Click এন্ড Pick

Click এন্ড Pick Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Click এন্ড Pick, Digital creator, Birampur, Dhaka.

28/06/2025
10/05/2025

আমরা যতটুকু মানুষকে সাহায্য করব ভাল কিছু করব যেন ওই জিনিস বা টাকা দিয়ে তারা দুবেলা ২ মুঠো খাইতে পারে।

বিরল ঘটনার মধ্যে একটিবজ্রপাতে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে মেহগনিগাছ। মঙ্গলবার সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ...
07/05/2025

বিরল ঘটনার মধ্যে একটি

বজ্রপাতে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে মেহগনিগাছ। মঙ্গলবার সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে।

⚠️সতর্কতা : আকাশে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের সময় উচু কোন গাছের নিচে অবস্থান করবেন না। যতটা সম্ভব ফাঁকা স্থানে বসে পড়ুন।

বড় বড় গাছগুলোতে বজ্রপাতের আঘাত আনে।

৬ মে ২০২৫, পাবনা
ছবি: আজকের পত্রিকা

06/05/2025

বিনোদন ০১

04/05/2025

একটা সম্পর্কের মধ্যে তৃত্বীয় ব্যাক্তি আসলেই সেই সম্পর্ক বা ভালবাসা ভেঙ্গে চুরে নষ্ট হয়ে যায়।

হাড়ি-পাতিলের পোড়া দাগ তোলার কৌশল জানুন #হাড়িপাতিলেরপোড়াদাগ০১. অ্যালুমিনিয়ামের কড়াই বা বাসন যদি পুড়ে যায় ও কালো দাগ হয়ে...
04/05/2025

হাড়ি-পাতিলের পোড়া দাগ তোলার কৌশল জানুন

#হাড়িপাতিলেরপোড়াদাগ

০১. অ্যালুমিনিয়ামের কড়াই বা বাসন যদি পুড়ে যায় ও কালো দাগ হয়ে যায় তাহলে সেই কড়াইতে তিন গ্লাস পানি ঢালুন। তারপর তাতে দুই টেবিল চামচ ডিটারজেন্ট, এক টেবিল চামচ লবণ এবং এক টেবিল চামচ লেবুর রস দিন। এবার এই পানি পাঁচ মিনিট ফুটিয়ে নিন। পানি যেন ফুটে কড়াইয়ের আশেপাশে এবং উপর পর্যন্ত চলে আসে। এর ফলে পুরো কড়াইয়ের ভেতর পোড়া অংশ নরম হবে।

০২. এবার এই পানি একটি বড় পাত্রে বা সিঙ্কের পানি যাবার স্থান বন্ধ করে সিঙ্কেও ঢালতে পারেন, যাতে পুরো কড়াইটি সহজেই সেখানে চুবিয়ে রাখতে পারেন। এভাবে কিছুক্ষণ ওই পানি কড়াইটি চুবিয়ে রাখুন। সেক্ষেত্রে কড়াইয়ের বাইরের পোড়া অংশগুলোও নরম হয়ে যাবে।

০৩. এবার পানি থেকে কড়াই তুলে আনুন। একটি পাত্রে এক টেবিল চামচ বেকিং সোডা এবং ডিটারজেন্ট মিশিয়ে নিন। বেকিং সোডা একটি ন্যাচরাল ক্লিনজার। এবার স্টিল উলের সাহায্যে বেকিং সোডা ও ডিটারজেন্টের মিশ্রণটি দিয়ে কড়াই মেজে নিন।

০৪. ওপরের পদ্ধতি ছাড়া কড়াই থেকে পোড়া খাবারের দাগ তোলার একটি সহজ উপায় হল, কড়াইটি ফ্রিজে রেখে দিন। ২-৩ ঘণ্টার মধ্যে, পোড়া খাবার ঠাণ্ডার কারণে জমে দিয়ে শক্ত হয়ে যাবে, যার ফলে সহজেই এটি ধুয়ে ফেলতে পারবেন।

০৫. পোড়া বাসন পরিষ্কারের জন্য টমেটোর রস বেশ কার্যকর। পোড়া কড়াইয়ে টমেটোর রস এবং পানি মিশিয়ে গরম করুন। এবার এটি ঘষে ঘষে পরিষ্কার করে নিন। লেবু এবং বেকিং সোডা পোড়া কড়াইয়ে ১ চামচ বেকিং সোডা দিন। তারপরে ২ চামচ লেবুর রস এবং ২ কাপ গরম পানি দিন। এটির পরে স্টিলের স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করুন। আপনার কড়াই চকচক করবে।

সতর্কতামূলক পোস্টএসি বিস্ফোরণ কেনো? কিভাবে? করনীয়? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহার বাড়ছে। তেমন...
03/05/2025

সতর্কতামূলক পোস্ট

এসি বিস্ফোরণ কেনো? কিভাবে? করনীয়?

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহার বাড়ছে। তেমনি বাড়ছে এসি বিস্ফোরণের ঘটনা।

কেন ঘটছে এসি দুর্ঘটনা??
১. রুমের লোড অনুপাতে এসি ব্যবহার না করা অর্থাৎ রুমের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি ব্যবহার না করার কারণে ঘটছে দুর্ঘটনা

২. এসি থেকে হিমায়ক লিক হওয়া এবং এটি রুমে বা এসির ভিতরে জমে কারনে বিস্ফোরন ঘটতে পারে। যেমন এসিতে 410a (ডাইক্লোরো মিথেন ও পেন্ট্রাফ্লোরো ইথেনের মিশ্রণ ) ব্যবহার করা হয় যা অত্যন্ত দাহ পদার্থ

৩. বর্তমান প্রতিযোগিতার বাজারে অনেকে চীন থেকে অত্যন্ত কম মূল্যে নিম্নমানের জিনিস দিয়ে তৈরি এসি এনে এর গায়ে নামি ব্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রি করছে এসব এসি এর গুণগত মান নিয়ে প্রশ্ন থেকে যায়। এই নিম্নমানের এসির ভিতরে ফ্যান, তারের বৈদ্যুতিক ব্যবস্থাপনা গুলো ঠিক থাকে না। ফলে সেখানে কারিগরি ত্রুটি দেখা যায় অনেক সময় দুর্ঘটনার সূত্রপাত করে।

৪. বর্তমানে এসিতে যে হিমায়ক ব্যবহার করা হয়, এই হিমায়কে সহজে আগুন ধরে যায়, কোন কারণে সেটির লিক হয়ে জমে থাকলে সেখানে বৈদ্যুতিক কারণে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হলে বা ম্যাচের কাঠি জ্বালালে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে

৫. দীর্ঘক্ষন টানা এসি চালালে। যার ফলে এসির প্রেসার বেড়ে যায় এবং সেটিকে গরম করে তোলে, আবার বৈদ্যুতিক হাই ভোল্টেজ এর কারণে ইলেকট্রনিক যন্ত্রের উপর চাপ তৈরি হওয়াতে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।

৬. কম্প্রেসার এর ভিতরে ময়লা আটকে জ্যাম তৈরি হলে এসি বিস্ফোরনের ঘটনা ঘটে।

৭. এসির আউটডোর সাইট ও ইনডোর ইউনিট এর বৈদ্যুতিক তার নড়বড়ে হয়ে থাকার ফলে শর্ট সার্কিটের তৈরি হয়। যার জন্য এসি বিস্ফোরণ হয়।

৮. বজ্রপাত বা বৃষ্টির সময় এসি চালালে ভালো আর্থিং ব্যবস্থা না থাকলে এসি দুর্ঘটনা ঘটতে পারে।

৯. এসি বিষফোড়নের কারণ কম্প্রেসারের লিমিটের চেয়ে বেশি রেফ্রিজারল্যান্ড চার্জ করলে হাই প্রেসার তৈরি হয়।

১০. এসি দুর্ঘটনার একটি বড় কারণ রক্ষণাবেক্ষণের অভাব বা দক্ষ টেকনিশিয়ান দ্বারা এসি সার্ভিসিং না করানোর জন্য এসি দূর্ঘটনার ঘটনা ঘটছে।

এসি দুর্ঘটনা রোধে করণীয়ঃঃ
একটু সচেতনতা আর সতর্কতা অবলম্বনই এসব ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র অবলম্বন।

১. ২৪ ঘণ্টা এসি চালু রাখবেন না। দীর্ঘক্ষণ চালু থাকলে এসির যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে। বেশ কিছুক্ষণ চালিয়ে অন্তত এক-দুই ঘণ্টা এসিকে বিশ্রাম দিন।

২ . বছরে অন্তত একবার প্রফেশনাল টেকনিশিয়ান দ্বারা এসি চেক আপ করান। কারন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ফল্টের কারনে যে কোন সময় আগুন ধরে যেতে পারে আপনার এসি থেকে। তাই টেকনিশিয়ান দ্বারা চেক করিয়ে রাখুন আপনার এসির কানেকশনে কোন ফল্ট আছে কিনা।

৩. ফিল্টার পরিষ্কার রাখুন;
খেয়াল রাখুন যেন এসির ভেতর কিছু জমাট বেঁধে না যায়। আপনার এয়ার কন্ডিশনার এর এয়ার ফিল্টার নিয়মিতি পরিষ্কার করুন বা যদি আপনার পুনঃব্যবহারযোগ্য ফিল্টার থাকে তাহলে একটি নির্দিষ্ট সময় পর তা পরিবর্তন করুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণত এসি রক্ষণাবেক্ষণের কাজগুলির মধ্যে একটি।

৪ . বৈদ্যুতিক হাই ভোল্টেজ এড়ানোর জন্য ভবনগুলোর ছাদে বজ্রনিরোধক ব্যবস্থা রাখুন।এবং বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা

৫. নকল এসি ব্যবহার থেকে বিরত থাকুন। অনেক সময় নিম্নমানের ও মানহীন যন্ত্রাংশ এসব নকল এসিতে ব্যবহার করে বিখ্যাত কোন এসির নাম ও লোগো দিয়ে বাজারে বিক্রি করা হয়। তাই এসি কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।

৬. বছরে অন্তত একবার পেশাদার টেকনিশিয়ান দিয়ে এসি সার্ভিসিং করতে হবে। বিশেষ করে শীতের সময় বেশ কিছু দিন বন্ধ থাকার পরে গরমের আগে আবার চালু করার আগে অবশ্যই সার্ভিসিং করে নিতে হবে।

৭. বৃষ্টিও বজ্রপাতের সময় এসি ব্যবহার বন্ধ রাখা।

Warning post

Why the AC explosion? How? Do you have to do?

The use of Bangladesh Air Conditioner or AC has been increasing in recent times. Likewise, the AC explosion is increasing.

Why is AC accident happening ??
1. AC is not used in the load ratio of the room, ie is an accident occurring due to not using the right power according to the size of the room
2. The frost leak from the AC and it can explode because of the inside of the room or inside the AC. Such is used in AC 410A (a mixture of dicloro methane and pentrophloro ethane) which is highly burning substance

3. In the current competition market, many people are selling stickers from China to a very low price AC by putting stickers on it and selling the quality of these ACs. Inside this low quality AC, the fan, the cable's electrical management is not correct. As a result, technical defects are often found in the accident.

4. The iceberg that is currently used in the AC, the hem is easily caught on fire, for some reason if it is leaked to the leak of electrical causes, or the explosion of the match can be exploded if the match is burned.

5. Running AC for a long time. As a result, the pressure of the AC increases and heating it, while the electronic high voltage causes the AC explosion to create pressure on the electronic machine.

6. The AC explosion occurred when the jam was stuck inside the compressor.

7. AC's outdoor site and indoor unit's electric electric is made of short circuits as it is shaking. For which the AC is exploded.

8. AC accidents can occur if there is no good financial system during thunderstorms or rains.

9.The reason for AC poisoning is more than the compressor limit to charge the high pressure when the refrigerator is charged.

10. One of the major causes of AC accidents is the lack of maintenance or the AC accident for the lack of AC servicing by skilled technicians.

To prevent AC accidents:
A little awareness and caution is the only resort to get rid of these events.

1. Do not turn on AC for 24 hours. If the long time is turned, the equipment of the AC may heat up and caught fire. Take for quite a while, rest for at least one or two hours.

2. Check up AC by professional technician at least once a year. Because of the mechanical or electrical fault, the fire can be caught at any time from your AC. So check by the technician to check if there is any fault in your AC connection.

3. Keep the filter clean;
Be careful not to tie something inside the AC. Clean your air conditioner's air filter regularly or if you have a reusable filter, change it after a certain time. This is one of the most important AC maintenance works.

4.Put lightning arrangements on the roof of buildings to avoid electric high voltage. And use a circuit breaker at home

5. Avoid using fake AC. Many times the low quality and unmanned parts are used in these fake AC, the name and logo of the famous AC are sold in the market. So you must be careful when buying AC.

6. AC servicing should be done with a professional technician at least once a year. Especially after the winter is closed for several days, the servicing must be done before reopening before the heat.

7. Rain also stop using AC during thunderstorms.

পুরুষ আজ নির্যাতিত নারীদের কাছে😥যদি এই ঘটনা একজন মেয়ের সাথে হতো তাহলে দেশে তোলপাড় পড়ে যেত। কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে ...
03/05/2025

পুরুষ আজ নির্যাতিত নারীদের কাছে😥

যদি এই ঘটনা একজন মেয়ের সাথে হতো তাহলে দেশে তোলপাড় পড়ে যেত। কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে সবাই চুপ। প্রতিনিয়ত পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে নারীদের কাছে।
সমাজে নারীদের অধিকার এত বেশি যে তারা যে কোন কাজ অনায়াসে করতে পারে।

আমি পুরুষ সমাজের পক্ষ থেকে প্রতিবাদ জানাই। আর যারা এই অপরাধ করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক।

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ইসরায়েল!আলহামদুলিল্লাহ
02/05/2025

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ইসরায়েল!
আলহামদুলিল্লাহ

কালেক্টেড শিশুটির হাতে মোবাইল , মোবাইলের স্ক্রিনে রীলস। অন্তহীন অর্থহীন শালীন অশালীন ভেদাভেদজ্ঞানহীন রীলস। (✍️ কলমে: আনন...
02/05/2025

কালেক্টেড
শিশুটির হাতে মোবাইল , মোবাইলের স্ক্রিনে রীলস। অন্তহীন অর্থহীন শালীন অশালীন ভেদাভেদজ্ঞানহীন রীলস।
(✍️ কলমে: আনন্দিতা চৌধুরী )

শিশুটি দেখে যাচ্ছে টানা, নড়া নেই চড়া নেই, মাথা খাটানো নেই, আগে শিশুরা কার্টুন শো দেখতো মিনিট কুড়ির...অতক্ষণ মনোযোগ ধরে রাখার ব্যাপারও নেই। দুয়েক মিনিটের রীল...চলছে পর পর পরের পর। শিশুটি কাউকে বিরক্ত করে না ...চেঁচামেচি করে না...ঘরদোর নোংরা করে না। ভালো ব্যবস্থা...তাই না? বেশ সুবিধার ।

আর তার মনের ভিতর...তার অপরিণত নিষ্পাপ ...কাদার তালের মত যে কোনো ছাঁচে পড়ে তার রূপ ধারণ করার মতো নরম মনটার ভিতর...কি ঢুকছে পর পর পরের পর? একটু কোন সুস্থ চিন্তা... একটু কোন শোভন বিনোদন? কি মনে হয়?

দয়া করে আপনার পরিবারের খুদে সদস্যটির হাত থেকে মোবাইলটি নিয়ে একটি বই ধরান। হ্যাঁ...মানছি... এখনই পড়তে পারেনা হয়তো ...পড়ে দিতে হবে। আপনি ব্যস্ত...সত্যিই ব্যস্ত...সেটাও জানি। আচ্ছা...নাহয় ছবিই দেখুক খানিক...যখন সময় হবে পড়ে দেবেন 'খন। ছিঁড়ে ফেলবে...নষ্ট করবে? এদিকে যে মনের সুকুমার কোমল বৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে...তার কি হবে !

আচ্ছা বেশ...বই না হয় নাই দিলেন। সাদা কাগজ আর রং পেন্সিল দিন...হিজিবিজি কাটুক। ঘর নোংরা হবে? বিশ্বাস করুন...ওর মনে যে নোংরা ঢুকছে তার থেকে বেশী হবে না। আর নাহলে ব্লকস দিন...কাঠের বা প্লাস্টিকের। মডেলিং ক্লে। তাও না পেলে সাবেক খেলনাবাটি, গাড়ি , পুতুল। কিছু তো করুক হাত দিয়ে...মাথা দিয়ে...মন দিয়ে। অন্যের বানানো কিছু উদ্ভট কিম্ভুত কার্যকলাপের রেকর্ডিং দেখে মগজধোলাই না হয়ে নিজের মনে খামখেয়ালিপনাই করুক না হয়।

আপনার শিশুকে আপনি কি ভাবে বড়ো করবেন সে বিষয়ে আমি সামাজিক মাধ্যমে উটকো লোক গায়ে পড়ে জ্ঞান দিচ্ছি...,আপনার বিরক্তির উদ্রেক হতে পারে...মানছি। আসলে..,.চার বছরের কন্যা আয়নার সামনে নানা অঙ্গভঙ্গি সহকারে বলছে..".মা আমাকে চেক্সি লাগছে"...আর মা বাবা গদ গদ হয়ে বলছেন... "দেখেছো কি সব বলে .. কোথায় যে শেখে কে জানে" ...সদ্য দেখা এই দৃশ্য আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে...জানেন।

এখনও সাবধান না হলে খুব বড়ো ক্ষতি হয় যাবে ওদের...আমাদের।

Address

Birampur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Click এন্ড Pick posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Click এন্ড Pick:

Share