাহি আলাইহি মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে রাজধানীর একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ইন্টারন্যাশনাল একাডেমি অব মডারেট স্কলারশ বাংলাদেশের প্রেসিডেন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি'র চেয়ারম্যান, সাজ্জাদানশীন-এ দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাদ্দাজিল্লুহুল আলী। এক শোকবার্তায় তিনি বলেন, রাজধানী ঢাকায় প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিকভাবে সুন্নীয়ত ও তরিকতের খেদমতে মাওলানা শাহ্ মোহাম্মদ আহ্ছানুজ্জামান সাহেবের অবদান অনস্বীকার্য। তাঁর ইন্তেকাল নিঃসন্দেহে সুন্নীয়তের জন্য অপূরণীয় ক্ষতির কারণ। বিএসপি চেয়ারম্যান বলেন, তাঁর সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর ছিল। তিনি একজন অমায়িক ও বিনয়ী আচরণের উৎকৃষ্ট উদাহরণ ছিলেন। আমি তাঁর এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে মহান রবের দরবারে আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আগামীকাল ৩০ জুলাই (বুধবার) সকাল ১১ টায় মশুরীখোলা দরবার শরীফে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
@