শেরপুর প্রেসক্লাব, বগুড়া

শেরপুর প্রেসক্লাব, বগুড়া @শেরপুর প্রেসক্লাব, বগুড়া ।

জাতীয় দৈনিক আজকালের খবর এ প্রকাশিত
11/10/2024

জাতীয় দৈনিক আজকালের খবর এ প্রকাশিত

05/10/2024

শেরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধু নিহত।
বিস্তারিত কমেন্টে

04/10/2024
ইটভাটার জালানি ঘর তৈরীর উপকরণ কিংবা সনাতন নৌকা বিভিন্ন কারনে বছরের পর বছর দেশজুরে কমেছে তালগাছে সংখ্যা। বাস্ততন্ত্রের ভা...
04/10/2024

ইটভাটার জালানি ঘর তৈরীর উপকরণ কিংবা সনাতন নৌকা বিভিন্ন কারনে বছরের পর বছর দেশজুরে কমেছে তালগাছে সংখ্যা। বাস্ততন্ত্রের ভারসাম্যহীনতা ও জলবায়ু পরিবর্তনের কারছে আশংঙ্কা জনকভাবে বেড়েছে বজ্রপাত ও প্রাণহানি বিরুপ প্রভাব পড়ছে প্রাণ প্রকৃতিতে। পরিস্থিতি উন্নয়নে খানপুর ইউনিয়নের শুবলি থেকে চাঁনপুর পর্যন্ত রাস্তার দুই পাশদিয়ে তালগাছ রোপনের উদ্যোগ।

শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিকের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল। সময়: আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর)...
26/09/2024

শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিকের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল। সময়: আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধা: ৬টা ৩০মিনিট। স্থান: শেরপুর প্রেসক্লাব কার্যালয়। যথা সময়ে সকল সদস্যের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

আহবানে-
সভাপতি নিমাই ঘোষ,
সাধারণ সম্পাদক- আব্দুল মান্নান।
বার্তা প্রেরক: দপ্তর সম্পাদক- আব্দুল ওয়াদুদ।

গত ১২ সেপ্টেম্বর শেরপুর প্রেসক্লবে এসি প্রদান করেন, শেরপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাওলানা রুস্তম আলী ছোট সন্তান ...
16/09/2024

গত ১২ সেপ্টেম্বর শেরপুর প্রেসক্লবে এসি প্রদান করেন, শেরপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাওলানা রুস্তম আলী ছোট সন্তান ক্যাপ্টেন এ বি এম ফখরুল ইসলাম।

15/09/2024
জামায়াতে ইসলামী বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে ল্যাপটপ উপহার দিলেন শেরপুর প্রেসক্লাবে।
15/09/2024

জামায়াতে ইসলামী বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে ল্যাপটপ উপহার দিলেন শেরপুর প্রেসক্লাবে।

শেরপুর প্রেসক্লাব, বগুড়া। #শেরপুর,  #বগুড়া।
10/09/2024

শেরপুর প্রেসক্লাব, বগুড়া।

#শেরপুর, #বগুড়া।

26/08/2024
20/08/2024

বগুড়াসহ ২৫ জেলার ডিসি প্রত্যাহার

13/08/2024

দেশ স্বাধীন করেছে ছাত্ররা, ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা- ভাংচুরকৃত শেরপুর প্রেসক্লাব দেখতে এসে এসব কথা বলেন, সাবেক এমপি জি এম সিরাজ
------------------
জনগণনের বিরুদ্ধে কাজ করছেন কিছু সাংবাদিক। তারা এক সময় চাইকেল চালাতো আজ দামি দামি গাড়িতে চড়ে বেড়াচ্ছে। মিডিয়া জনগনের বিরুদ্ধে কাজ করার কারণে জনগনের ব্যপক ক্ষোভ রয়েছে মিডিয়ার উপর। আর এই ক্ষোভ থেকেই গত ৪ আগষ্ট বগুড়ার শেরপুর প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। তবে প্রকৃত দেশপ্রেমিক ছাত্ররা। তারা ভাংচুর লুটপাট করেনি দেশ স্বাধীন করেছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুর দেড়টায় শেরপুর প্রেসক্লাব এসে এসব কথা বলেন সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রেী কমিটির সদস্য মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, সহ সভাপতি মাহবুবুর আলম হিরু, উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, যুবদলের যুগ্ম আহবায়ক সবাইদুল ইসলাম প্রমুখ।

Address

Sherpur Busstand, Sherpur, Bogra, Sherpur
Bogra
5840

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেরপুর প্রেসক্লাব, বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share