Made In Bangladesh

Made In Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Made In Bangladesh, Digital creator, Bogura.

আসসালামু আলাইকুম, মেড ইন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে স্বাগতম। এই পেজে বাংলার জনপদ ও আপুমগোষ্ঠীর সংস্কৃতি,জীবন জীবিকা এবং প্রাকৃতিক চিত্র তুলে ধরা হবে। এর পাশাপাশি মোবাইল ও ইন্টারনেট গেমিং ডিজিটাল মার্কেটিং মাইনিং নিয়ে ভিডিও তুলে ধরা হবে

10/10/2025
10/10/2025

একট টুকরো সর্গ

চারা গাছের গোড়া পচে যাওয়া এটি মূলত Damping-off disease (গোড়া পচা রোগ)যা সাধারণত ছত্রাকজনিত (Fungal) সংক্রমণের কারণে হয়ে ...
08/10/2025

চারা গাছের গোড়া পচে যাওয়া এটি মূলত Damping-off disease (গোড়া পচা রোগ)যা সাধারণত ছত্রাকজনিত (Fungal) সংক্রমণের কারণে হয়ে থাকে। মূলত ছত্রাক,অতিরিক্ত সেচ বা জমিতে পানি জমে থাকা বাতাস চলাচলহীন ও আর্দ্র পরিবেশ,দূষিত বা পুরাতন বীজতলা/মাটি এসব কারণে হয়ে থাকে।

বীজ বপনের আগে বীজকে কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন নোইন বা এইমকোজিম বা এমকোজিম বা ফরাষ্টিন বা অটোস্টিন এর যেকোন একটি দিয়ে বীজ শোধন করে নিতে হবে।

এ ছাড়া মাটি শোধনে ট্রাইকোডার্মা প্রয়োগ করলে প্রাকৃতিকভাবে ছত্রাক নিয়ন্ত্রণ হবে।

পরামর্শ:

পরবর্তীতে চারা লাগানোর আগে মাটি ভালোভাবে জীবাণুমুক্ত করুন এবং ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে তারপর জমিতে লাগান। আর এখন আগে দ্রুত আক্রান্ত চারাগুলো তুলে ফেলুন এবং বাকি চারায় ছত্রাকনাশক প্রয়োগ করুন।

07/10/2025

শরৎ এর শৃঙ্খলে আবদ্ধ স্নিগ্ধ প্রকৃতি 🥰

07/10/2025

উরাধুরা ঘুরাঘুরি

জীবনে ফার্স্ট টাইম দেখলাম এইটা কি হতে পারে মানুষ নাকি অন্য কিছু🤔🤔 আমি তো দেখেই ভয় পেয়ে গেলামফেসবুক থেকে সংগৃহীত 🦧
06/10/2025

জীবনে ফার্স্ট টাইম দেখলাম এইটা কি হতে পারে মানুষ নাকি অন্য কিছু🤔🤔 আমি তো দেখেই ভয় পেয়ে গেলাম

ফেসবুক থেকে সংগৃহীত 🦧

06/10/2025

সবখানেই পুরুষ নির্যাতনের শিকার।
হায়রে পুরুষ।
পুরুষের জীবনটা শেষ হয় শখের বেটির জন্য পরিশ্রম করতে করতে আর শখের বেটির হতে নির্যাতিত হতে 😴

05/10/2025

Love for every things.

05/10/2025
আমার বাংলাদেশর এক অপ্রাকাশিত চিত্র🥹দিনাজপুরের হিলি-তে আবর্জনার স্তূপে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। ছবিটি...
04/10/2025

আমার বাংলাদেশর এক অপ্রাকাশিত চিত্র🥹

দিনাজপুরের হিলি-তে আবর্জনার স্তূপে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। ছবিটি সমাজের এক নির্মম বাস্তবতাকে তুলে ধরে—যেখানে একজন মানুষ চরম দারিদ্র্য ও অসহায়ত্বের শিকার হয়ে জীবনের শেষ আশ্রয় খুঁজে পেয়েছে বর্জ্যের ভিড়ে।

​লোকটির শীর্ণ দেহ ও অবহেলিত অবস্থা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি দীর্ঘকাল ধরে কষ্টের জীবন যাপন করছিলেন নয়তো নেশাগ্রস্ত ছিলেন। এই করুণ দৃশ্য আমাদের বিবেককে নাড়া দেয় এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।

04/10/2025

মাছ শিকার

কে কে পরিচিত এই গাড়ীর সাথে।
11/03/2025

কে কে পরিচিত এই গাড়ীর সাথে।

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Made In Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share