Tamim it

Tamim it Hi I am Tasiful Haque Tamim.I can do all the work of digital marketing. For example:
1. Logo Designs.
2. Keyword Research and Analyses.
3. Email Marketing.
4.

page Optimization.
5. YouTube Customization. I Can Do More.

✨“সিদ্ধান্তের ভয়ে যারা পালিয়ে যায়সাফল্য তাদের দুয়ারে কখনো আসে না”।কথায় আছে একটা সঠিক সিদ্বান্ত পারে আমাদের জীবনের মোড় ঘু...
28/09/2024

✨“সিদ্ধান্তের ভয়ে যারা পালিয়ে যায়
সাফল্য তাদের দুয়ারে কখনো আসে না”।

কথায় আছে একটা সঠিক সিদ্বান্ত পারে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে নিতে। আবার আমাদের একটা ভুল সিদ্বান্ত পারে আমাদের জীবনে ধ্বংস বয়ে আনতে।

কিন্তু, আমরা এই সিদ্বান্তটা সঠিক সময়ে নিতে পারি না যার কারণে আমরা সাফল্য দুয়ারে যেতে পারি না।

কারণ, আমাদের যে সময় সিদ্বান্তটা নেওয়া উচিত এবং যে সময়ে সিদ্বান্তটা নিলে আমরা সাফল্য দুয়ারে যেতে পারবো সেই সময়ে আমরা সিদ্বান্ত নেয় না, সিদ্বান্ত নিতে ভয় পাই অথবা দেরি করি।

তাই এখন থেকে আমরা ভয় না পেয়ে একটা সঠিক সিদ্বান্ত নিবো তাহলে আমাদের সাফল্য আমাদের দুয়ারে চলে আসবে।





See less

22/09/2024

I gained 7 followers, created 13 posts and received 89 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

ওয়েবসাইট এর জন্য কেন SEO প্রয়োজন ? এখন মানুষ যে কোন প্রোডাক্ট বাস সার্ভিস সম্পর্কে জানার জন্য প্রথমেই গুগলে সার্চ করে।...
20/09/2024

ওয়েবসাইট এর জন্য কেন SEO প্রয়োজন ?
এখন মানুষ যে কোন প্রোডাক্ট বাস সার্ভিস সম্পর্কে জানার জন্য প্রথমেই গুগলে সার্চ করে। আর এই গুগল সার্চে আপনার প্রোডাক্ট বাস সার্ভিস রং করানোর জন্য আপনার ওয়েবসাইটের এসইও করতে হবে। একটি ওয়েবসাইট বানানোর পরই কাজ শেষ হয়ে যায়না। এই ওয়েবসাইট টি সচল ও একটিভ রাখার জন্য অনেক কাজ করতে হয়। আপনার ওয়েবসাইট টি বানানোর পর এর পরিচিতি বাড়ানোর জন্য SEO গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বর্তমান সময়ে মোটামুটি প্রায় সবাই বিজনেস কে বড় করার জন্য ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করে। আপনার যদি নিজের কোন ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট এ কন্টেন্ট এড করে ও প্রোডাক্ট এর সেল না হয় তাহলে বুঝে নিতে হবে আপনার ওয়েবসাইটটি সঠিকভাবে এসইও করার নেই। একটি ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিন এর ফার্স্ট পেইজ এ আনতে হলে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইট এর SEO করতে হবে। আপনার ওয়েবসাইট এর যেহেতু SEO করা নেই সেহেতু সেটা সার্চ ইঞ্জিন এর অনেক পরের পেইজে অবস্থান করে। তাই কোনো কাস্টমার আপনার প্রোডাক্ট এর নাম লিখে সার্চ করলেও ওই প্রডাক্ট যাদের ওয়েবসাইট এ আছে তাদের টা সামনে শো করে কিন্তু আপনার টা পেছনে পরে থাকে। এমন অবস্থায় আপনার ওয়েবসাইট এসইও করা দরকার।
আসুন আমরা জেনে নেই SEO কি এবং কিভাবে কিভাবে করে?
আমরা যারা ব্লগিং করি বা যাদের ওয়েবসাইট আছে, তারা সবাই এসইও শব্দটির সাথে পরিচিত। সার্চ ইঞ্জিনে শীর্ষস্থানীয় হওয়ার জন্য এবং ওয়েবসাইটে আরো বেশী পরিমাণে অরগ্যানিক ট্রাফিক নিয়ে আসার জন্য ওয়েবসাইটের এসইও খুবই গুরুত্বপূর্ণ।
এসইও হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। যে পদ্ধতিতে একটি ওয়েবসাইটের কন্টেন্টগুলো কে বিভিন্ন সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেইজ এ অবস্থান দেওয়া হয় তাকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বলে। বর্তমানে অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে গুগল সবচেয়ে বেশি পাবলিসিটি পেয়েছে। কারণ কোনো তথ্য জানতে হলে মানুষ এখন গুগলেই বেশি সার্চ করে। তাই কিভাবে গুগলের অ্যালগরিদম ব্যাবহার করে, গুগলের রুলস মেনে সার্চ ইঞ্জিন এর প্রথম পাতায় র ্যাংক করা যায় এ সমস্ত বিষয় মাথায় রেখে একজন SEO expert ওয়েবসাইট এর এস.ই.ও করে থাকে।



গতানুগতিক অফলাইন মার্কেটিং এর থেকে অনলাইন মার্কেটিং অনেক বেশি কার্যকর। যে পরিমাণ অর্থ আমরা অফলাইন মার্কেটিং এ বিনিয়োগ ক...
11/09/2024

গতানুগতিক অফলাইন মার্কেটিং এর থেকে অনলাইন মার্কেটিং অনেক বেশি কার্যকর। যে পরিমাণ অর্থ আমরা অফলাইন মার্কেটিং এ বিনিয়োগ করি সেই পরিমাণ অর্থ দিয়ে অনলাইনে তার থেকে বেশি সফলতা পাওয়া সম্ভব।

গুগল অ্যাডস শুরু থেকেই অনলাইন মার্কেটিং জগতে রাজত্ব করে আসছে। এর ব্যবহার করে আমরা আমাদের বিজনেসের সঠিক মার্কেটিং করতে পারি। আজকের লেখায় গুগল অ্যাডস কি, কীভাবে কাজ করে এবং এর সুবিধা সম্পর্কে বিস্তারিত জানবো।

গুগল অ্যালফাবেট কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান। এটি বিশ্বের সব থেকে বড় সার্চ ইঞ্জিন জায়ান্ট। গুগল তার মূল কোম্পানির আন্ডারে ওয়েবসাইট নির্মাতা বা বিজনেস মালিকের জন্য একটি আয় বৃদ্ধি করার একটি ইকো সিস্টেম তৈরি করেছে। গুগল অ্যাডস তাদের ইকো সিস্টেমের মধ্যে অন্যতম একটি মাধ্যম।
মূলত গুগল অ্যাডস হলো একটি বিজ্ঞাপন সংস্থা। ওয়েবসাইট বা বিজনেস মালিকগণ ইন্টারনেটে অ্যাড দেওয়ার জন্য এই মাধ্যম ব্যবহার করে। গুগল অ্যাডস অ্যাডসেন্সের সাথে মিলিত হয়ে কাজ করে। অর্থাৎ অ্যাডসেন্স প্রোগ্রামের মাধ্যমে গুগল যে অ্যাড দেখায় তার বুকিং নেয় গুগল অ্যাডস প্ল্যাটফর্মের মাধ্যমে।

অনলাইন মার্কেটিং এর জন্য গুগল অ্যাডস এর বিকল্প তেমন ভালো আর কোন প্রতিষ্ঠান নেই। কারণ বিশ্বের মোট ইন্টারনেট ইউজারের ৯০% গুগলের দখলে। অর্থাৎ এমন কোন ইউজার পাওয়া যাবে না যে গুগল বা এর কোন সার্ভিস প্রতিদিন ব্যবহার করে না। মূলত গুগল তাদের অ্যাড দেখানোর জন্য ইউটিউব, গুগল সার্চ এবং অ্যাডসেন্স পাবলিশারদের ওয়েবসাইটকে ব্যবহার করে।

অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার জন্য এর থেকে বড় অডিয়েন্স আর কোথাও পাওয়া যায় না। তাছাড়া এখানে অ্যাড দিলে তা সহজেই টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছায়। গুগল অ্যাডস অ্যালফাবেট কোম্পানির আয়ের সব থেকে বড় মাধ্যম। গত বছর গুগল তাদের গুগল অ্যাডস প্রোগ্রাম থেকে ২২৪.৪৭ বিলিয়ন ইউএস ডলার মুনাফা অর্জন করেছে।

মোটকথা, গুগল অ্যাডস গুগলের একটি অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস। গুগল তাদের কাস্টমারদের থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে ইন্টারনেটে তাদের প্লাটফর্মগুলোতে উক্ত বিজনেস বা প্রোডাক্ট সম্পর্কে মার্কেটিং করার সুযোগ তৈরি করে। অ্যাড জমা নেওয়া থেকে শুরু করে যত ধরনের প্রোসেসিং করতে হয় তা সব কিছু গুগল অ্যাডস প্রোগ্রামের মাধ্যমে করা হয়।

গুগল অ্যাডস কিভাবে কাজ করে?

গুগল অ্যাডস একটি PPC (Pay Per Click) অ্যাডভারটাইজিং প্লাটফর্ম। এখানে অ্যাড দেওয়া হয় প্রস্তাবিত মূল্য বা বিড (bid) সিস্টেমে। অর্থাৎ আপনি যখন কোনো অ্যাড সাবমিট করবেন তখন উক্ত অ্যাডে প্রতি ক্লিকের জন্য আপনি সর্বোচ্চ কত পরিমাণ খরচ করবেন তা নির্ধারণ করে দিতে হবে। আপনার বিড অ্যামাউন্ট যত বেশি হবে আপনার অ্যাড তত ভালো পজিশনে দেখানো হবে।
গুগল অ্যাডসের সুবিধা কি?
গুগল অ্যাডস ব্যবহারের মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি তা নিচে বর্ণনা করা হলো।

গুগল অ্যাডস ব্যবহার করে ROI (Maximize Return on Investment) নিশ্চিত করা সম্ভব হয়।
গুগল অ্যাডস ব্যবহার করে আমাদের পণ্য বা সার্ভিস সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো যায়।
অনলাইনে একই সাথে অনেক গুলো সম্ভাব্য কাস্টমারের কাছে বিজ্ঞাপন দেওয়া যায়।
গুগলের অগণিত ভিজিটর থাকায় এর অ্যাডস সার্ভিস ব্যবহার করলে বেশি অ্যাড রিচ পাওয়া যায়।
এসইও এর থেকে বেশি দ্রুত ভিজিটর বৃদ্ধি করা যায়।
প্রোডাক্ট বা সার্ভিসের পজিটিভ সচেতনতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা যায়।
নিজস্ব অ্যাড ক্যাম্পেইন মেইন্টেইন করা যায়।
কাস্টমারের সাথে সবসময় কানেক্টেড থেকে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন করা যায়।
কম্পিটিটর দের থেকে এগিয়ে যাওয়া যায়।
অনলাইন মার্কেটিং এর জন্য গুগল অ্যাডস একটি আদর্শ জায়গা। গুগলের এই সার্ভিস সম্পর্কে ভালো ধারণা থাকলে সহজেই অল্প খরচে বেশি পরিমাণ ভিজিটর এবং সেল পাওয়া সম্ভব।

GEN-Z  টি শার্ট ডিজাইন করলাম। Canva+ freepik+ Ideogram দিয়ে। কেমন হলো জানাবেন।  -Z
20/08/2024

GEN-Z টি শার্ট ডিজাইন করলাম। Canva+ freepik+ Ideogram দিয়ে। কেমন হলো জানাবেন।

-Z







Threads (সামাজিক নেটওয়ার্ক) Threads হল একটি অনলাইন সোশ্যাল মিডিয়া এবং মেটা প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত সামাজিক নেটওয়া...
13/08/2024

Threads (সামাজিক নেটওয়ার্ক)
Threads হল একটি অনলাইন সোশ্যাল মিডিয়া এবং মেটা প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা . অক্টোবর 2019-এ, থ্রেডস অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য উপলব্ধ একটি পৃথক অ্যাপ হিসাবে চালু করা হয়েছিল। এই অ্যাপটির কার্যকারিতা Snapchat- এর মতো , যা ব্যবহারকারীদের মেসেজিং এবং ভিডিও চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে দেয়। এটি ইনস্টাগ্রামের "ক্লোজ ফ্রেন্ডস" বৈশিষ্ট্যের সাথে একীভূত করা হয়েছিল, যাতে ব্যবহারকারীরা অন্যদের কাছে ব্যক্তিগতভাবে ছবি, ফটো এবং পাঠ্য পাঠাতে পারে এবং এটি ইনস্টাগ্রামের ফটো এডিটিং সিস্টেমের সাথে এমবেড করা হয়েছিল। পরিষেবাটির বৈশিষ্ট্যগুলি Instagram এর সাথে ইন্টিগ্রেশন এবং ব্যবহারকারীদের অবশ্যই একটি Instagram অ্যাকাউন্টের সাথে থ্রেডের জন্য নিবন্ধন করতে হবে। কার্যকারিতা X এর মতই , ব্যবহারকারীরা পাঠ্য, ছবি এবং ভিডিও পোস্ট করতে পারে, সেইসাথে অন্যান্য ব্যবহারকারীদের পোস্টের সাথে উত্তর, পুনঃপোস্ট এবং লাইকের মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করতে পারে ।

আলহামদুলিল্লাহ.. আবারও একটি ফেসবুক Page এর জন্য Logo তৈরি করে দিলাম।
12/08/2024

আলহামদুলিল্লাহ..
আবারও একটি ফেসবুক Page এর জন্য Logo তৈরি করে দিলাম।






আপনি আপনার বিরক্তিকর দেখা প্রোফাইল পিকচার কে আরো সুন্দর এবং attractive করতে চাইলে নিচে দেওয়া নির্দেশনা গুলো ফলো করুন। প...
10/08/2024

আপনি আপনার বিরক্তিকর দেখা প্রোফাইল পিকচার কে আরো সুন্দর এবং attractive করতে চাইলে নিচে দেওয়া নির্দেশনা গুলো ফলো করুন।

প্রথমে আপনাকে Google Chrome এ চলে যেতে হবে এবং সার্চ করতে হবে pfp Maker সেখানে প্রবেশ করে আপলোড ফটোতে গিয়ে আপনার ছবিটি সিলেক্ট করুন আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। তারপর আপনার প্রোফাইল পিকচার তৈরি হয়ে যাবে যা দেখতে খুবই সুন্দর এবং attractive লাগে। আপনার যে ছবিটি পছন্দ হয়েছে সেটাতে ক্লিক করলে একটি customise নামক একটি অপশন আসবে। সেখানে প্রবেশ করে আপনি আপনার ইচ্ছা মত customise করে নিতে পারবেন । customise করা হয়ে গেলে আপনি ছবিটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে।।
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.

আলহামদুলিল্লাহ ABAAZ BD নামে একটি ফেসবুক পেজের জন্য লোগো তৈরি করে দিলাম । 2য় বারের মতো লোগো তৈরির  কাজ পেলাম.সবাই দোয়া ...
03/08/2024

আলহামদুলিল্লাহ ABAAZ BD নামে একটি ফেসবুক পেজের জন্য লোগো তৈরি করে দিলাম । 2য় বারের মতো লোগো তৈরির কাজ পেলাম.সবাই দোয়া করবেন যেন আরো বেশি করে কাজ পেতে পারি।

অসংখ্য ধন্যবাদ Harbour It Institude আমাকে লোগো ডিজাইন মতো আরো অনেক Digital Marketiএর Demand এ থাকা কাজ গুলো শিখানোর জন্য . অসংখ্য ধন্যবাদ Instructor asif riyad স্যার কে

https://www.facebook.com/digitalmarketertamimbd/




Address

BOALKHALI
Boalkhali
4364

Alerts

Be the first to know and let us send you an email when Tamim it posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamim it:

Share