
08/09/2025
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ এলাকা থেকে কাজলী আক্তার (২২) নামের এক নববধূ নিখোঁজ হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ কাজলী আক্তার উপজেলার বড়ধাপ গ্রামের মোমিন ইসলাম শান্তর স্ত্রী এবং সুইট সাকিদারের পুত্রবধূ। প্রায় ৭ মাস আগে তাদের বিয়ে হয়। তার বাবার বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল থানার বানিয়াচাপড় গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি আর ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লাল রঙের থ্রি-পিস।
এ ঘটনায় পরিবার গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি কাজলী আক্তারের সন্ধান পান, তবে অতিসত্বর ০১৩০৮-৪৪৫২২২ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তার সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছে পরিবার।