10/10/2023
From- পিছনের বেঞ্চে বসা সেই ছেলেটা
to- সেই চশমা ওয়ালী মেয়েটা
সেইদিন ছিল কলেজে আমার প্রথম দিন, সাথে তোমার ও ছিল প্রথম দিন।
যখন ক্লাস রুমে ঢুকি তখনই তোমার সেই মায়াবী চোখ দেখে আমার বুকের ভিতর দুকবুক-দুকবুক করেছিল। তখন থেকেই তোমার চোখের সেই মায়ায় পড়ে গিয়েছে 🥺, তোমাকে এক নজর দেখার জন্য আজও প্রতিদিন ক্লাস করি।তোমার সেই মায়াবী চোখ দিয়ে যখন আমায় দেখো তখনি ভিতর থেকে নিজের আত্মা বের হয়ে যায় ।
তোমার সেই মায়াবী হাসি টাতে আমি আটকে গিয়েছি।
তুমি যখন স্যার কে ডাক দিতে পড়া বোঝার জন্য তখনই তোমার গলার স্বর শুনে আমার পরান জুড়িয়ে যাই।কিন্তু আমি বুঝতে পারতেছিনা
আমার মনের কথা তোমাকে আমি কিভাবে বলবো? 🙂
একদিন ভেবেছিলাম বলেই দিব কিন্তু তা আর বলবো বলবো বলে বলাই হয়নি 😕
তোমার সাথে সাহস করে কোনদিন কথাই বলতে পারিনি! 🥺
তুমি যদি কনফেশন টা পেয়ে থাকো তাহলে পেইজের এডমিন থেকে আইডিটা নিয়ে মেসেজ দিও। অপেক্ষায় থাকবো তোমার জন্য। 🖤