দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

  • Home
  • Bangladesh
  • Bogra
  • দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

দি পাথফাইন্ডার পাবলিকেশন্স The Pathfinder Publications is a book publisher with the aim to promote writer with values. Our books are available across Bangladesh.

বইটয় রাজ্য অসংখ্য ধন্যবাদ “আমি জামিলা বলছি” বইটির  রিভিউ দেওয়ার জন্য।🌸ছোট্ট মিষ্টি বন্ধুরা, তোমাদের জন্য নতুন ঘোষণা। সত্...
30/06/2025

বইটয় রাজ্য অসংখ্য ধন্যবাদ “আমি জামিলা বলছি” বইটির রিভিউ দেওয়ার জন্য।

🌸ছোট্ট মিষ্টি বন্ধুরা,
তোমাদের জন্য নতুন ঘোষণা।
সত্য ঘটনা অবলম্বনে সুপরিচিত লেখিকা শ্রদ্ধেয় নাসরিন আক্তার আব্বাসীর ছোটদের জন্য এবারের গল্পের বই “আমি জামিলা বলছি”।
ঘটনাটি জামিলাদের পরিবারের। তাদের বাড়ি বদল করে নতুন বাড়িতে যাবার, সেখানে অনেক মানুষের সাথে পরিচয় হবার, প্রকৃতি দেখার-সাপ, ব্যঙ, গন্ধরাজ, চামেলী রসিকলালের কথা।
নামাজ শুরুর দিন, কবরের কথা, মা বাবার সাথে ভালো ব্যবহার সবকিছুই আছে জামিলাদের প্রতিদিনের জীবনে।
কিন্তু শেষ পাতাটা পড়ে চোখটা কান্নায় ভিজে গেল কেন?
জামিলাদের ছোট্ট ছিমছাম বাড়িটা, যেখানে তাদের হাসি খুশি পরিবার থাকতো সেটা কেন ধ্বংসস্তূপে পরিণত হলো? কোথায় হারিয়ে গেল জামিলা, মঞ্জিলা ও তাদের ছোট ভাই, আব্বু আম্মু?
আমাদের জীবনেও কি এমন ঘটনা আছে?
কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো মুরুব্বী বা কোনো পরিবার এমনিভাবে জুলুমে শেষ হয়ে যায়?
আরো ভালো লাগে লেখিকার শব্দ গাঁথুনি ও উপমাগুলো। কি চমৎকার সাবলীল।মনে হচ্ছে চোখের সামনে যেনো দেখছি। এমনও হতে পারে কোনো একদিন এই ঘটনা নিয়ে সিনেমা তৈরি হবে।
✔️বইয়ের নাম:আমি জামিলা বলছি
✔️লেখক: নাসরিন আকতার আব্বাসী
✔️রঙ: সাদা কালো
✔️পৃষ্ঠা: ৬৪
✔️দাম:১৮০/
✔️ডিসকাউন্ট মূল্য:১০০/
✔️বাঁধাই: আর্ট কার্ড
✔️বয়স: ৭ বছর বা বেশি
✔️সাইজ: ৮x ৫ ইঞ্চি(প্রায়)
✔️প্রকাশনায়: দি পাথফাইন্ডার পাবলিকেশন্স

আর মাত্র একদিন মানে আগামীকাল প্রি-অর্ডার শেষ হবে ৷ যারা অর্ডার করেননি এখনো, করে ফেলুন প্রিয় ভাই ও বোনেরা ৷ নিজের বাচ্চাদ...
29/06/2025

আর মাত্র একদিন মানে আগামীকাল প্রি-অর্ডার শেষ হবে ৷
যারা অর্ডার করেননি এখনো, করে ফেলুন প্রিয় ভাই ও
বোনেরা ৷ নিজের বাচ্চাদের জন্য কিনুন,আত্মীয়-স্বজন
ও পরিচিতজনদের বাচ্চাদেরকে উপহার দিন ৷

একজন লেখক তার সর্বোচ্চটা দিয়ে সমাজে গুরুত্বপূর্ণ
মেসেজ দেন ৷ প্রকাশক তা সাজিয়ে গুছিয়ে আপনাদের হাতে তুলে দিতে আহ্বান জানায় ৷ বই পড়ুয়া জাতি তৈরি করতে
হলে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকা জরুরী ৷ যেসব পরিবার
বই কিনতে চান না,তাদের বাচ্চাদেরকে উপহার দিয়ে আগ্রহী করে তুলতে পারলে আপনিও সাওয়াব পাবেন ৷

খুব সামান্য ব্যয়ে আসুন সবাই মিলে বাচ্চাদের হাতে বই
তুলে দেই ৷

আলহামদুলিল্লাহ আমি জামিলা বলছি" এখন আমার হাতে ৷ জামিলাখুব ফুল পছন্দ করে,প্রতিবেশি চামেলীর দেওয়া ফুল সেযত্নের সাথে পানিতে...
26/06/2025

আলহামদুলিল্লাহ

আমি জামিলা বলছি" এখন আমার হাতে ৷ জামিলা
খুব ফুল পছন্দ করে,প্রতিবেশি চামেলীর দেওয়া ফুল সে
যত্নের সাথে পানিতে রেখে দিতো ৷ তার কাছে এই পানির ঘ্রাণ খুব ভালো লাগতো বলে ৷ তাই ফুলের সাথেই ছবি তুললাম ৷

"ফুল যে ভালোবাসে,তার মনটাও ফুলের মত হয় ৷"

যারা যারা অর্ডার করেছেন,অথচ ঠিকানা দেননি ৷ ঠিকানা
দিয়ে দিন প্লিজ ৷ ইনবক্সে পেমেন্ট করার বিষয়ে সব জানিয়ে দিবে ইনশাআল্লাহ ৷

পরবর্তী আকর্ষণ
25/06/2025

পরবর্তী আকর্ষণ

বিশ্ব নবি মুহাম্মদ সা.- এর আবির্ভাব ঘটেছিল এমন এক পরিস্থিতিতে যখন সমগ্র মানব জাতি ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। কোথাও চলছিল...
25/06/2025

বিশ্ব নবি মুহাম্মদ সা.- এর আবির্ভাব ঘটেছিল এমন এক পরিস্থিতিতে যখন সমগ্র মানব জাতি ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। কোথাও চলছিলো পাশবিকতা ও হিংস্রতা, কোথাও শিরক ও পৌত্তলিকতার অভিশাপ সভ্য জীবনের সর্বনাশ সাধন করেছিল। ক্ষমতাশীলদের লোমহর্ষক জুলুম নির্যাতন আর নির্মম শোষণে সাধারণ মানুষের করুণ আর্তনাদকে দেখেও কেউ ব্যথিত হতো না। দুর্বল,অসহায়দের অভাব-অভিযোগ, দুঃখ-কষ্ট ও বিপদ-মুসিবত নিয়ে কারো কোনো সহানুভূতি, ভাবনা ও সমাধানের ইচ্ছা ছিল না ।

প্রতিনিয়ত যুদ্ধ-বিগ্রহ, সংঘাত-সংঘর্ষ বিদ্রোহ সংঘটিত হতো। ধর্মীয় উপদলগুলো পরস্পরের রক্ত ঝরাতো। তাই যখন সারা বিশ্ব জুড়ে ইতিহাসের ভয়াবহ বীভৎস অরাজকতা দেখা দিলো, তখন সেই অরাজকতার ঘুটঘুটে অন্ধকারে
আকস্মিক ভাবে জ্বলে উঠলো মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবির আলোর মশাল । সে মশাল সমকালীন সামাজিক বিপর্যয়ে অন্ধকারের বুক চিরে চতুর্দিক করলো উদ্ভাসিত। তাঁর আগমনের উদ্দেশ্য সম্পর্কে মহান আল্লাহ বলেছেন- “আমরা
আপনাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে এবং আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহবানকারী ও উজ্জ্বল প্রদীপ হিসেবে।”
(আল কুরআন: ৩৩:৪৫-৪৬)

"স্বপ্নীল উদ্যান" বই থেকে ৷

বই: স্বপ্নীল উদ্যান
লেখক: হাছনা বিনতে বোরহান
পৃষ্ঠা:১৫২
📗মুদ্রিত মূল্যঃ ২২০৳
📗ছাড়মূল্যঃ ১৩২৳
কুরিয়ার চার্জ: ৫০/(সর্বমোট:১৮২/)
হোম ডেলিভারি: ৯০/ (সর্বমোট:২২২/)
অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন ৷

অসময়ে আবার এলাম প্রিয় পাঠক ভাই ও বোনেরা প্রি-অর্ডার পোস্টে বলিনি কবে শেষ হবে ? ভাবলাম মনে করিয়ে দেই যে ছাড়ে এখন পাচ্ছেন ...
25/06/2025

অসময়ে আবার এলাম প্রিয় পাঠক ভাই ও বোনেরা

প্রি-অর্ডার পোস্টে বলিনি কবে শেষ হবে ?
ভাবলাম মনে করিয়ে দেই যে ছাড়ে এখন পাচ্ছেন ৷
প্রি-অর্ডার শেষ হলে আফসোস্ করবেন ৷

তাই যার যত কপি লাগবে,অর্ডার করে ফেলুন প্রিয়রা ৷
এ মাসের ৩০ তারিখ পর্যন্ত প্রি-অর্ডার চলবে ৷ আজই
আপনার কাঙ্খিত কপির জন্য অর্ডার করে ফেলুন ৷

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ৷প্রিয় ভাই ও বোনেরা,            "আমি জামিলা বলছি" বইটির প্রি-অর্ডার নিয়ে হাজির হলো আপনা...
23/06/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ৷

প্রিয় ভাই ও বোনেরা,
"আমি জামিলা বলছি" বইটির প্রি-অর্ডার নিয়ে হাজির হলো আপনাদের প্রিয় প্রকাশক ৷ আশাকরি
সোনামণিদের উপহার হিসেবে সুন্দর একটি বই পাবেন
প্রিয়রা ৷

বইটির পাঠক ছোট সোনামণিরা হলেও তারা এখনও
অর্ডার করতে শিখেনি ৷ ফলে তাদের বাবা-মা'দের সেই
দায়িত্ব পালন করতে হচ্ছে ৷ তূলনামূলক ছোটদের সাথে
আমার বন্ধুত্ব বেশি,ওরা অর্ডার করতে পারলে ২/৪ হাজার
কপি বই প্রচ্ছদ দেখেই অর্ডার করে ফেলতো ৷ প্রচ্ছদ
শিল্পীর প্রশংসা করতেই হয়,মাশাআল্লাহ ৷

বইটিতে সোনামণিদের কথা ভেবে প্রতিটি গল্পের শুরুতে প্রাসঙ্গিক ছবি দেওয়া আছে,কভারে ফ্ল্যাপ থাকায় সৌন্দর্য আরও বেড়েছে,সাথে তো বুকমার্ক থাকছেই ৷

জামিলা তার বক্তব্যে সমাজের কথা এনেছে,সমাজে অন্যদের সাথে কেমন আচরণ করা উচিত গল্পে গল্পে বুঝিয়ে দিয়েছে ৷ পারিবারিক সম্পর্কের মধুরতা নিয়েও নানা গল্প
সাজিয়েছে যাতে কোনো কৃত্রিমতা নেই ৷ ধর্মীয় মূল্যবোধ
নিয়ে আলোচনায় কুরআন ও হাদিসের উদাহরণ টেনেছে ৷
নবিজির জীবনের গল্পও সুন্দরভাবে তুলে ধরেছে ৷ আবার
ফুল,পাখি,পোকা,মাছ,সাপ ব্যাঙের গল্প আনতেও ভুলেনি
সে ৷ এমন অনেক অনেক বিষয় যা শিক্ষণীয় ৷

বইটির মূল লেখক "নাসরিন আকতার আব্বাসী" যিনি
তার দরদভরা শব্দের গাঁথুনি দিয়ে শিশু উপন্যাসটি
লিখলেও সব বক্তব্য জামিলাকে দিয়ে উপস্থাপন করেছেন ৷
এটি তার কৌশল বললে ভুল হবে না ৷ ভবিষ্যতে হয়তো
আরও কোনো নামে সোনামণিদের জন্য নতুন কিছু লিখবেন
প্রত্যাশা রইলো ৷

আগ্রহীদের জন্য সুখবর হলো এত এত সাজের মূল্য
মাত্র ৯৯/ টাকা,সাথে চার্জ প্রযোজ্য ৷ কমেন্টে চাহিদা
জানিয়ে ইনবক্সে ঠিকানা দিলেই চলে যাবে জামিলা তার
কথা নিয়ে ৷ পেমেন্টের বিষয়টি ইনবক্সে জানিয়ে দিবে
ইনশাআল্লাহ ৷

ক'দিন আগের পোস্টে বিজয়ীদের প্রত্যেককে নক করারপরও এখনো কেউ কেউ চার্জ না পাঠানোর ফলে তারা বাকি রয়ে গেছে ৷ বইপ্রেমীদের আরও ...
23/06/2025

ক'দিন আগের পোস্টে বিজয়ীদের প্রত্যেককে নক করার
পরও এখনো কেউ কেউ চার্জ না পাঠানোর ফলে তারা
বাকি রয়ে গেছে ৷ বইপ্রেমীদের আরও তৎপর হলে ভালো
লাগবে ৷
যারা যারা বই হাতে পেয়েছেন,পাথফাইন্ডারের পেইজে
ছবিসহ পোস্ট দিন প্লিজ সাথে উপহারদাতাকে ধন্যবাদ
জানাতে ভুলবেন না ৷
সবার জন্য দু'আ রইলো ৷ দু'আ করবেন ৷

17/06/2025

যারা ১৫ জনের মধ্যে আছেন,দয়া করে তারাই শুধু চার্জ ও ঠিকানা দিবেন ৷ অফিস স্ক্রিনশর্ট দিয়ে রেখেছে,মিলিয়ে নিবে ৷

17/06/2025

প্রথম ১৫ জন ইনবক্সে সালাম দিয়ে রাখুন প্লিজ ৷ বিকাশ নং দিয়ে রাখবো ইনশাআল্লাহ ৷

আমার অতি স্নেহের লেখক ও অনুবাদক আলী আহমাদমাবরুরের লেখা বইটি ১৫ জন পাঠককে উপহার হিসেবেদিতে চাচ্ছেন আরেক বই পাগল Syed Shah...
17/06/2025

আমার অতি স্নেহের লেখক ও অনুবাদক আলী আহমাদ
মাবরুরের লেখা বইটি ১৫ জন পাঠককে উপহার হিসেবে
দিতে চাচ্ছেন আরেক বই পাগল Syed Shaheduzzoha
ভাই (অবসরপ্রাপ্ত মেজর)যিনি বেশ কয়েকবার উপহার পর্বে
অনেক পাঠককে বই দিয়েছেন ৷

বেশ ক'টা ছবি দেখছেন বইটির,নিশ্চয়ই নামটা জানা
হয়ে গেছে ৷ পছন্দনীয় বই আমার কাছে মূল্যবান সম্পদ, এভাবে ছবি তুলতে ভালো লাগে বলে ভোর বেলায় ছবি তুলেছি ৷ "
উপহারের বইটির নাম হলো "অল্প আমল বেশি সাওয়াব" ৷ বইটি পড়ার পর সাইদ ভাইয়ের ভালো লাগায় আমাকে পোস্ট দিয়ে ১৫জন নতুন পাঠককে উপহার হিসেবে পাঠানোর ব্যবস্থা করতে বলেছেন ৷ আমিও সুযোগটা নিয়ে নিলাম,তবে আমি বাদে ১৫জন উপহার পাচ্ছেন ৷

এর আগে যারা উপহার পেয়েছেন,এবার তারা না নিয়ে
নতুনদেরকে পাবার সুযোগ করে দিন প্রিয় পাঠক
ভাইবোনেরা ৷ অনেক অনেক পাঠক তৈরির এই পরিকল্পনাকারী ভাইটির প্রত্যাশা পূরণে আশাকরছি
আপনারাও সহযোগিতা করবেন ৷

এখন অপেক্ষা করতে থাকি কে কে এই ১৫ জন ?
পোস্টের প্রথম ১৫ জন "বইটি পেতে চাই" লেখা কমেন্টকারীরাই বইটি উপহার পাবেন ৷ বিজয়ীদের জন্য
ছোট্ট শর্ত, কুরিয়ার চার্জটি আপনাদের যা ইনবক্সে বিকাশ নম্বর নিয়ে পাঠিয়ে ঠিকানা দিবেন,বই চলে যাবে
ইনশাআল্লাহ ৷

বই: অল্প আমল বেশি সাওয়াব
লেখক: আলী আহমাদ মাবরুর
ধরন: পেপারব্যাক
পৃষ্ঠা সংখ্যা: ১৯২
প্রচ্ছদ মূল্য: ২৮০/

একটি বিষয় বলা হয়নি ৷ কুরিয়ার চার্জ শহরের জন্য
৫০/ টাকা ৷ কিন্তু শহর থেকে দূরে কোথাও বা উপজেলায়
অতিরিক্ত ফি লাগবে,যা আলোচনা সাপেক্ষে দিলেই হবে ৷

(ছবি সুন্দর না হলেও বইটি কিন্তু চমৎকার)

16/06/2025

আমি কিন্তু ভুলি নাই প্রিয় ভাইবোনেরা ৷ ঠিক চলে আসবো ইনশাআল্লাহ ৷

Address

Bogra

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

8801711483499

Website

Alerts

Be the first to know and let us send you an email when দি পাথফাইন্ডার পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দি পাথফাইন্ডার পাবলিকেশন্স:

Share

Category