
12/09/2025
ভালোবাসলে কী হয় তা আমি জানি না। তবে পাড়ার মুরুব্বিরা বলতো যে, খোকা, ভালোবাসার বেড়াজালে পড়িস না। তাদের কথা-উপেক্ষা করে আমিও তোমাদের মতোই এক মায়াবতীর প্রেমে পড়লাম, যা ছিলো আমার জীবনের এক নতুন সূচনা। দিনের পর দিন কেটে যায় আর রাতের পর রাত। কখনো সম্পর্ক ভালো যায়, আবার কখনো ভালো যায় না। ততক্ষণে আমার বোঝা শেষ—নারী কখনো এক পুরুষে আসক্ত থাকে না। শুধু তাতেই শেষ নয়; আমাকে ডুবিয়ে গেলো ব্যথার সাগরে, করে গেলো ছলনা। আর সেই ব্যথার সাগরে আজও ভেসে চলছি, কোনো কিনারা খুঁজে পাই না। তাই এখন কেউ “ভালোবাসি” শব্দটি বললেও তা বিশ্বাস করতে পারি না।😰😰🤥