BongoToon

BongoToon অশ্লীলতামুক্ত সামাজিক এবং শিক্ষামূলক ভিডিওর জগতে আপনাকে স্বাগতম।
(1)

বড় ভাইয়ের কাছে ছোট বোনের ইমোশনাল চিঠি
09/07/2025

বড় ভাইয়ের কাছে ছোট বোনের ইমোশনাল চিঠি

06/07/2025

ভাই শুধু রক্তের সম্পর্ক নয়, জীবনভর এক নির্ভরতার নাম। ছোটখাটো ঝামেলা হলে কথা বলে মিটিয়ে ফেলা উচিত, কারণ রাগের মাথায় হারিয়ে গেলে ফিরে পাওয়া কঠিন।

05/07/2025

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে ❤️

"জীবনের শুরুতে সন্তান বাবার আঙুল ধরে হাঁটতে শেখে,কিন্তু জীবনের শেষবেলায় বাবা যখন কাঁপা হাতে ভর খোঁজে,তখন সব সন্তানেরই হা...
04/07/2025

"জীবনের শুরুতে সন্তান বাবার আঙুল ধরে হাঁটতে শেখে,
কিন্তু জীবনের শেষবেলায় বাবা যখন কাঁপা হাতে ভর খোঁজে,
তখন সব সন্তানেরই হাত পাওয়া যায় না।
সন্তান বড় হতে হতে বাবার হাতটা ধরা যেন ভুলেই যায়…
কিন্তু বাবা?
সে তো শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকিয়ে থাকে –
সন্তানের সেই এক মুঠো হাতের দিকে,
যেটা ধরে সে একদিন তাকে মানুষ করেছিল।
সব সন্তানই বাবার হাত ধরে উঠে দাঁড়ায়,
কিন্তু কজন সন্তান সৌভাগ্যবান,
যারা শেষ বয়সে বাবাকে ধরে আবার দাঁড় করাতে পারে?"

28/06/2025

"বাবা...! তোমার কণ্ঠের শেষ ডাকটা আমি শুনতে পারিনি... তোমার হাতটা শেষবার ধরতে পারিনি... তুমি তো বলেছিলে, আমি কিছু করলেই খুশি হতে... তবে কেন আমার সাফল্যটা না দেখেই তুমি চলে গেলে বাবা?


আজ এই ঘরটাও কেমন শুনশান... তোমার চেয়ারটা খালি পড়ে আছে, তোমার গায়ের গন্ধ মিশে থাকা চাদরটা আমি বুকে জড়িয়ে কাঁদি...

তুমি ছিলে আমার ছায়া, আমার মাথার ছাদ... আজ সেই ছাদটাই ভেঙে পড়েছে বাবা। আমি যেন এত বড় দুনিয়ায় একা হয়ে গেলাম... কার কাছে যাবো এখন? কে বলবে – ‘ভয় পাস না, আমি আছি?’

তুমি ছাড়া কেউ কখনো বোঝেনি আমাকে... আজ বুঝছি, তুমি না থাকলে আমি কিছুই না... তুমি ছিলে বলেই আমি সাহস পেতাম, স্বপ্ন দেখতাম। আজ আমার স্বপ্নগুলোও যেন অনাথ হয়ে গেছে।

বাবা...! আরেকবার শুধু ফিরে এসো... একবার বলো – ‘তুই পারবি রে বাবা!’ আমি সব পারতাম, যদি তুমি পাশে থাকতে..."**"বাবা সবসময় পাশে থাকেন না,

** তাই বাবার জীবদ্দশাতেই তাঁর জন্য কিছু করা উচিত। আজ যাঁকে হয়তো ব্যস্ততায় অবহেলা করছেন, একদিন সেই মানুষটিই থাকবে না — তখন তাঁর শূন্যতা কেবলই অনুশোচনায় ভরিয়ে তুলবে মন। বাবা যখন বেঁচে আছেন, তখনই তাঁর হাতে ভালোবাসা আর সম্মান তুলে দিন। কারণ মৃত্যুর পর চোখের পানি নয় — জীবিত অবস্থায় ভালোবাসাই সবচেয়ে বড় উপহার।"

22/06/2025

তোমার একটি সাহায্যের হাত বদলে দিতে পারে কারো জীবন। এসো, আমরা সবাই মিলে গড়ি একটি ভালোবাসায় ভরা সমাজ।”

**"মানুষ যখন বুড়ো হয়, তখন তার জীবনের অভিজ্ঞতা, ত্যাগ, আর ভালোবাসার কোনো মূল্য থাকে না—সন্তান হোক বা পাড়া-প্রতিবেশী, ব...
21/06/2025

**"মানুষ যখন বুড়ো হয়, তখন তার জীবনের অভিজ্ঞতা, ত্যাগ, আর ভালোবাসার কোনো মূল্য থাকে না—সন্তান হোক বা পাড়া-প্রতিবেশী, বেশিরভাগের কাছেই তিনি হয়ে ওঠেন বোঝা।
যেমনভাবে একসময় ঘর আলোকিত করা বাতি পুরোনো হলে তাকে বদলে ফেলা হয়, ঠিক তেমনিই মানুষকেও ফেলে দেওয়া হয় তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে।

এ যেন এক নির্মম নিয়ম—কোনো কিছুর বয়স বাড়লেই তার প্রতি শ্রদ্ধা আর গুরুত্ব কমে যায়।
যা একদিন অমূল্য ছিল, সময়ের সঙ্গে সেই জিনিসটাই হয়ে যায় অবহেলার পাত্র।

কিন্তু আমরা ভুলে যাই—যে গাছটা আজ ছায়া দেয়, ফল দেয়, সেই গাছও একদিন একটি ছোট চারা ছিল, এবং আজকের এই গৃহে শান্তির বাতাস যে বয়, তা কোনো এক বৃদ্ধের সংগ্রামে গড়া।
সময় এসেছে—আমরা যেন শুধুই নতুনকে নয়, পুরাতনকেও ভালোবাসতে শিখি।
কারণ তারা না থাকলে, আজকের এই 'আমি' কখনো গড়ে উঠতাম না।"**

👉 "খারাপ কাজ করে কখনো গর্ব নয়, বরং সময় থাকতে নিজেকে সংশোধন করাই প্রকৃত সাহসিকতা।"
19/06/2025

👉 "খারাপ কাজ করে কখনো গর্ব নয়, বরং সময় থাকতে নিজেকে সংশোধন করাই প্রকৃত সাহসিকতা।"

19/06/2025

"সময় থাকতে মা-বাবার কদর করুন। আজ যারা বকা দেয়, তারাই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যখন তারা থাকবে না, তখন আর কিছুই করার থাকবে না… শুধু কান্না আর অনুশোচনা।"
😢

17/06/2025

বাবার কাছে চাঁদা-বাজি


নতুন ভিডিও আজ সন্ধ্যা ৭ টায়চোখ রাখুন   পেজে
17/06/2025

নতুন ভিডিও আজ সন্ধ্যা ৭ টায়
চোখ রাখুন পেজে

Address


Telephone

+8801787752754

Website

Alerts

Be the first to know and let us send you an email when BongoToon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BongoToon:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share