MYF 786 saju block

MYF 786 saju block Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MYF 786 saju block, Digital creator, narayanganj rupganj, Bhulta.

জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমন্ত্রিত স্থান মাইজভান্ডার দরবার শরীফ ফটিকছড়ি চট্টগ্রাম,
15/03/2025

জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমন্ত্রিত স্থান মাইজভান্ডার দরবার শরীফ ফটিকছড়ি চট্টগ্রাম,

বাংলাদেশ সুপ্রিম পার্টির(BSP) সদস্য ফরম পার্টির চেয়ারম্যান নবী  বংশের ৩১ তম আওলাদ ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী ওয...
13/03/2025

বাংলাদেশ সুপ্রিম পার্টির(BSP) সদস্য ফরম পার্টির চেয়ারম্যান নবী বংশের ৩১ তম আওলাদ ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী ওয়াল হুসাইনী মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলীর নিকট হইতে সদস্য ফরম গ্রহণ করেন খলিফাগন।
স্থান:কালিগঞ্জ খানকা শরীফ।
তারিখ: ১২/০৩/২০২৫ইং

"ইসলাম প্রতিষ্ঠায় মা খাদিজা (রাঃ) অন্যতম প্রধান ভূমিকা রেখেছেন।"- সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী ১১ মার...
11/03/2025

"ইসলাম প্রতিষ্ঠায় মা খাদিজা (রাঃ) অন্যতম প্রধান ভূমিকা রেখেছেন।"
- সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী

১১ মার্চ, ২০২৫ কুমিল্লার বরুড়াতে আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, বরুড়া আয়োজিত ইফতার ও মিলাদ মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে মাইজভাণ্ডার শরিফের সাজ্জাদানশীন ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেন,"প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর চারিত্রিক বৈশিষ্ট্য ও সততায় মুগ্ধ হয়ে হযরত মা খাদিজা (রাঃ) তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। নবুয়্যতপ্রাপ্তি ও ইসলাম প্রচারের ক্ষেত্রে মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যে দুর্গম ও কণ্টকময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, সে কঠিন মুহূর্তে তিনি সকল প্রতিকূলতাকে জয় করে সবসময় মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পাশে ছিলেন। উঁচু হেরা পাহাড়ের গুহার সেই বন্ধুর পথ তিনি প্রতিদিন পাড়ি দিতেন শুধুমাত্র রাসুলে পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি তার অসীম ভালোবাসার জন্য।"

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী আরো বলেন,"বিশেষত, ইসলামের বাণী প্রচারের সূচনালগ্নে প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন কাফিরদের অত্যাচার ও বিদ্বেষের তীরের আঘাতে জর্জরিত, তখন প্রেরণার আলোকবর্তিকা হয়ে উঠেছিলেন মা খাদিজাতুল কুবরা (রাঃ)। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি আত্নত্যাগের জন্যই তিনি লাভ করেছেন, 'উম্মুল মু'মিনীন' বা 'বিশ্বাসীদের মা' এর মহৎ মর্যাদা। তিনি নিজের সব ধন-সম্পদ ইসলামের প্রচারের লক্ষ্যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কদম মুবারকে উৎসর্গ করেন। এত ধনী পরিবারের সন্তান হয়েও মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং ইসলামের জন্য তিনি রাজত্ব ছেড়ে দারিদ্র্যকে আলিঙ্গন করেছেন। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাত্র ২৩ বছরে তৎকালীন বর্বর আরব জাতিকে ইসলামি চেতনায় উজ্জীবিত একটি মানবিক জাতিতে রূপান্তর করেছিলেন অগণিত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। ১৪০০ বছর আগে তিনি যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, আজও তার অনুসরণে বিশ্ববাসী পাচ্ছে মুক্তির দিশা। আজ ইসলামের পতাকা বিশ্বের কোণে কোণে পৌঁছে গিয়েছে। আর এ অনন্য সফলতার পেছনে হযরত মা খাদিজাতুল কুবরা (রাঃ) এর অবদান অনস্বীকার্য। তার জীবনাদর্শ থেকে আমরা প্রিয় নব

ঘরে-বাইরে নারীদের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা চায় মইনীয়া যুব ফোরাম। আজ রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর...
11/03/2025

ঘরে-বাইরে নারীদের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা চায় মইনীয়া যুব ফোরাম।

আজ রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মইনীয়া যুব ফোরাম। দেশজুড়ে নারী ও শিশুদের ওপর সহিংসতার প্রতিবাদে এবং ঘরে-বাইরে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংগঠনটির তরুণরা একত্র হয়। এসময় সংগঠনের সভাপতি সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী বলেন,"ইসলামে নারীদের আগে পুরুষদের পর্দার কথা বলা হয়েছে। তাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা সভ্য একটি রাষ্ট্রে নারীদের ধর্ষন বা তাদের প্রতি সহিংসতা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। মূলত নৈতিকতার অভাবে আজ সমাজের এ ভয়াবহ অবক্ষয়। আজ সমাজে মানুষ উচ্চ শিক্ষা গ্রহণ করছেন, মানুষেরা বিভিন্ন ধর্মীয় বিষয় সম্পর্কে জানছেন, কিন্তু তাদের অন্তরের পরিশুদ্ধতা, বিবেকবোধ, সংযম ও মানবিকতা জাগ্রত হচ্ছে না। আমাদের আহ্বান ও দাবি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নৈতিকতা ও আত্মশুদ্ধির চর্চার জন্য বিশেষভাবে গুরুত্বারোপ করে পাঠদান, পাঠ্যক্রম প্রণয়ন ও বিভিন্ন সভা, সেমিনার আয়োজনে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে৷ আমরা চাই ঘরে-বাইরে নারীদের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা। নারীরা যেন নিশ্চিন্তে বিচরণ করতে পারেন। সেজন্য সরকারকে যেমন কঠোরভাবে আইনের প্রয়োগ ঘটাতে হবে, একইভাবে সমাজের সকল সচেতন নাগরিক, তরুণ সমাজ ও সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।"

তিনি আরো বলেন,"মইনীয়া যুব ফোরামের ২০ হাজার যুবক দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ সেল গঠন করে জনসচেতনতা ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে। এভাবে বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে৷ নারীদের নিরাপত্তা নিশ্চিতকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। ধর্ষকরা যেন ছাড় না পায়। দ্রুত সময়ের মধ্যে বিচার করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।"

মানববন্ধনে মইনীয়া যুব ফোরামের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সদস্যবর্গ অংশগ্রহণ করেন।

প্রিয় নবিজী (দ) এর চারিত্রিক বৈশিষ্ট্য ও সততায় মুগ্ধ হয়ে ধনী পরিবারের কণ্যা হযরত মা খাদিজা (রাঃ) তাঁর সাথে বিবাহ বন্ধনে ...
11/03/2025

প্রিয় নবিজী (দ) এর চারিত্রিক বৈশিষ্ট্য ও সততায় মুগ্ধ হয়ে ধনী পরিবারের কণ্যা হযরত মা খাদিজা (রাঃ) তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি এবং ইসলাম প্রতিষ্ঠায় নবীজির (দ.) প্রেরণার বাতিঘর ছিলেন হযরত মা খাদিজাতুল কুবরা (রাঃ)
-ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও আন্তর্জাতিক সুফি ঐক্য সংহতির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী ১০ই রমজান মা খাদিজা (রাঃ) এর পবিত্র ওফাত দিবস উপলক্ষ্যে সোমবার (১০ মার্চ) চাঁদপুর জেলার মতলব ঠেটালিয়া খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার আলোচনা সভা ও ইফতার মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রিয় নবিজী (দ) এর চারিত্রিক বৈশিষ্ট্য ও সততায় মুগ্ধ হয়ে ধনী পরিবারের কণ্যা হযরত মা খাদিজা (রাঃ) তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। নবুয়্যতপ্রাপ্তি ও ইসলাম প্রচারের ক্ষেত্রে মহানবী (দ) যে দুর্গম ও কণ্টকময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, সে কঠিন মুহূর্তে তিনি সকল প্রতিকূলতাকে জয় করে সবসময় মহানবী (দ) এর পাশে ছিলেন। উঁচু হেরা পাহাড়ের গুহার সেই বন্ধুর পথ তিনি প্রতিদিন পাড়ি দিতেন শুধুমাত্র রাসুলে পাক (দ) এর প্রতি তার অসীম ভালোবাসার জন্য। বিএসপি চেয়ারম্যান আরও বলেন, ইসলামের বাণী প্রচারের সূচনালগ্নে প্রিয় নবিজী (দ) যখন কাফিরদের অত্যাচার ও বিদ্বেষের তীরের আঘাতে জর্জরিত, তখন প্রেরণার আলোকবর্তিকা হয়ে উঠেছিলেন মা খাদিজাতুল কুবরা (রাঃ)। প্রিয় নবিজী (দ) এর প্রতি আত্নত্যাগের জন্যই তিনি লাভ করেছেন, 'উম্মুল মু'মিনীন' বা 'বিশ্বাসীদের মা' এর মহৎ মর্যাদা। বিএসপি চেয়ারম্যান বলেন,
তিনি নিজের সব ধন-সম্পদ ইসলামের প্রচারের লক্ষ্যে রাসুলুল্লাহ (দ.) কে হস্তান্তর করেন। এত ধনী পরিবারের সন্তান হয়েও মহানবী (দ) এবং ইসলামের জন্য তিনি রাজত্ব ছেড়ে দারিদ্র্যকে আলিঙ্গন করেছেন। প্রিয় নবিজী (দ) মাত্র ২৩ বছরে তৎকালীন বর্বর আরব জাতিকে ইসলামি চেতনায় উজ্জীবিত একটি মানবিক জাতিতে রূপান্তর করেছিলেন অগণিত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। ১৪০০ বছর আগে তিনি যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, আজও তার অনুসরণে বিশ্ববাসী পাচ্ছে মুক্তির দিশা। সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, আজ ইসলামের পতাকা বিশ্বের কোণে কোণে পৌঁছে গিয়েছে। আর এ অনন্য সফলতার পেছনে হযরত মা খাদিজাতুল

ইনশাআল্লাহ 🤲
09/03/2025

ইনশাআল্লাহ 🤲

11/01/2025

দেখায় মন ভরেনা হক বাবা ভান্ডার video media

Address

Narayanganj Rupganj
Bhulta

Website

Alerts

Be the first to know and let us send you an email when MYF 786 saju block posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share