24/07/2025
সান্তাহার থেকেই শাহাগোলা গিয়ে অনেকেই খেয়েছেন, শাহাগোলা স্টেশনে শামীম ভাইয়ের মালাই চা। আমরা যখন তার সাথে কথা বলেছিলাম তখন তিনি মটকা চা বানাতেন না। ওই সময় তিনি কাঁচের কাপেই চা পরিবেশন করতেন। আর চায়ের দাম ছিল ২০ টাকা। ভাইরালও হোননি তখন। বর্তমানে তিনি বেশ ভাইরাল এবং তার মালাই চায়ের পাশাপাশি মাটির কাপে মটকা চাও বেশ জনপ্রিয়তা পেয়েছে...