22/03/2025
মানবতার আর্তনাদ
১/ "গাজায় প্রতিদিন ঝরছে রক্ত, নির্বিচারে মারা যাচ্ছে শিশু, নারী, বৃদ্ধ! আমরা কি শুধুই দর্শক হয়ে থাকবো? মানবতার পক্ষে দাঁড়ানোর সময় এখনই!"
২/ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন
"ফিলিস্তিনের শিশুগুলো বোমার শব্দে ঘুমায়, ধ্বংসস্তূপের মাঝে স্বপ্ন দেখে। এই কি আমাদের সভ্যতা? নিরবতা আর অন্যায়ের সমর্থন একই—তাই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন!"
৩/ ফিলিস্তিনের স্বাধীনতা হোক
"একটি জাতির অস্তিত্ব মুছে ফেলার চেষ্টায় যারা ব্যস্ত, তারা ভুলে গেছে—আকাশে সূর্য যেমন চিরন্তন, তেমনি ফিলিস্তিনও একদিন মুক্ত হবেই!"
৪/ গাজায় গণহত্যা চলছে
"যখন মিডিয়া নীরব, তখন নির্যাতন আরও ভয়ংকর হয়! গাজায় যা ঘটছে, তা শুধু যুদ্ধ নয়—এটা গণহত্যা! ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান, ন্যায়বিচারের পক্ষে থাকুন!"
৫/ প্রার্থনায় ফিলিস্তিন
"যুদ্ধ নয়, শান্তি চাই। মৃত্যু নয়, জীবন চাই। ধ্বংস নয়, ভালোবাসা চাই। ফিলিস্তিনের জন্য সবাই প্রার্থনা করুন।"