
07/08/2024
বগুড়া বাসীর আসলেই কি কি চাওয়া উচিত:
১/ প্রথমেই বগুড়াবাসীর জন্য সবচেয়ে ভালো উপহার হতে পারে একটি পূর্ণাঙ্গ ইকোনোমিক জোন, যেখানে কমপক্ষে তিন থেকে পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। পুরো দেশের মতো বাংলাদেশেও বেকার সমস্যা অত্যন্ত প্রকট।
২/ বগুড়ায় একটি ইন্টারনেট সাইন্স এন্ড টেকনোলজি রিলেটেড পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রয়োজন। যে কোর্সগুলো বাংলাদেশে খুব কম জায়গায় পড়ানো হয় অথবা কোথাও পড়ানো হয় না সেই জাতীয় কোর্স এই বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত।
৩/ দীর্ঘ ৩০ বছর ধরেও যে এয়ারপোর্ট এখনো চালু হয়নি সেটি অত্যাধুনিক প্রযুক্তি সহ দ্রুত চালু করা উচিত। যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহনের ব্যবস্থা করা গেলে ব্যবসা-বাণিজ্যের অনেক প্রসার ঘটবে।
৪/ বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেল সংযোগ দ্রুত বাস্তবায়ন করা উচিত, শুধু তাই নয় বগুড়া থেকে ঢাকা পর্যন্ত অবশ্যই ডাবল লাইন হওয়া প্রয়োজন। তা না হলে এই রেল লাইন সাধারণ জনগণের তেমন কোন কাজে আসবে না। এবং বগুড়া থেকে ঢাকা পর্যন্ত দেশের প্রথম দ্বিতল বিশিষ্ট ট্রেন চালু করা যেতে পারে।
৫/ বগুড়া সারিয়াকান্দি থেকে জামালপুর পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু হওয়া প্রয়োজন। সেই সাথে বগুড়া থেকে সিলেট পর্যন্ত রেল সংযোগ। এর ফলে ব্যবসা-বাণিজ্যের বিপুল পরিবর্তন সাধিত হবে।
৬/ বিদেশ গমন ইচ্ছুকদের জন্য কারিগরি দক্ষতা ও ভাষা প্রশিক্ষণের জন্য পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র চালু করা উচিত।
৭/ প্রতিটি থানায় সরকারি উদ্যোগে সকল ক্যাটাগরির ফ্রিল্যান্সিং ট্রেনিং এর জন্য ট্রেনিং ইনস্টিটিউট চালু করা উচিত।
৮/ করতোয়া নদী পুনখন করে দুই পাশ দিয়ে দৃষ্টি নন্দন ওয়াকওয়ে ও আনন্দ বিনোদনের বিনোদনের উপকরণের ব্যবস্থা করা যেতে পারে।
৯/ পরিশেষে বগুড়া শহরের সৌন্দর্য বর্ধনের জন্য শহরের ভেতরের বাজার ও বিভিন্ন অফিস আদালত প্রতিষ্ঠান শহরের অদূর গতি স্থানে স্থাপন করে ডিসেন্টালাইজেশন এর মাধ্যমে সৌন্দর্য বর্ধন করা উচিত।