বিরামপুর প্রতিদিন

বিরামপুর প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন
(8)

11/10/2025

আমরা জুলাই সনদ কার্যকর করে সেই জুলাই সনদ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন দেখতে চাই| আল্লামা মামুনুল হক।

#বিরামপুর_প্রতিদিন #বিরামপুর #দিনাজপুর #রাজনীতিরকথাজনতারকথা

10/10/2025

গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের এক অনন্য অংশ — পাতা খেলা, যাকে অনেকে তন্ত্র-মন্ত্রের খেলা বলেও চেনে। এই খেলায় রহস্য, কৌতূহল আর লোকজ বিশ্বাস একসূত্রে বাঁধা।

📍 স্থান: বিরামপুরের টাটাকপুর গ্রাম
এখানেও আজও কিছু প্রবীণ মানুষ এই খেলাকে ধরে রেখেছেন, যেটি একসময় গ্রামের মানুষের বিনোদন ও কৌতূহলের প্রধান উৎস ছিল।

দিনাজপুর জেলার জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এই কমিটিতে বিরামপুরের কৃতি সন্তান জিন্নু রাইন মনোনীত হয়েছ...
07/10/2025

দিনাজপুর জেলার জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে বিরামপুরের কৃতি সন্তান জিন্নু রাইন মনোনীত হয়েছেন যুগ্ম সদস্য সচিব হিসেবে।

#বিরামপুর_প্রতিদিন #বিরামপুর #দিনাজপুর

06/10/2025

"টাকা নয়, প্রয়োজন শুধু কাজ—যাতে এই পরিবারটি নিজের পরিশ্রমে বাঁচতে পারে।"

#বিরামপুর_প্রতিদিন #বিরামপুর #দিনাজপুর

05/10/2025

"হাতের কাজেই ফুটে উঠেছে জীবনের গল্প, প্রতিটি ছোঁয়ায় লুকিয়ে আছে এক শিল্পীর আত্মা।

#বিরামপুর_প্রতিদিন #বিরামপুর #দিনাজপুর

05/10/2025

বৃষ্টি ভেজা বিরামপুর শহর

#বিরামপুর_প্রতিদিন #বিরামপুর

🌾 মাটির গন্ধে গড়া শিল্প — মৃৎশিল্প 🌾একসময় গ্রামের আনাচে কানাচে দেখা যেত মৃৎশিল্পীর ব্যস্ততা। তাদের হাতে তৈরি হতো কলস, হ...
04/10/2025

🌾 মাটির গন্ধে গড়া শিল্প — মৃৎশিল্প 🌾
একসময় গ্রামের আনাচে কানাচে দেখা যেত মৃৎশিল্পীর ব্যস্ততা। তাদের হাতে তৈরি হতো কলস, হাঁড়ি, সরা, ফুলদানি—সবই মাটির ছোঁয়ায় জীবন্ত হতো।
আজ সেই দৃশ্য যেন অতীতের গল্প। আধুনিকতার ছোঁয়ায়, প্লাস্টিক আর স্টিলের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যের এই শিল্প।

মৃৎশিল্প শুধু একটা পেশা নয়, এটা ছিল এক টুকরো সংস্কৃতি, এক টুকরো জীবন।
আজও কিছু মানুষ এই শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু প্রয়োজন সম্মান, প্রণোদনা আর সমাজের আগ্রহ।

আসুন, আমরা সবাই মিলে এই প্রাচীন শিল্পকে আবার জীবিত করে তুলি—
কারণ, মাটির গন্ধে আছে আমাদের শিকড়ের গল্প। 🌿

03/10/2025

বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিন 🌿

আজকে বিরামপুর তারুণ্যের স্পন্দন এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে।

⏰ সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে মোট ১৩টি গাছ রোপণ করা হয়।

🌳 রোপণকৃত গাছের তালিকা:

৩টি বকুল গাছ

১০টি কৃষ্ণচূড়া গাছ

👉 প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। আসুন, সবাই মিলে সবুজ পৃথিবী গড়ে তুলি। 🌎💚

01/10/2025

সকল মানবিক কাজগুলোর ভিডিও এই পেজে প্রতিনিয়ত আপলোড করা হবে Fahim Shorker 👈

30/09/2025

“শি'শু ইব্রাহিমের জী'ব'ন বাঁ*'চা'*তে এগিয়ে আসুন 🙏
আপনার ছোট্ট সহযোগিতা হতে পারে তার বেঁ'*চে থাকার বড় আশার আলো। বিকাশ/নগদ: 01317141000”

#বিরামপুর #দিনাজপুর #বিরামপুর_প্রতিদিন

27/09/2025

সারা পৃ'থিবীতে ১৭০ টি গ'ণতান্ত্রিক রা'ষ্ট্রের মধ্যে ৯১ টা রা'ষ্ট্রে ও দেশে পি'য়ার পদ্ধতি চালু আছে|মুহাদ্দিস ড. এনামুল হক।

#রাজনীতিরকথাজনতারকথা #বিরামপুর_প্রতিদিন #বিরামপুর #বাংলাদেশের_খবর

Address

Rongpur
Birampur
5266

Alerts

Be the first to know and let us send you an email when বিরামপুর প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিরামপুর প্রতিদিন:

Share