Kamrul EditZ

Kamrul EditZ ✅সফলতার কোন শর্টকাট নেই!✅পরিশ্রম,পরিশ্রম,পরিশ্রম =সফলতা 🤟
(6)

আপনি যদি শরীরের সকল কিছু চেক-আপ করার জন্য একটি মোবাইল অ্যাপ খুঁজছেন, তাহলে আপনাকে জানতে হবে – কোনও একটি অ্যাপ ১০০% সবকিছ...
25/07/2025

আপনি যদি শরীরের সকল কিছু চেক-আপ করার জন্য একটি মোবাইল অ্যাপ খুঁজছেন, তাহলে আপনাকে জানতে হবে – কোনও একটি অ্যাপ ১০০% সবকিছু (যেমন ব্লাড প্রেসার, সুগার, হার্ট রেট, অক্সিজেন লেভেল, কিডনি/লিভার ফাংশন ইত্যাদি) চেক করতে পারবে না শুধু ফোন ব্যবহার করে। তবে কিছু অ্যাপ আছে যেগুলো:

স্বাস্থ্য পরামর্শ দিতে পারে,

আপনার ডেটা ট্র্যাক রাখতে পারে,

কিছু বেসিক সেন্সরের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করতে পারে (যেমন হার্ট রেট বা স্টেপ কাউন্ট)।

নিচে আমি কিছু জনপ্রিয় এবং কার্যকর অ্যাপের তালিকা দিলাম, যেগুলো শরীরের বিভিন্ন দিক ট্র্যাক করতে সাহায্য করে:

🩺 ১. Samsung Health (Android & Samsung Users)
সুবিধা:

হার্ট রেট (Samsung Phone-এর সেন্সর থাকলে)

অক্সিজেন লেভেল (SpO2) সেন্সরের মাধ্যমে

স্টেপ কাউন্ট, ঘুমের সময় ট্র্যাকিং

খাবারের ক্যালোরি হিসাব

ওজন ও BMI ট্র্যাকিং

❤️ ২. Google Fit (Android & iOS)
সুবিধা:

স্টেপ কাউন্ট

হার্ট পয়েন্ট হিসাব

ঘুম, ওজন, রক্তচাপ – ম্যানুয়ালি এন্ট্রি করা যায়

Fitbit বা Xiaomi Mi Band-এর সাথে কানেক্ট করা যায়

🧬 ৩. Apple Health (iPhone Users only)
সুবিধা:

হার্ট রেট, ECG, SpO2 (যদি Apple Watch থাকে)

ডায়াবেটিস, কোলেস্টেরল, লিভার ফাংশন রিপোর্ট সংরক্ষণ

মেডিকেল রেকর্ড সংরক্ষণ

ওষুধ ট্র্যাকিং

🧪 ৪. Ada – Check Your Health Symptoms
সুবিধা:

আপনার উপসর্গ অনুযায়ী সম্ভাব্য অসুখ চিহ্নিত করে

AI-ভিত্তিক প্রশ্ন করে আপনার স্বাস্থ্য অবস্থা বোঝে

ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে কিনা – তা বোঝাতে সাহায্য করে

🧠 ৫. MyFitnessPal
সুবিধা:

খাবারের ক্যালোরি ও পুষ্টিগুণ বিশ্লেষণ

ওজন কমানো বা বাড়ানোর জন্য ডায়েট ট্র্যাক

স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করতে সাহায্য করে

🧾 ৬. HealthifyMe
সুবিধা:

ভারতে বিশেষভাবে জনপ্রিয়

ফ্রি AI কোচ "Ria" ব্যবহার করে পরামর্শ দেয়

ওজন কমানো, সুগার নিয়ন্ত্রণ, ডায়েট প্ল্যান

📱 শরীরের সম্পূর্ণ চেক-আপ করতে চাইলে:
স্মার্টফোনের অ্যাপ দিয়ে আপনি যা যা করতে পারেন:

প্রাথমিক পর্যবেক্ষণ (স্টেপ, হার্ট রেট, ঘুম)

উপসর্গ ভিত্তিক পরামর্শ

রিপোর্ট সংরক্ষণ

ওজন/ডায়েট/এক্সারসাইজ ট্র্যাকিং

কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা (ফুল বডি চেক-আপ) করতে হলে আপনাকে হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে এবং নিচের রিপোর্টগুলো করাতে হবে:

টেস্ট উদ্দেশ্য
CBC রক্তের স্বাস্থ্য
LFT, KFT লিভার ও কিডনি
Blood Sugar ডায়াবেটিস
Lipid Profile কোলেস্টেরল
ECG/Echo হার্ট চেক
Vitamin D/B12 নিউট্রিশনাল ঘাটতি
🔗 অতিরিক্ত টিপস:
আপনি যদি স্মার্ট ওয়াচ ব্যবহার করেন (Fitbit, Mi Band, Apple Watch), তাহলে আরও নির্ভুল ডেটা পাবেন।

অ্যাপ দিয়ে পাওয়া তথ্য কেবল একটি ধারণা দেয় — এটি চিকিৎসকের বিকল্প নয়।

🔚

ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখুন - কমেন্ট বক্সে লিঙ্ক -
25/07/2025

ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখুন - কমেন্ট বক্সে লিঙ্ক -

🎙️ ৫টি ফ্রি AI Voice Generator ওয়েবসাইট — নিজের লেখাকে দিন প্রাকৃতিক ভয়েসের ছোঁয়া! ✅আজকের দিনে কনটেন্ট তৈরি করা শুধু লেখ...
25/07/2025

🎙️ ৫টি ফ্রি AI Voice Generator ওয়েবসাইট — নিজের লেখাকে দিন প্রাকৃতিক ভয়েসের ছোঁয়া! ✅

আজকের দিনে কনটেন্ট তৈরি করা শুধু লেখা দিয়ে সীমাবদ্ধ নয় — ভয়েসও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। আপনি যদি ভিডিও কনটেন্ট, অডিওবুক, কিংবা প্রেজেন্টেশনের জন্য প্রাকৃতিক কণ্ঠে ভয়েস জেনারেট করতে চান, তাহলে AI Voice Generator আপনার জন্য অসাধারণ একটি সমাধান।

আজকে আমরা শেয়ার করছি ৫টি সেরা ফ্রি AI Voice Generator সাইট, যেগুলো দিয়ে আপনি একদম ফ্রিতে ভয়েস তৈরি করতে পারবেন — সহজেই, কোন ঝামেলা ছাড়াই!

🔹 ১. ElevenLabs — (https://www.elevenlabs.io/)
সবচেয়ে প্রাকৃতিক ও রিয়েলিস্টিক ভয়েস।

মাসে ১০,০০০ ক্যারেক্টার পর্যন্ত ফ্রিতে ভয়েস জেনারেট করা যায়।

কাস্টম ভয়েস ক্লোন করার সুবিধা।

🔹 ২. Play.ht — (https://play.ht/)
MP3 আকারে ভয়েস ডাউনলোড করা যায়।

নানা ভাষা ও অ্যাকসেন্ট সাপোর্ট করে।

ফ্রি প্ল্যানে নির্দিষ্ট পরিমাণ টেক্সট কনভার্ট করা যায়।

🔹 ৩. TTSMaker — (https://ttsmaker.com/)
১০০% ফ্রি, কোনো রেজিস্ট্রেশন দরকার নেই।

বহু ভাষা ও ভয়েস স্টাইলের সমন্বয়।

দ্রুত ভয়েস কনভার্শন ও ডাউনলোড অপশন।

🔹 ৪. VoiceMaker — (https://voicemaker.in/)
ভয়েসে স্পিচ ইফেক্ট, পিচ এবং রেট কাস্টমাইজ করা যায়।

২৫০+ ক্যারেক্টার ফ্রি ভয়েস কনভার্শন।

🔹 ৫. Natural Readers — (https://www.naturalreaders.com/online/)
ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস।

Chrome Extension ও মোবাইল অ্যাপ সুবিধা।

সীমিত ফ্রি প্রিমিয়াম ভয়েস ও আনলিমিটেড ফ্রি ভয়েস।

✅ শেষ কথা:
আপনি যদি ভয়েসওভার, ইউটিউব ভিডিও, বা শিক্ষামূলক কনটেন্ট তৈরি করতে চান, তাহলে এসব সাইট হতে পারে আপনার সহজ সমাধান। একদম ফ্রিতে শুরু করুন ভয়েস কনটেন্টের জগতে আপনার যাত্রা!

🔁 শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে!

🧠 আমাদের Faceless Clip AI সফটওয়্যার – ৫টি পাওয়ারফুল মডেল নিয়ে গঠিত!“আপনি শুধু ইনপুট দিন — বাকি সব সামলাবে AI!”এটাই আমাদ...
25/07/2025

🧠 আমাদের Faceless Clip AI সফটওয়্যার – ৫টি পাওয়ারফুল মডেল নিয়ে গঠিত!
“আপনি শুধু ইনপুট দিন — বাকি সব সামলাবে AI!”
এটাই আমাদের মূল মন্ত্র।

🎯 যারা ক্যামেরার সামনে আসতে চান না, অথচ প্রফেশনাল ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান — তাদের জন্যই তৈরি হয়েছে Faceless Clip AI।
এক ক্লিকে শূন্য থেকে সম্পূর্ণ ভিডিও বানানো এখন বাস্তব!

আজ চলুন সংক্ষেপে জেনে নেই আমাদের সফটওয়্যারের ৫টি প্রধান মডেল সম্পর্কে 👇

1️⃣ YouTube To Video

🟥 আপনি শুধুমাত্র একটি YouTube লিংক দিন, আমাদের AI সেই ভিডিও থেকে স্ক্রিপ্ট, কন্টেন্ট, এবং ভিজ্যুয়াল বিশ্লেষণ করে নতুন ফেসলেস ভিডিও তৈরি করে দেবে।
✅ কপি বা রিঅ্যাক্ট নয় — সম্পূর্ণ নতুন রূপে উপস্থাপন।
🎯 আইডিয়া জেনারেশন থেকে রিসাইক্লিং কন্টেন্টের জন্য অসাধারণ।

2️⃣ AI Images to Video

🖼️ শুধুমাত্র কিছু কাস্টম বা AI জেনারেটেড ছবি দিন — Faceless Clip AI সেটা থেকে ডায়নামিক, মোশন-এফেক্ট সহ ভিডিও বানিয়ে দেবে।
✅ Zoom, Pan, Motion FX, Overlay Text, AI Voice — সব একসাথে!
🎯 Branding, Visual Stories, Promo Video-তে ব্যবহার করুন।

3️⃣ AI Video to Video
🎥 আপনার পুরোনো বা রাউ ডেটা ভিডিও দিন — আমাদের AI তা বিশ্লেষণ করে, অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে, ট্রেন্ডি ও প্রফেশনাল ভিডিও বানাবে।
✅ Voiceover, Subtitle, B-Roll ফিচার অটো যুক্ত হয়।
🎯 সহজেই Reels, Shorts, TikTok বা YouTube-ready কনটেন্ট তৈরি।

4️⃣ Audio to Video
🎙️ শুধু একটি ভয়েস রেকর্ড বা অডিও ক্লিপ দিলেই হবে — AI তা থেকে Script, Visual, Text Overlay, এবং Background Music সহ সম্পূর্ণ ভিডিও তৈরি করবে।
✅ Faceless Presenter + AI-generated Visuals
🎯 Podcast, Motivational Talk, Storytelling-এর জন্য পারফেক্ট!

5️⃣ AMZ Product to Video (Beta)
🛍️ Amazon প্রোডাক্ট লিংক দিলেই, AI সেই প্রোডাক্টের ইনফো থেকে ৩০-৬০ সেকেন্ডের একটি High-Converting ভিডিও বানাবে।
✅ Product Features Highlight + Review Style Script
🎯 Affiliate মার্কেটার এবং Ecom মার্কেটিং-এর জন্য গেম চেঞ্জার!

💬

$35,000 - মানে প্রায় ৫০ লাখ ইনকাম করেছে এই রকম জাস্ট AI মেকিং ভিডিও দিয়ে।এবং তিনি এই চ্যানেলটা Example হিসেবে দেখিয়ে।তো ...
25/07/2025

$35,000 - মানে প্রায় ৫০ লাখ ইনকাম করেছে এই রকম জাস্ট AI মেকিং ভিডিও দিয়ে।

এবং তিনি এই চ্যানেলটা Example হিসেবে দেখিয়ে।

তো আমি ভাবলাম এই রকম ভিডিও AI দিয়ে ফ্রিতেই বানানো সম্ভব। যদি অডিয়েন্স চাই তাইলে টিউটোরিয়াল বানাতে পারি।

ভিডিও টিউটোরিয়াল চান??

⚠️এটা আমার কথা না যে ইনকাম করেছে বাংলাদেশী একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে। চাইলে
আপনি কমেন্ট বক্স থেকে পুরো ভিডিও দেখতে পারেন।

25/07/2025

বাংলাদেশ থেকে TikTok Monetize করার ১০০% Real Method 💰 | A to Z গাইড | পর্ব ১

টিকটক মনিটাইজেশনের প্রথম ভিডিও ইতোমধ্যে ইউটিউবে আপলোড হয়েছে।কমেন্টে চ্যানেল লিঙ্ক দেওয়া আছে এখুনি দেখে আসুন।
24/07/2025

টিকটক মনিটাইজেশনের প্রথম ভিডিও ইতোমধ্যে ইউটিউবে আপলোড হয়েছে।

কমেন্টে চ্যানেল লিঙ্ক দেওয়া আছে এখুনি দেখে আসুন।

২০২৫ সালে ইউটিউব অটোমেশন দিয়ে মাসে $1000+ ইনকামের রোডম্যাপআপনি কি এমন একটি আয় ব্যবস্থা খুঁজছেন যেখানে: ✅ আপনি নিজে ক্যাম...
24/07/2025

২০২৫ সালে ইউটিউব অটোমেশন দিয়ে মাসে $1000+ ইনকামের রোডম্যাপ

আপনি কি এমন একটি আয় ব্যবস্থা খুঁজছেন যেখানে:
✅ আপনি নিজে ক্যামেরায় আসবেন না
✅ ভয়েস দেবেন না
✅ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কাজও করতে হবে না?

তাহলে YouTube Faceless Automation হতে পারে আপনার জন্য সেরা সুযোগ — যেখানে AI এবং কিছু স্মার্ট টুল দিয়ে আপনি তৈরি করতে পারেন প্যাসিভ ইনকামের এক দারুণ সোর্স।

🎯 এই মডেল কীভাবে কাজ করে?
YouTube Faceless Automation মানে, পুরো চ্যানেলটি এমনভাবে পরিচালিত হবে, যেখানে ভিডিও তৈরির প্রতিটি ধাপই হবে AI ও অটোমেটেড টুল দিয়ে:

🔘Script Writing: ChatGPT দিয়ে ভিডিওর স্ক্রিপ্ট তৈরি
🔘Voice Over: ElevenLabs বা Play. ht দিয়ে প্রফেশনাল ভয়েস জেনারেশন
🔘Video Creation: Pictory বা Runway দিয়ে অটো ভিডিও এডিটিং
🔘Thumbnail Design: Canva ও AI Image Tools দিয়ে আকর্ষণীয় থাম্বনেইল
🔘Publishing & SEO: VidIQ বা TubeBuddy দিয়ে SEO ও শিডিউলিং

💰 ইনকামের সোর্স কোথা থেকে আসবে?
🔘AdSense: ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে প্রতি হাজার ভিউতে ইনকাম
🔘Affiliate Marketing: ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট রেফার করে কমিশন আয়
🔘Sponsorship: ব্র্যান্ড থেকে স্পন্সরশিপ ডিল
🔘Digital Product: নিজের কোর্স, ইবুক, সার্ভিস বিক্রি করা

📈 একটি মাসিক ইনকাম হিসাব (Reality Based):
গড় CPM: $5 - $20 (নিচে Finance বা Tech নিসে বেশি)
প্রতিদিন 1 ভিডিও, গড়ে 3,000 ভিউ = মাসে 90,000 ভিউ
ধরুন, CPM = $10
➤ আয় = $900
এর বাইরে যদি Affiliate বা Sponsorship থাকে
➤ $100 - $500+ বাড়তি ইনকাম
✅ মোটঃ মাসিক ইনকাম: $1000 - $1500+

🚀 কেন ২০২৫ সালে এই মডেল সবচেয়ে কার্যকর?
AI Tools আরও অ্যাডভান্সড হয়েছে
Faceless ভিডিওর ডিমান্ড বেড়েছে
মানুষ এখন কনটেন্ট দেখতে চায়, মুখ নয়
কম প্রতিযোগিতামূলক নিসে র‌্যাঙ্ক করা সহজ

📌 কোন কোন নিস বেছে নেবেন?
🔘Finance & Investing
🔘AI & Tech Explained
🔘Health Tips
🔘Business Motivation
🔘Facts & Curiosity

🛠️ প্রয়োজনীয় টুলস লিস্ট (Free + Paid):
🔘ChatGPT (Script)
🔘ElevenLabs / Play .ht (Voice)
🔘Pictory / Runway (Video)
🔘Canva + Magic Studio (Thumbnail)
🔘VidIQ / TubeBuddy (SEO)

আপনি যদি সঠিকভাবে স্ট্র্যাটেজি ফলো করেন, তাহলে মাসে $1000+ ইনকাম একদম বাস্তবসম্মত।
শুধু ১টি ভালো নিসে ফোকাস করুন, প্রতিদিন ১টি ভিডিও দিন, টুলস ব্যবহার শিখুন — আর দেখবেন, অল্প দিনের মধ্যেই আপনার ইউটিউব চ্যানেল ইনকামের মেশিনে পরিণত হয়েছে।

👇 কমেন্টে জানান, আপনি কোন নিস দিয়ে শুরু করতে চান?

24/07/2025

টিকটক মনিটাইজেশন শিখুন বাংলাদেশ থেকে।
আপনাদের অপেক্ষার পালা শেষ,আপনাদের জন্য টিউটোরিয়াল প্রস্তুত।
কিভাবে আপনারা বাংলাদেশ থেকে টিকটক একাউন্ট খুলবেন এবং কিভাবে creator rewards program সেটআপ আপনার একাউন্টে নিয়ে আসবেন।

কিভাবে মনিটাইজেশন আপ্লাই করবেন। কিভাবে ভেরিফাই করবেন। কিভাবে পেমেন্ট মেথড যুক্ত করবেন কিছু থাকবে এই সিরিজে।
সকল ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে। ফেসবুকে এই সকল টুলস্ নিয়ে কথা বললে ভা-য়ো-লেন্স আসতে পারে তাই ইউটিউব চ্যানেলে দেওয়া সিদ্ধান্ত নিয়েছি।
ইউটিউব চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হইলো ⚠️

প্রথম ভিডিও আসবে আজকে সন্ধ্যা পর ইনশাআল্লাহ। আপাতত চ্যানেলে কোন ভিডিও নাই। চ্যানেল সাবক্রাইব করে রেখে দিন এখুনি।
২০০০+ সাবক্রাইবার চাই সন্ধ্যার মধ্যে।

অগ্রীম ভালোবাসা সবার জন্য।

টিকটক মনিটাইজেশন শিখুন বাংলাদেশ থেকে। আপনাদের অপেক্ষার পালা শেষ,আপনাদের জন্য টিউটোরিয়াল প্রস্তুত।কিভাবে আপনারা বাংলাদেশ ...
24/07/2025

টিকটক মনিটাইজেশন শিখুন বাংলাদেশ থেকে।

আপনাদের অপেক্ষার পালা শেষ,আপনাদের জন্য টিউটোরিয়াল প্রস্তুত।

কিভাবে আপনারা বাংলাদেশ থেকে টিকটক একাউন্ট খুলবেন এবং কিভাবে creator rewards program সেটআপ আপনার একাউন্টে নিয়ে আসবেন।

কিভাবে মনিটাইজেশন আপ্লাই করবেন। কিভাবে ভেরিফাই করবেন। কিভাবে পেমেন্ট মেথড যুক্ত করবেন কিছু থাকবে এই সিরিজে।

সকল ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে। ফেসবুকে এই সকল টুলস্ নিয়ে কথা বললে ভা-য়ো-লেন্স আসতে পারে তাই ইউটিউব চ্যানেলে দেওয়া সিদ্ধান্ত নিয়েছি।

ইউটিউব চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হইলো ⚠️

প্রথম ভিডিও আসবে আজকে সন্ধ্যা পর ইনশাআল্লাহ। আপাতত চ্যানেলে কোন ভিডিও নাই। চ্যানেল সাবক্রাইব করে রেখে দিন এখুনি।

২০০০+ সাবক্রাইবার চাই সন্ধ্যার মধ্যে।

অগ্রীম ভালোবাসা সবার জন্য।

দিনে মাত্র দুই ঘন্টা কাজ করতে পারলে ২৪ ঘন্টা ইনকাম করা সম্ভব — YouTube Automation এর ম্যাজিক!আপনি কি এমন কিছু খুঁজছেন যে...
24/07/2025

দিনে মাত্র দুই ঘন্টা কাজ করতে পারলে ২৪ ঘন্টা ইনকাম করা সম্ভব — YouTube Automation এর ম্যাজিক!

আপনি কি এমন কিছু খুঁজছেন যেখানে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কাজ না করেও ইনকাম আসে? তাহলে YouTube Automation হতে পারে আপনার জন্য সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত।
এই মডেলে, আপনি নিজে ক্যামেরার সামনে আসবেন না, ভয়েস দিবেন না, এমনকি পুরো কনটেন্ট বানানোর কাজটাও অটোমেশনে করে ফেলবেন। দিনে মাত্র ২ ঘণ্টা কাজ করলেই চলবে — আর ইনকাম চলবে ২৪ ঘণ্টা!

🔍 YouTube Automation কাকে বলে?
YouTube Automation হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কনটেন্ট প্ল্যানিং থেকে শুরু করে স্ক্রিপ্ট লেখা, ভয়েসওভার, ভিডিও এডিটিং, থাম্বনেইল তৈরি — সব কিছুই আপনি AI ও টুলস ব্যবহার করে করেন। ফলে কম সময়ে, কম খরচে, বেশি আউটপুট পাওয়া সম্ভব।

✅ মাত্র ২ ঘণ্টায় কী কী করবেন?
1️⃣ নিস নির্বাচন করুন
Finance, Motivation, Health, AI, Facts — যেটা আপনার সুবিধামতো

2️⃣ চ্যানেলের কনটেন্ট প্ল্যান
ChatGPT দিয়ে একসাথে ১০+ ভিডিও আইডিয়া বের করে ফেলুন

3️⃣ স্ক্রিপ্ট তৈরি
১০ মিনিটেই ChatGPT দিয়ে স্ক্রিপ্ট তৈরি

4️⃣ ভয়েসওভার তৈরি করুন
ElevenLabs বা Play.ht দিয়ে AI ভয়েস জেনারেট করুন

5️⃣ ভিডিও বানান Pictory দিয়ে
স্ক্রিপ্ট দিলেই ভিডিও তৈরি — তাও ২০-৩০ মিনিটে

6️⃣ থাম্বনেইল বানান Canva দিয়ে
Eye-catching এবং scroll-stopping ডিজাইন

7️⃣ ভিডিও আপলোড ও SEO দিন
টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন — সবকিছু Optimize করুন

💰 এখন ইনকামের উৎসগুলো:
✔️ AdSense Revenue – CPM অনুযায়ী প্রতি ১০০০ ভিউতে $5–$25 আয় সম্ভব
✔️ Affiliate Marketing – Video description-এ প্রোডাক্ট লিংক দিয়ে বাড়তি ইনকাম
✔️ Sponsorship – কিছু ভিউ হলেই ব্র্যান্ড আসবে নিজে থেকেই
✔️ Digital Product বিক্রি – eBook, কোর্স, টেমপ্লেট ইত্যাদি

🧠 এই মডেল কারা করতে পারেন?
📌 স্টুডেন্ট — যাদের সময় কম, কিন্তু ইনকাম দরকার
📌 চাকরিজীবী — পার্ট টাইম ইনকামের জন্য পারফেক্ট
📌 ডিজিটাল মার্কেটার — স্কেলেবল ব্র্যান্ড তৈরি করতে চান যারা
📌 ফ্রিল্যান্সার — যারা ক্লায়েন্টের জন্য ইউটিউব চ্যানেল ম্যানেজ করেন

২০২৫ সালে YouTube Automation মানে হলো — কম সময় + কম পরিশ্রম = সর্বোচ্চ আয়।
আপনি যদি স্মার্টলি ইনকাম করতে চান, তাহলে এখনই Automation শুরু করুন।

👇 কমেন্ট করে জানান, আপনি কোন নিসে কাজ শুরু করতে চান?

ফেসবুকে কোন ঘটনা হওয়ার পরপর যারা AI দিয়ে তৈরি করা ছবি কিংবা ভিডিও পোস্ট করেন কয়টা লাইক কমেন্টের জন্য, তারা ফেসবুকের Fact...
23/07/2025

ফেসবুকে কোন ঘটনা হওয়ার পরপর যারা AI দিয়ে তৈরি করা ছবি কিংবা ভিডিও পোস্ট করেন কয়টা লাইক কমেন্টের জন্য, তারা ফেসবুকের Fact Check এর মাধ্যমে নিজের একাউন্ট ও হারাতে পারেন।❗️

প্রথমবার হয়তোবা Warning দিবে Recommendations + পোস্ট এর Reach কমিয়ে দিবে।

তবে সেইম কাজ কয়েকবার করলে সরাসরি একাউন্ট ডিজেবল করে দিবে।

যারাই এমন AI Content ছড়ায় কোন ঘটনার বিশেষ করে মর্মান্তিক বিষয় গুলোর তাদের সেই পোস্ট এ False Information and Spam রিপোর্ট করবেন সবাই।

বিষয়টি ছড়িয়ে দিন শেয়ার করে সবাই।

এদের কারণ গ্রামের এবং কি শহরের অনেক সহজ সরল মানুষ এইসব ভুয়া জিনিস দেখে আতংকিত হয়ে যান।

ক্রেডিট - Abdullah al jaber

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul EditZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category