Hasan's Study Care

Hasan's Study Care একটি শিক্ষা সহায়ক ফেসবুক পেইজ।

21/09/2025

আলহামদুলিল্লাহ
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা।
Free Free Palestine.🇵🇸

Next ?
10/09/2025

Next ?

09/09/2025

শ্ন: এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-র কততম নির্বাচন অনুষ্ঠিত হয়-
উত্তর: ৩৮তম।
প্রশ্ন: ৩৮তম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ৯ সেপ্টেম্বর ২০২৫।
প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় কয়টি?
উত্তর: ৮টি।(বাকী ৩০টির ব্রিটিশ আমলে ১৪ টি ও পাকিস্তান আমলে ১৬টি)
প্রশ্ন: ডাকসু প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯২৪ সালে।
প্রশ্ন: ডাকসুর প্রথম নির্বাচন হয় কবে?
উত্তর: ১৯৫৩ সালে।
প্রশ্ন: ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন কে?
উত্তর: নুরুল হক নুর।
প্রশ্ন: ডাকসুর প্রথম ভিপি ছিলেন কে?
উত্তর: তোফায়েল আহমেদ।
প্রশ্ন: ডাকসুর মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: ২৫ জন।
প্রশ্ন: ডাকসুর সভাপতি কে হন?
উত্তর: উপাচার্য।
প্রশ্ন: ডাকসুর সহ-সভাপতি (VP) কে নির্বাচিত হন?
উত্তর: সাধারণ ছাত্রদের ভোটে নির্বাচিত প্রতিনিধি।
প্রশ্ন: ডাকসুর জিএস মানে কী?
উত্তর: জেনারেল সেক্রেটারি (সাধারণ সম্পাদক)।
প্রশ্ন: ডাকসুর এজিএস মানে কী?
উত্তর: সহ-সাধারণ সম্পাদক (Assistant General Secretary)।
প্রশ্ন: ডাকসু নির্বাচন পরিচালনা করে কারা?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রশ্ন: ১৯৯০ সালের পরে ডাকসু নির্বাচন বন্ধ ছিল কেন?
উত্তর: রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতা।
প্রশ্ন: ডাকসুর মূল কাজ কী?
উত্তর: ছাত্রদের স্বার্থ রক্ষা ও নেতৃত্বের বিকাশ।

collected from

09/09/2025

বিভিন্ন প্রকার কালচার(চাষ) 🩸আর ভুল হবে না |

১.মৌমাছি চাষ - এপিকালচার(Apiculture)
২.রেশম চাষ - সেরিকালচার (Sericulture)
৩.মৎষ চাষ - পিসিকালচার (Piciculture)
৪.পাখি চাষ - এভিকালচার (Aviculture)
৫.উদ্যান পালন - হর্টিকালচার ( Horticulture)
৬.ফল চাষ -পোমামকালচার(Pomamculture)
৭.ফুল চাষ - ফ্লোরিকালচার ( Floriculture)
৮.শাকসবজি চাষ - ওলেরিকালচার (Olericulture)
৯.হাস-মুরগীপালন- পোলট্রী ফার্মিং(Paultryfarming)
১০.পশুপালন -এনিম্যাল হাসবেন্ডারি(Animal
Husbandary)
১১.কেচো চাষ - ভার্মিকালচার(Vermiculture)
১২.মদের আংগুর চাষ-ভিটিকালচার(Viticulture) ©

09/09/2025

সরকারি চাকরিতে প্রবেশের বয়স আরও এক বছর বাড়িয়ে ৩৩ করা হচ্ছে!

তবে আমাদের দাবী ৩৫ বছর করা হোক।

05/09/2025

আস সালাতু আস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশজুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা–২০২৫ প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক বা নিম্নমাধ...
03/09/2025

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা–২০২৫ প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক বা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রতিটি বিষয়ে ১০০ নম্বর করে মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তি। পরীক্ষার্থীপ্রতি বোর্ড ফি ৪০০ টাকা এবং পরীক্ষার্থীপ্রতি কেন্দ্র ফি ২০০ টাকা।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা প্রকাশ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী (সপ্তম শ্রেণির সব প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে) জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। জাতীয় স্টিয়ারিং কমিটি সময়ে সময়ে এ সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবে

নম্বরপদ্ধতি

বাংলা ১০০, ইংরেজি ১০০, গণিত ১০০, বিজ্ঞান ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০, মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার সময় তিন ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক অনুসৃত প্রশ্নকাঠামো অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ধরনের বৃত্তির ৫০ শতাংশ ছাত্রদের ও ৫০ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা হবে।

নীতিমালায় বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে অন্য বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ভর্তি হয়ে থাকে, তাহলে তাকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী নয়, এমন শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে কোনো প্রকার অভিযোগ পাওয়া গেলে ও অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রার্থিতা বা ফল বাতিল করা হবে।

27/08/2025

২০২৬ সালের এসএসসির সিলেবাস হবে শর্ট।
২০২৫ এ যারা ফেল করেছে তারা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিবে।

19/08/2025

আবেদনকারী সবার জন্য শুভকামনা!!
18 NTRCA Final result is available at

আজকের গণিত প্রশ্ন। আগের অপশন যুক্ত বিসিএস আর নেই ভাই, ৪৫ থেকে নতুন ধারার বিসিএস হচ্ছে, এমনটিই হবে সামনে থেকে।।।
01/08/2025

আজকের গণিত প্রশ্ন। আগের অপশন যুক্ত বিসিএস আর নেই ভাই, ৪৫ থেকে নতুন ধারার বিসিএস হচ্ছে, এমনটিই হবে সামনে থেকে।।।

সময় কথা বলে।  মানুষ অনেক সময় তার নিকট ভবিষ্যৎ সে নিজেই আন্দাজ করতে পারে। এটা পারে কারণ তার কৃত কাজের এবং ব্যবহারিক জীবনে...
31/07/2025

সময় কথা বলে। মানুষ অনেক সময় তার নিকট ভবিষ্যৎ সে নিজেই আন্দাজ করতে পারে। এটা পারে কারণ তার কৃত কাজের এবং ব্যবহারিক জীবনের একটা পরিণতি দেখতে পায়।

৪৯তম বিশেষ বিসিএস এর সাবজেক্টিভ সকল বিষয়ের সিলেবাস
23/07/2025

৪৯তম বিশেষ বিসিএস এর সাবজেক্টিভ সকল বিষয়ের সিলেবাস

Address

Bogura

Telephone

+8801736971122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan's Study Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan's Study Care:

Share