
30/06/2025
বইটয় রাজ্য অসংখ্য ধন্যবাদ “আমি জামিলা বলছি” বইটির রিভিউ দেওয়ার জন্য।
🌸ছোট্ট মিষ্টি বন্ধুরা,
তোমাদের জন্য নতুন ঘোষণা।
সত্য ঘটনা অবলম্বনে সুপরিচিত লেখিকা শ্রদ্ধেয় নাসরিন আক্তার আব্বাসীর ছোটদের জন্য এবারের গল্পের বই “আমি জামিলা বলছি”।
ঘটনাটি জামিলাদের পরিবারের। তাদের বাড়ি বদল করে নতুন বাড়িতে যাবার, সেখানে অনেক মানুষের সাথে পরিচয় হবার, প্রকৃতি দেখার-সাপ, ব্যঙ, গন্ধরাজ, চামেলী রসিকলালের কথা।
নামাজ শুরুর দিন, কবরের কথা, মা বাবার সাথে ভালো ব্যবহার সবকিছুই আছে জামিলাদের প্রতিদিনের জীবনে।
কিন্তু শেষ পাতাটা পড়ে চোখটা কান্নায় ভিজে গেল কেন?
জামিলাদের ছোট্ট ছিমছাম বাড়িটা, যেখানে তাদের হাসি খুশি পরিবার থাকতো সেটা কেন ধ্বংসস্তূপে পরিণত হলো? কোথায় হারিয়ে গেল জামিলা, মঞ্জিলা ও তাদের ছোট ভাই, আব্বু আম্মু?
আমাদের জীবনেও কি এমন ঘটনা আছে?
কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো মুরুব্বী বা কোনো পরিবার এমনিভাবে জুলুমে শেষ হয়ে যায়?
আরো ভালো লাগে লেখিকার শব্দ গাঁথুনি ও উপমাগুলো। কি চমৎকার সাবলীল।মনে হচ্ছে চোখের সামনে যেনো দেখছি। এমনও হতে পারে কোনো একদিন এই ঘটনা নিয়ে সিনেমা তৈরি হবে।
✔️বইয়ের নাম:আমি জামিলা বলছি
✔️লেখক: নাসরিন আকতার আব্বাসী
✔️রঙ: সাদা কালো
✔️পৃষ্ঠা: ৬৪
✔️দাম:১৮০/
✔️ডিসকাউন্ট মূল্য:১০০/
✔️বাঁধাই: আর্ট কার্ড
✔️বয়স: ৭ বছর বা বেশি
✔️সাইজ: ৮x ৫ ইঞ্চি(প্রায়)
✔️প্রকাশনায়: দি পাথফাইন্ডার পাবলিকেশন্স