21/07/2025
উত্তরা মাইলস্টোন-এর বিমান দুর্ঘটনায় প্রচুর পরিমাণে ব্লাড ডোনার লাগতে পারে। ডোনার রা প্লিজ আগায় আসবেন। আল্লাহ সহায় হোক।
💢ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
💢কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
💢উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
💢কুয়েত মৈত্রী হাসপাতাল
💢উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
💢মনসুরআলী মেডিকেল কলেজ
রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।
হতাহতের কোনও নিশ্চিত সংখ্যা না জেনে কেউ ভুল তথ্য ছড়াবেন না।