ইসলাম শান্তির ধর্ম

ইসলাম শান্তির ধর্ম সবসময় মনে রাখবেন আল্লাহ আপনার সকল কৃতকর্মের হিসাব নিবেন একদিন ।

09/07/2025
29/03/2025

#মা বাবার জন্য দোয়া করা প্রত্যেক সন্তানের দায়িত্ব।
رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ ٤١﴾
[ابراهيم: ٤١]

উচ্চারণ : রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিল মু’মিনিনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।

অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! রোজ কিয়ামতে আমাকে, আমার পিতা-মাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন।’
আমিন।

29/03/2025

🌙গত রমজানে ভেবেছিলেন অনেক কিছু শিখবেন, নিজের পরিবর্তন করবেন তবে হয়ে ওঠেনি।🤔

এই রমজানেও কি সেই আফসোস করবেন❓
এখনো সময় আছে চাইলে আজ থেকে নিজের দক্ষতা উন্নয়নে সময় দিতে পারেন, নিজেকে পরিবর্তন করতে পারেন।

জীবন আপনার সিদ্ধান্ত আপনার তবে ভেবে দেখবেন যেনো আফসোস না করতে হয় বারবার।⚠️

28/03/2025

*২৭ রমজান ১৪৪৬*
*28 মার্চ 2025*
*শুক্রবার يوم الجمعة*

_সায়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি জুব্বা ছিল যা তিনি বিশেষভাবে ঈদের দিন এবং জুমার দিনে পরিধান করতেন।

*_(সহীহ ইবনে খুজাইমাহ 1766)_*

আজ শুক্রবারের শুভ দিন, আসুন:

1. সূরা কাহাফ তেলাওয়াত করুন।
2. উদগ্রীব দুআতে নিয়োজিত।
3. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রচুর দুরূদ/সালাওয়াত পাঠ করুন।
*সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম*

28/03/2025

⭕ অধিক সম্ভাবনাময় লাইলাতুল কদরের রাতে এবং সারা রমাদ্বান মাস জুড়ে যেই তাসবীহগুলো সর্বদা অধিক পরিমানে পাঠ করা যেতে পারে তার একটি সংক্ষিপ্ত লিস্ট নিম্নে উপস্থাপণ করা হলোঃ-

🔲 আপনারা সকলেই নিয়মিত তাসবীহগুলো পাঠ করবেন এবং তাসবীহগুলো কপি করে সংগ্রহ করে রাখবেন। মহান আল্লাহ তা'য়ালা ১ বার তাসবীহ পাঠ করার বিনিময়ে ৭০০ গুন পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিবেন ইন শা আল্লাহ 💝✅

🔸 “সুবহা-নাল্ল-হ”

🔹 “আলহামদুলিল্লাহ”

🔸 “লা~ ইলাহা ইল্লাল্ল-হ”

🔹 “আল্ল-হু আকবার”

🔸 “সুবহা-নাল্ল-হি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা- ইলাহা ইল্লাল্ল-হু ওয়াল্ল-হু আকবার”

🔹 “সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদীহী”

🔸 “সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদীহী, সুবহা-নাল্ল-হিল 'আঊযীম”

🔹 “সুবহা-নাল্ল-হিল 'আঊযীম ওয়াবিহামদীহী”

🔸 “আস্তাগফিরুল্ল-হ”

🔹 “আস্তাগফিরুল্ল-হাল্লাযি লা- ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ক্বুউওয়াতা ইল্লা বিল্লাহিল 'আলিয়্যিল 'আঊযীম”

🔸 “লা হাওলা ওয়ালা 'ক্বুউওয়াতা ইল্লা বিল্লাহ্”

🔹 “লা- ইলাহা ইল্লাল্ল-হু ওয়াহ্দাহু লা- শারীকালাহু, লাহুল মূলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া 'আলা কুল্লি শাইইন ক্বদির”

🔸 “ইয়া রব্বি লাকাল হামদু কামা- ইয়ামবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া 'আঊযিমি সুলতনিক”

🔹 “আল্ল-হুম্মা আংতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবা-রকতা ইয়া- যাল জালা-লী ওয়াল ইক্বরম”

🔸 “আল্ল-হুম্মা আজিরনী মিনান নার”

🔹 “আল্ল-হুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা, ওয়া না'ঊজুবিকা মিনান নার”

🔸 “আল্ল-হুম্মা সল্লি 'আলা মুহাম্মাদ, ওয়া 'আলা আ~লি মুহাম্মাদ”

🔹 “আল্ল-হুম্মা সল্লি'আলা মুহাম্মাদ, আল্ল-হুম্মা বা-রিক 'আলা মুহাম্মাদ”

🔸 আল্ল-হুম্মা সল্লি ওয়াসাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ

🔹 “ওয়াস সলাতু ওয়াস সালামু 'আলা রসূলিল্লাহ”

🔸“সল্লাল্ল-হু 'আলাইহি ওয়াসাল্লাম”

🔹 “ক্বুলহুওয়াল্ল-হু আহাদ, আল্ল-হুস সমাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ”, প্রতি ১০ বার পাঠ করার ফলে জান্নাতে ১ টি করে বাড়ি নির্মান করা হবে। [হাদীস সম্ভার- ১৪৪৮]

🔸 “আল্ল-হুম্মা ইন্নাকা 'আফুউঊন কারী-ম, তুহিব্বুল 'আফওয়া ফা'আফু 'আন্নী”

🔹 “সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদিহী 'আদাদা খলক্বিহী, ওয়ারিদ্ব- নাফসিহী, ওয়াযিনাতা 'আরশিহী, অমিদা-দা কালিমা-তিহ্”

🔸 “আল্ল-হুম্মা আ'ইন্নি 'আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি 'ইবাদাতিকা”

🔹 “রদ্বীনা- বিল্লাহি রব্বা-, ওয়াবিল ইসলামি দ্বীনা- ওয়াবি মুহাম্মাদিন রসূলা-”

🔸 “আল্ল-হু আকবার কাবীরন ওয়ালহামদুলিল্লাহি কাছিরন ওয়া সুবহা-নাল্ল-হি বুকরতাও ওয়া আছিলা”

🔸 '“আল্ল-হু আকবার আল্ল-হু আকবার, লা~ ইলাহা ইল্লাল্ল-হু, ওয়াল্ল-হু আকবার আল্ল-হু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ”

🔹 “আল্ল-হুম্মাগফিরলী ওয়ালিল মুসলিমীন, আল্ল-হুম্মাগফিরলী ওয়ালিল মু'মিনীন”।

➡️ বাংলায় উচ্চারণের ক্ষেত্রে এই [ ' ] চিহ্নটি দ্বারা আরবী হরফ আইনের উচ্চারণ এবং এই [ - ] চিহ্নটি দ্বারা ১ আলিফ টান দিয়ে পড়াকে বুঝানো হয়েছে।

⭕ উপরোক্ত তাসবীহগুলো দৈনিক কমপক্ষে ১০০ বার করে পাঠ করার চেষ্টা করবেন ইন শা আল্লাহ 💝✅

28/03/2025

রাসুলুল্লাহ ﷺ বলেছেন!
যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তা'আলা তার উপর দশবার রহমত বষর্ন করবেন
(মুসলিম-৮৯৮)আলহামদুলিল্লাহ 🕋 🕋সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 💙

🕌🕋জুমু'আর দিনের সুন্নাত সমূহঃ🕋🕌
১. গোসল করা (বুখারীঃ৮৭৭)
২.সূরা কাহফ পাঠ করা(বুখারীঃ৩/২৪৯)
৩. বেশি বেশি দুরুদ পাঠ করা(আবু দাউদঃ১০৪৭)
৪.ফজরের সালাতে সূরা সাজদা ও ইনসান পড়া(বুখারীঃ৮৯১)
৫. উত্তম পোশাক পরিধান করা ও সুগন্ধি লাগানো (বুখারীঃ৮৮৬)
৬. জুমুআর সালাতের জন্য তারাতাড়ি যাওয়া(বুখারীঃ৮৮১)
৭.মসজিদে প্রবেশ করে ২ রাকাত সালাত আদায় করে বসা(বুখারীঃ১১৬৭)
৮.মুসল্লীদের ইমামের দিকে মুখ করে বসা(তিরমিযীঃ৫০৯)
৯.নীরব থাকা ও খুতবা শোনা(বুখারীঃ৯৩৪)
১০. সূরা আলা ও গাশিয়া দিয়ে জুমুআর সালাত আদায় করা(মুসলিমঃ৮৮৭)
১১.জুমুআর সালাতের পর ২/৪ রাকাত নফল সালাত আদায় করা (মুসলিমঃ৯৩৪)
১২.বেশি বেশি দুয়া করা।বিশেষ করে আসরের শেষ দিকে(বুখারীঃ১০৪৮)🕌🕌🕌 আস্তাগফিরুল্লাহ

🕋আলহামদুলিল্লাহ 🕋
🕋আস্তাগফিরুল্লাহ🕋

সে সমস্ত লোক যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রুযী দিয়েছি তা থেকে ব্যয় করে।তারাই হল সত্যিকার ঈমানদার! তাদের জন্য রয়েছে স্বীয় পরওয়ারদেগারের নিকট মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রুযী।[আনফাল ৩:৪]

12/02/2025

আমাদেরকে সঠিক পথ দেখান,
তাদের পথ-যাদেরকে আপনি অনুগ্ৰহ দান করেছেন।
তাদের পথ নয়-যাদের উপর আপনার গজব পড়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

[সূরা ফাতিহা: ৬-৭]

12/02/2025

হে আমাদের রব!আমাদেরকে দুনিয়াতে কল্যান দিন আর আখেরাতেও কল্যান দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন🤲
সুরা আল বাকারা-২০১

12/02/2025

‎حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا قَرُبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُؤْمِنِ تَكْذِبُ وَأَصْدَقُهُمْ رُؤْيَا أَصْدَقُهُمْ حَدِيثًا وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ শেষ যমানায় মুমিন ব্যক্তির স্বপ্ন কদাচিৎ অবাস্তব হবে। তাদের মধ্যে যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্নও অধিক সত্য হবে। মুমিন ব্যক্তির স্বপ্ন নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। [৩২৪৯]

ফুটনোট: [৩২৪৯] সহিহুল বুখারী ৬৯৮৩, ৬৯৮৮, ৬৯৯০, ৭০১৭, মুসলিম ২২৬৩, ২২৬৪, ২২৬৬, তিরমিযী ২২৭০,২২৯১, আবু দাউদ ৫০১৭, ৫০১৯, আহমাদ ৭১২৮, ৭১৪৩, ৭৫৮৬, ২৭৩৭৮, ৮১১৪, ৮৩০১, ৮৬০১, ২৭২১৩, ২৭৩১৩, ১০২১২

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৯১৭
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

20/01/2025
21/12/2024

বোন একটু নিজেকেই প্রশ্ন করুন😒😒

17/12/2024

Address

Bogura

Telephone

+8801759088408

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলাম শান্তির ধর্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share