boalmari.com

boalmari.com সত্য ও সঠিক খবর পরিবেশনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষে এগিয়ে যাওয়া আমাদের মূল উদ্দেশ্য । Boalmari upazila

শরীফ উসমান হাদী আল্লাহ ভাইকে শাহাদাতের মর্যাদা দান করুন।
20/12/2025

শরীফ উসমান হাদী
আল্লাহ ভাইকে শাহাদাতের মর্যাদা দান করুন।

14/12/2025
09/12/2025

নর্থ সাউথের স্টুডেন্ট তিনি রাসুল (সা:) কথা এমন ভাবে উপস্থাপন করেছেন যেন প্রত্যেকটা কথা কলিজায় লাগে ।

#নর্থ_সাউথ_ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো
কুরআন সম্মেলন ও সীরাহ প্রদর্শনী ২০২৫।

29/11/2025

কখনো যদি কোনো কারণে মন ভেঙ্গে যায় অথবা অন্তরে অস্থিরতা ও পেরেশানি কাজ করে, তাহলে অন্তরে স্থিরতা, প্রশান্তি ও স্নিগ্ধতা আনার জন্য কুরআন মাজিদ থেকে 'আয়াতুস সাকিনা'গুলো তেলাওয়াত করুন। এতে ঈমান, ইয়াকিন ও ইতিবাচক চিন্তাও বৃদ্ধি পাবে। এ প্রসঙ্গে ইমাম ইবনু তাইমিয়্যা রাহ.-এর বাস্তবিক অভিজ্ঞতাপ্রসূত ঘটনার বিবরণ তার শাগরেদ হাফিজ ইবনুল কায়্যিম রাহ. বিরচিত জগদ্বিখ্যাত গ্রন্থ 'মাদারিজুস সালিকিনে' পাবেন।

আয়াতুস সাকিনা হলো এই ছয়টি আয়াত,
১. সুরা বাকারাহ : ২৪৮
২. সুরা তাওবা : ২৬
৩. সুরা তাওবা : ৪০
৪. সুরা ফাতহ : ৪
৫. সুরা ফাতহ : ১৮
৬. সুরা ফাতহ : ২৬

25/11/2025

ইবনুল কাইয়িম (রহি.) মাদারিজ আস-সালিকিন গ্রন্থে এই বিষয়টি উল্লেখ করেছেন। মহান আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়-৬ টি

১! যেসব কথা কাজ বা চিন্তা আল্লাহ অপছন্দ করেন সেগুলো ত্যাগ করা।
২! মনোযোগ সহকারে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা।
৩! কুরআনের কথাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা।
৪! আল্লাহ আমাদের যে অসংখ্য নিয়ামত দিয়েছেন তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা।
৫! সালাত পড়ার সময় গভীর মনোযোগ এবং সর্বোত্তম বিনয়ের সঙ্গে আল্লাহর সামনে দাঁড়ানো।
৬! ভালো মানুষদের সাথে থাকা এবং আল্লাহ থেকে দূরে নিয়ে যায় এমন সবকিছু থেকে বিরত থাকা।

25/11/2025

জামাই : চার বিয়ে করা জায়েজ!
Me: প্রিয় জিনিস কুরব|নী দেওয়া ওয়াজিব!

24/11/2025

আমি এভাবে উদাহরণ দিয়ে থাকি। আপনারা যারা বিয়ে করেছেন। বিয়ের আগের এক সপ্তাহ...আচ্ছা বিয়ের পরের এক সপ্তাহও যোগ করে দিলাম। ওই সময়টা। শুধু ঐ সময়টার কথা মনে হলেই মুখে লাজুক হাসি ফুটে উঠে।

তখন থাকে এন্টিসিপেশন, থাকে প্রবল আগ্রহ। স্ত্রী এমনকি চোখ তুলে তাকাতেও লজ্জ্বা পায়। কেউ স্ত্রীর নাম নিলেই স্বামীর মুখে লজ্জ্বাজনক হাসি ফুটে উঠে। আবার স্ত্রীর সামনে কেউ স্বামীর নাম নিলে সেও লজ্জ্বায় মুখ নামিয়ে নেয়। মানুষটাকে আবিষ্কার করার অদ্ভুত ধরণের প্রবল একটা টান মনের মাঝে সবসময় কাজ করে। এক ধরণের মোহাচ্ছন্নতায় মনটা কেমন ভেসে বেড়ায়।

১০-১৫ বছর পার হওয়ার পর...স্ত্রীর সামনে কেউ স্বামীর নাম নিলো। "ওয়াক থু! আমি খেতে বসেছি।" হা হা হা। এন্টিসিপেশন হারিয়ে যায়। প্রবল আগ্রহের সেই প্রতীক্ষাটা হারিয়ে যায়। তাই না?

সুরাতুর রাহমানে আল্লাহ বলেন--কাসিরাতুর তারফি...আপনি জান্নাতে যখন আপনার স্ত্রীর দিকে তাকাবেন সে লজ্জ্বায় চোখ নামিয়ে নিবে। আনতনয়না। কারণ, দৃষ্টি সংযোগ করতে সে লজ্জ্বা পায়। বিয়ের বিশ বছর পরে স্ত্রী কি এমনটি করে? না। আপনার বাবা-মা কি এমনটি করে এখন? না। করে না। কিন্তু নববিবাহিতরা কি এমনটি করে? হ্যাঁ করে।

আল্লাহ জান্নাতে এটাকে চিরস্থায়ী করে দিবেন। জান্নাতে আপনার বিয়ের প্রতিটি দিন হবে যেন বিয়ের প্রথম দিন। ব্যাপারটা মাথা নষ্ট করার মত! অবিশ্বাস্য! অকল্পনীয়! দুনিয়াতে এটা অসম্ভব। কুরআনে অঙ্কিত জান্নাতের চিত্রটা এমনই।

জান্নাতের প্রতিটি আনন্দ টেকসই। দিন দিন আনন্দের মাত্রা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে। জান্নাতের ফল-ফলাদি খেতে খেতে কখনো একঘেয়েমি এসে যাবে না। জান্নাতের পানীয় পানেও কখনো বিরক্তি এসে যাবে না। কারণ, এগুলো কখনো একরকম থাকবে না। সবসময় আগেরবারের চেয়ে উত্তম হবে। আবার খেলে আগের চেয়ে সুস্বাদু লাগবে।

দুনিয়াতে সবকিছুর একটা সীমা আছে। একটা পর্যায়ে আসার পর আর ভাল্লাগে না। কিন্তু, জান্নাতে প্রতিটি আনন্দ সবসময় বৃদ্ধি পেতে থাকবে। এটাই হলো মা-কিসিন।

—নোমান আলী খান

22/11/2025

‼️ যি*না কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জা*হা*ন্নাম বাসী অস্থির হয়ে উঠবে!‼️

■■ যি*না কাকে বলে?
কোন কাজ গুলো যিনা?

যি*না সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং যি*না করার পূর্বে এই হাদীসটিএকবার পড়ে নিন!!

■▪যি*না কী?
■▪শুধুই অবৈধ ভাবে মেলামেশা করাকেই যিনা বলা হয়?
■▪না!!

●● হাদীসের ভাষায় যি*না বহু প্রকারে বিভক্ত। যেমনঃ
●▪০১। কোন বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের যিনা!
●▪০২। যৌ*নতা সম্পর্কিত অ*শ্লীল কথাবার্তা বলা জিহ্বার যিনা!
●▪০৩। বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধ ভাবে কাউকে স্পর্শকরা হাতের যি*না!
●▪০৪। ব্যা*ভি চারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের যিনা!
●▪০৫। সে সম্পর্কিত খারাপ কথা শোনা কানের যিনা।
●▪০৬। যি*নার কল্পনা করা ও আকাংখা করা মনের যি*না!
●▪০৭। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়!
-----(বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসাঈ)!

●● অথচঃ আমরা কেবলমাত্র সর্বশেষ ধাপ টিকেই যি*না মনে করে থাকি! এবার ভেবে দেখুন আপনি এসব কাজের কোনো একটির সাথে জড়িত ননতো?

■■ যি*না স্পষ্ট হারামঃ
আল্লাহ তা'আলা যি*নাকে হারাম ঘোষণা করে বলেনঃ -------"তোমরা যি*নার ধারের কাছেও যাবে না। কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ।"
-----(সুরা বনী-ইসরাঈল আয়াতঃ ৩২)

■■ যি*নার শা*স্তিঃ
যি*নার শা*স্তি অত্যন্ত ভয়াবহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
---------"আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম। যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত। আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিলো! আগুনের শিখা উপরে আসলে তারাও উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিলো! সর্বদা তাদের এঅবস্থা (এমন)চলছিলো! আমি জিবরাঈল(আঃ )কে জিজ্ঞেস করলামঃ এরা কারা???"

●▪জিবরাঈল(আঃ) বললেনঃ
-------"তারা হলো অবৈধ যৌ"ন*চারকারী নারী ও পুরুষ!"
-----(বুখারী)

■■ যি*না কারীর ল*জ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে!
■▪সেদিন যি*না কারীকে পিপাসা মেটানোর জন্য এই পঁচা পানিই পান করতে দেওয়া হবে!

●● তাই সবারই উচিত প্রেমিক-প্রেমিকা নামের বিবাহ বহির্ভূত এই সব শয়"তানি সম্পর্ক বাদ দেওয়া।

আল্লাহ আমাকে সহ সবাইকে সকল ধরনের গুণহা থেকে দুরে থাকার তৌফিক দান করুন। আমিন..🤲🥺

Address

Boalmari Station Road
Boalmari

Alerts

Be the first to know and let us send you an email when boalmari.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to boalmari.com:

Share