King John "IT"and freelancing research centere

King John "IT"and freelancing research centere King John "IT"and freelancing research centere Providing Professional Training/Services.

✅ফ্রিল্যান্সিং এর সুবিধা✅ ফ্রিল্যান্সিং এর সুবিধা সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। তারপরও সব থেকে গুরুত্বপূর্ণ সুবিধ...
10/01/2024

✅ফ্রিল্যান্সিং এর সুবিধা✅


ফ্রিল্যান্সিং এর সুবিধা সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। তারপরও সব থেকে গুরুত্বপূর্ণ সুবিধাগুলো নিচে বর্ণনা করা হলোঃ

✅ সময়ের স্বাধীনতাঃ
আগেই বলা হয়েছে যে, এ কাজে আপনার সুবিধা অনুযায়ী সময়ে আপনি কাজ করতে পারবেন। এর পুরোটাই নির্ভর করবে আপনার উপরে। আপনি যদি চান আপনি এখন কাজ করবেন না, আপনাকে কেউ জোর করবে না এখন কাজ করতে।

✅কাজের স্বাধীনতাঃ
আপনি নিজেই নিজের কাজ বেছে নিতে পারবেন। আপনার যে কাজটি সব থেকে ভালো লাগে সেটিকে বেছে নিতে পারবেন ও চাইলে যতদিন ইচ্ছা ওই কাজ করে যেতে পারবেন।

✅নিজের বেতন নিজে ঠিক করাঃ
আপনার নিজের পেমেন্ট রেট (Payment Rate) আপনি নিজে বেছে নিতে পারবেন। প্রায় প্রত্যেকটা মার্কেটপ্লেসেই নিজের পেমেন্ট রেট উল্লেখ করার সুযোগ রয়েছে। আপনি যত বেতনে কাজ করতে চান সেটি অনুযায়ী কাজ পাবেন এখানে।

বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করা সুযোগ
ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ না করে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। এক্ষেত্রেও ক্লায়েন্ট (Client) বা প্রতিষ্ঠান নির্বাচন পুরোটাই আপনার নিজের উপরে।

✅দলগত কাজের সুযোগঃ
একক ভাবে কাজের পাশাপাশি এখানে আপনারা দলগত কাজেরও সুযোগ পেয়ে যাবেন।

✅পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগঃ
এই পেশাটি আপনি চাইলে ফুল টাইমও (Full Time) নিতে পারেন আবার পার্ট টাইম (Part Time) হিসাবেও কাজ করতে পারেন। তাই ছাত্র থাকা অবস্থায়ও এই কাজ আপনি করতে পারবেন বিনা ঝামেলায়।

✅নিজের মন মতো কাজের পরিবেশঃ
আপনি চাইলেই নিজের ইচ্ছা মতো ওয়ার্কস্টেশন (Workstation) বানিয়ে নিতে পারবেন কাজ করার জন্য। আপনার কাজের জায়গা আপনি নিজেই তৈরি করতে পারবেন।

🚫ফ্রিল্যান্সিং (Freelancing) এর অসুবিধাঃ
ফ্রিল্যান্সিং এর কিছু অসুবিধাও রয়েছে। স্বাস্থ্যগত বিষয়গুলোই বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। চলুন দেখে নিই এর অসুবিধাগুলোওঃ

🚫ফ্রিল্যান্সেরদের (Freelancer) দীর্ঘ সময় একই জায়াগায় বসে কাজ করতে হয়। এজন্য কোমর, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ব্যাথা সহ বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে।
🚫কম্পিউটার এর সামনে একটানা অনেকক্ষণ বসে থাকতে হয়। তাই বেশির ভাগ ক্ষেত্রেই ফ্রিল্যান্সারদের চোখের সমস্যা দেখা যায়।
🚫এক্ষেত্রে সব কাজ বাসায় বসে করতে হয়। এর ফলে একাকীত্বের মাধ্যমে মানুষ অবসাদগ্রস্ত হয়ে যায় যেটি পরবর্তীতে বড় রুপ ধারন করতে পারে।
প্রায়শই ঘুমের নানা রকম সমস্যায় সম্মুখীন হন ফ্রিল্যান্সাররা। কারন দেখা যায় আমাদের দেশে যখন রাত, ক্লায়েন্টের দেশে তখন দিন।
🚫বাইরে তেমন বের না হওয়ার কারনে রোদের স্পর্শ পায় না তেমন এই পেশার লোকজন। সেক্ষেত্রে ভিটামিন ডি এর অভাব হওয়াটা ব্যতিক্রম কিছু না।

10/01/2024

আপনি জানেন কি ফ্রিল্যান্সিং এর দিক থেকে বাংলাদেশের অবস্থান কত?

বাংলাদেশে কী পরিমাণ মানুষ ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। সরকারি হিসাবে দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় সাড়ে ৬ লাখ বলে দাবি করা হয়। বলা হয়ে থাকে, এ খাতে আয়ের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার। আয়ের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।

আপনি পিছিয়ে পরছেন নাতো!
07/01/2024

আপনি পিছিয়ে পরছেন নাতো!

Never cry......
07/01/2024

Never cry......

07/01/2024

শুভ সকাল 🌹

Address

Dinajpur
Birampur
5266

Opening Hours

Monday 10:30 - 17:00
Tuesday 10:30 - 05:00
Wednesday 10:30 - 17:30
Thursday 10:30 - 17:00
Saturday 10:30 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801713779078

Alerts

Be the first to know and let us send you an email when King John "IT"and freelancing research centere posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to King John "IT"and freelancing research centere:

Share