20/12/2025
"ধর্মের অবমাননায় পাশের দেশে এক মুসলিম যুবককে ন্যাংটা করে পিটিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়েছে"
শুনে খুব গায়ে লাগছে? রক্ত বারুদের মত ফুটছে?
কিন্তু ঘটনা পাশের দেশ না,আমার আপনার বাংলাদেশেই।
ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছে একদল উগ্রবাদী।
এবার আপনার গা আর জ্বলছে না? কোনরকম প্রতিবাদ জানাইতে ইচ্ছে করছে না? দেখেও না দেখার ভান করে এড়িয়ে যেতে ইচ্ছে করছে?
গতকাল ছোট ভাই ভিডিওটা দেখানোর পর আমি বিশ্বাসই করিনি এটা আমার দেশের ঘটনা,বললাম এইরকম নিষ্ঠুর কোন মানুষ হতে পারেনা৷ পরে সত্যতা যাচাই করে বুঝলাম,এই দেশের উন্মাদদের নিষ্ঠুরতার কোন সীমাই নেই।
এই ঘটনায় দায়ী প্রত্যেককে ভিডিও ধরা শনাক্ত করা হোক,তারপর তাদের গ্রেফতার করে বিচার করা হোক।
আর যদি সেটা না পারেন,তবে গণমবউগ্রপন্থী বাংলাদেশ সরকার হিসেবে নিজেদের ঘোষণা কইরা দেন।