Capture Dhaka BD

Capture Dhaka BD video creator

প্রকৃতির আরেক রূপ। মাশাল্লাহ
31/08/2025

প্রকৃতির আরেক রূপ। মাশাল্লাহ

26/07/2025

বগুড়ায় সৌদি ছাত্র পরিষদের আয়োজনে ১৯টি মাদরাসার অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কোরআন তেলাওয়াত।

বগুড়ায় প্রথমবারের মতো সৌদি আরবে অধ্যয়নরত একঝাঁক মেধাবী তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫।১৯টি প্রতিষ্ঠানের ২৭৬ শিক্ষার্থীর অংশগ্রহণে সফল আয়োজন, ৫০ জন বিজয়ীকে সম্মাননা প্রদান।

আয়োজক সংগঠন ‘সৌদি ছাত্র পরিষদ বগুড়া’ এ প্রতিযোগিতার আয়োজন করে শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, বিকেল ৩টায় শহরের রিভারভিউ কমিউনিটি সেন্টারে। এই ব্যতিক্রমী অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৯টি স্বনামধন্য মাদরাসার মোট ২৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটি ছিল দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্য, উপস্থিত বক্তৃতা, আকিদাভিত্তিক প্রশ্নোত্তর, হিফজুল কুরআন, হাদীস মুখস্থ ও ক্বিরাত পাঠ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি বিভাগ থেকে পাঁচজন করে মোট ৫০ জন বিজয়ীকে সম্মাননা প্রদান করা হয়।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় অতিথিবৃন্দের মূল্যবান বক্তব্য এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজনের সভাপতিত্ব করেন সৌদি ছাত্র পরিষদ বগুড়ার আহ্বায়ক শাইখ আব্দুল ওয়াহহাব মাদানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর সভাপতি শাইখ অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব শাইখ রফিকুল ইসলাম মাদানী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শাইখ সাইফুল ইসলাম খান মাদানী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বরেণ্য ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ এবং সৌদি ছাত্র পরিষদের সদস্যরা। উল্লেখযোগ্য উপস্থিতিদের মধ্যে ছিলেন শাইখ ড. জাকারিয়া আব্দুল জলিল মাদানী, শাইখ আব্দুল্লাহিল কাফী মাদানী, শাইখ ইসহাক বিন এরশাদ মাদানী, শাইখ সাঈদ বিন আফজাল হোসেন মাদানী, শাইখ ড. আব্দুল মুমিন মাদানী, শাইখ মুস্তাফা কামাল মাদানী, শাইখ শফিকুল ইসলাম মাদানী, শাইখ আব্দুল মুমিন বিন শহিদুল ইসলাম মাদানী, শাইখ জাকিরুল ইসলাম মাদানী, শাইখ নাজির আহমেদ মাদানী, শাইখ ইকবাল বিন ইসমাঈল তায়েফী, শাইখ ইউসুফ নিজামী আল মাদানী, শাইখ জয়দুল আলম নাদীম মাদানী, শাইখ সাইদুর রহমান বিন সালাউদ্দিন মাদানী, শাইখ সালিম রেজা মাদানী, শাইখ রাশেদুল ইসলাম মাদানী, শাইখ ওমর ফারুক মাদানী, শাইখ আবু ফাওযান নাহিদ হাসান মাদানী, শাইখ ইলিয়াস মাদানী, শাইখ আব্দুল ওয়াদুদ মাদানী, শাইখ কামরুল ইসলাম বিন আজহার, শাইখ রহমাতুল্লাহ বিশা, শাইখ রাকিবুল ইসলাম মাদানী, শাইখ তানজিমুল ইসলাম তাবুকী, শাইখ মো. কামরুজ্জামান মাদানী, শাইখ মুশফিকুর রহমান আল কাসেমী, শাইখ মাহদী হাসান রিয়াদী এবং শাইখ শুয়াইব বিন আহমাদ মাদানী।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মাদরাসাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— সিরাতুন্নাবী মডেল মাদরাসা, দারুল কুরআন সালাফিয়া (বেজোড়া), আল আরাবিয়াতুস সালাফিয়া ওয়া তাহফিজুল কুরআন (ফতেহ আলী ব্রীজ), মাদরাসাতুল হাদীছ আস-সালাফিয়া (সাবগ্রাম), বৃ-কুষ্টিয়া দারুল হাদীস সালাফিয়া (শাজাহানপুর), আল মারকাযুল ইসলামী ও ইয়াতীমখানা (নশিপুর), আল জামিয়া আল আরাবিয়া (দাঁড়াইল বাজার), রহমানিয়া হাফিজিয়া সালাফিয়া (রহমান নগর), সালাফিয়া হাফেজিয়া ও এতিমখানা (গাবতলী), ইসলামিক ইনস্টিটিউট অব রিডিন্ড নলেজ, হেরিটেজ আইডিয়াল একাডেমি, দারুল উলুম কওমি মাদ্রাসা (সাবগ্রাম), দারুল হুদা মাদ্রাসা (সাবগ্রাম), নগরহাট ইসলামিয়া দারুল হাদীস হাফিজিয়া, বড় পাথার বালিয়াদিঘী মাদরাসাতুল হাদীস ও এতিমখানা (শাহজাহানপুর), মদিনা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন একাডেমি, নিমগাছি দারুল উলুম রাহমানিয়া এবং নূর আলা নূর মাদ্রাসা (ঠনঠনিয়া)।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, ইসলামিক বই ও হাদিয়া তুলে দেন অতিথিবৃন্দ। তাছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে ইসলামিক উপহারসামগ্রী, পানীয় ও নাশতা বিতরণ করা হয়।

সৌদি ছাত্র পরিষদ বগুড়ার আয়োজকরা জানান, জেলার তরুণদের মাঝে ইসলামী জ্ঞান, সংস্কৃতি ও চর্চাকে উৎসাহিত করতে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রতিবছর জেলার সকল ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

Address

Dhaka
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Capture Dhaka BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category