Mawa

Mawa welcome to the
Puran Bogura Online

20/03/2025
22/11/2024

মোকামতলা & বগুড়া 🏍️🏍️

03/08/2024

Bogura
বগুড়া সাথমাথা সপ্তবদী ওপর
#বগুড়া

03/08/2024

বগুড়া
#বগুড়া

আমার সোনার বাংলা🇧🇩🇧🇩আমি তোমার ভালো বাসি 🇧🇩🇧🇩🇧🇩
03/08/2024

আমার সোনার বাংলা🇧🇩🇧🇩
আমি তোমার ভালো বাসি 🇧🇩🇧🇩🇧🇩

জহির রায়হানের লেখা জনপ্রিয় উপন্যাস 'আরেক ফাল্গুন' পড়েছেন?সেখানে একটা খুব জনপ্রিয় লাইন আছে, 'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্...
03/08/2024

জহির রায়হানের লেখা জনপ্রিয় উপন্যাস 'আরেক ফাল্গুন' পড়েছেন?
সেখানে একটা খুব জনপ্রিয় লাইন আছে,

'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।'

পাঠক সমাজের অনেকেই মূল বই না পড়ে, এটাকে রোমান্টিক কোনো উপন্যাসের রোমান্টিক কোনো লাইন ভেবে নেয়।
অথচ সেই বইয়ের কাহিনী ছিলো ভিন্ন। সেই বইয়ে দেশের হয়ে আন্দোলন-রত শিক্ষার্থীদের কথা উঠে এসেছিলো। যেখানে ডেপুটি জেলার একপর্যায়ে গ্রেপ্তারকৃত ছাত্রদের সংখ্যা দেখে বিরক্তি নিয়ে বলেছিলো, এত ছেলে জায়গা দেব কোথায়?
কবি রসুল চিৎকার দিয়ে বলেছিলো 'জেলখানা আরো বাড়ান সাহেব। এত ছোট জেলখানায় হবে না।'
আরেকজন বলেছিলো,
"এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।"

আসলে এই লাইনকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য আজকের এই দৃশ্যের চাইতে সুন্দর কোনো উদাহরণ হতেই পারে না। এরচেয়ে সুন্দর সুযোগ হয়তো পাবোও না।

১ঃ৫৯ মিনিট || ১৫ জুলাই ২০২৪

.হ্যাঁ, সবই গুজব।আমিও গুজব ছড়াই।গল্প যেহেতু লিখতে পারছি না, গুজব লিখেই সময় কাটাই!
03/08/2024

.হ্যাঁ, সবই গুজব।
আমিও গুজব ছড়াই।
গল্প যেহেতু লিখতে পারছি না, গুজব লিখেই সময় কাটাই!

চাঁদ
16/07/2024

চাঁদ

বগুড়ায় হত্যা মামলার প্রধান আসামী সৈকত (২৩) গ্রেফতারমোঃ তাজুল ইসলাম (৭২), পিতা- মৃতঃ তছিম উদ্দিন সাং- আঁচলাই দারার পাড়, থ...
20/06/2024

বগুড়ায় হত্যা মামলার প্রধান
আসামী সৈকত (২৩) গ্রেফতার

মোঃ তাজুল ইসলাম (৭২), পিতা- মৃতঃ তছিম উদ্দিন সাং- আঁচলাই দারার পাড়, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া থানায় মোঃ সৈকত (২৩) পিতা- মোঃ সবুজ মিয়া সাং-চক ভোলাখা, থানা- শিবগঞ্জ জেলা-বগুড়া সহ এজাহারনামীয় আরও ০৫ (পাঁচ) জন ও অজ্ঞাতনামা ৪/৫ জন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে, বিবাদীগণের সাথে তার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ০১/০৫/২০২৪ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় চক-ভোলাখা গ্রামস্থ জনৈক ফজলার বাড়ির সামনে পৌছা মাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা বিবাদীগণ হাতে লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র সহযোগে অভিযোগকারীর স্ত্রী এবং ছেলেকে মারপিট করে। পরবর্তীতে অভিযোগকারী তার স্ত্রী ও সন্তানকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রজু হয়। যার নং-১২ তারিখ- ০১/০৫/২০২৪ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/ ৩২৫/ ৩২৬/৩০৭/ ৫০৬ পেনাল কোড ১৮৬০। চিকিৎসারত অবস্থায় অভিযোগকারীর স্ত্রী ফিরোজা মৃত্যুবরণ করলে ধারা- ৩০২ সংযোজন করা হয়। বর্ণিত মামলার এজাহারনামীয় ০১ নং আসামী মোঃ সৈকত (২৩) পিতা- মোঃ সবুজ মিয়া সাং-চক-ভোলাখা, থানা- শিবগঞ্জ জেলা-বগুড়া কে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প ও র‌্যাব ১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের এর যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে শিবগঞ্জ থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।

15/06/2024

বগুড়া সাতমাথায় ব্যাগ চো*র উরা ধুরা মার

Address

Bogura
Bogura
GABTOLI

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share