03/01/2024
🚆তিন বন্ধুর আকস্মিক ঘটে যাওয়া বাস্তব ঘটনা🚆
নাম তাদের 🤵♂️ইসরাফিল🙎♂️সুমন ও🙋রাব্বি।🚆ট্রেন ভ্রমণের উদ্দেশ্য যাএা শুরু করেছিল বগুড়া থেকে লালমনিরহাট। যাএাপথ বেশ ভালোই উপভোগ করলো। লালমনিরহাট থেকে রংপুরের উদ্দেশ্য যাএাশুরু করেছিলো।রংপুরের রিক্সা চাকল বিভিন্ন ভাবে মফিজ বানানোর চেষ্টা করেছিল কিন্তু তারাতো বগুড়োর ছোল পুটি মাছ ধরবের জায়া ধরে আনে বোল🎣যাই হোক, তারা সেখানকার দর্শনীয় স্থানগুলো দেখার পরবর্তী দিন বাসার উদ্দেশ্য যাএা শুরু করল। এবার ঘটলো আসল ঘটনা! 😲😱
🙎♂️সুমনঃ চলো রংপুর স্টেশন থেকে কাউনিয়া পর্যন্ত যায়, ওখান থেকে লালমনির পদ্মরাগ ট্রেনে বগুড়ায় যাবো।
🙋🏽♂️রাব্বি ও 🤵♂️ইসরাফিলঃ হ্যাঁ, চলো যাই।
🙎♂️সুমনঃ চলো টিকেট কাউন্টারে টিকেট সংগ্রহ করি।
🙋🏽♂️রাব্বিঃ আচ্ছা আগে শোনো ট্রেন আসতে দেরি হবে কিনা?
🤵♂️ইসরাফিলঃ হ্যাঁ, দেরি হলে বাসে🚎 করে কাউনিয়া স্টেশনে যাবো। তাহলে স্টেশন মাস্টার থেকে শুনতে হবে।
🙎♂️সুমনঃ ট্রেন স্টেশনে আসতে কেমন দেরি হবে?
👮♂️স্টেশন মাস্টারঃ ট্রেনটি পার্বতীপুর থেকে রংপুরে আসবে প্রায় ২.০০ টায়। এবং লালমনির থেকে বগুড়ার দিকের পদ্মরাগ ট্রেন কাউনিয়া থেকে ছাড়বে ২.৩০ মিনিটে।
🙋🏽♂️রাব্বিঃ তাহলে দেরি করে লাভ নেই চলো ৪০ টাকা দিয়ে বাসে যাবো। প্রয়োজনে ওখানে গিয়ে বসে থাকবো। তখন ঘড়ির কাটায় ঠিক ১.৩৫ বাজে।
🙎♂️সুমনঃ বাসে ভাড়া ৪০ টাকা,দাড়াঁও অযথা ৪০ টাকা ভাড়া দিয়ে বাসে যাবে কেন। আর কিছুক্ষণ বসে থাকি মনে হয় বেশি সময় লাগবেনা।
🤵♂️ইসরাফিলঃ ট্রেন আসতে দেরি করলে কিন্তু কাউনিয়ায় গিয়ে পদ্মরাগ ট্রেন ধরতে পারবোনা। চলো বাসে প্রয়োজনে আগে গিয়ে কাউনিয়া স্টেশনে বসে থাকবো।
💝অনেক কিছুর পর বাসে গিয়ে কাউনিয়া স্টেশনে পৌঁছালাম। স্টেশনের প্লাটফর্মে থাকা যাএীদের আসনে সাক্ষাৎ হলো বাসা থেকে আসার পথে এক পরিচিত আন্টির সঙ্গে। তিনিও বগুড়ার দিকে যাবে। তিনবন্ধু কিছুক্ষণ নিজেরাই কথোপকথনের পর স্টেশনে ট্রেন পৌঁছাল। তখন ঘড়িতে ২.৪০ বাজে। আমরাও তাড়াহুড়া করে টেনে ওঠে পড়লাম। কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল।
🙎♂️সুমনঃ আমি ট্রেনের জানালা দিয়ে দেখলাম পরিচিত আন্টি প্লাটফর্মে বসা। তখন আমি হতভম্ব হলাম। ট্রেনের টিটিকে জিজ্ঞেস করলাম ভাই ট্রেনটি কোন দিকে যাচ্ছে?
👮♂️টিটিঃ ভাই এটাতো রংপুরের দিকে যাচ্ছে 🤣🤣
💝আমরা সকলেই হতভম্ব হলাম 😱 কেমনে কি🙄 যে কারণে রংপুর থেকে পদ্মরাগ ট্রেন ধরার জন্য বাসে🚎 আসলাম আবার নাকি সেই রংপুরের দিকেই যেতে হচ্ছে😄😄
নামতে চেয়েও নামের কোনো পরিস্থিতি ছিলোনা। যাই হোক কি আর করার আবার রংপুরে চলো সবাই। কোথা থেকে যেন কানে ভেসে আসলো এই ট্রেনটি সামনের স্টেশনে থামবে। আপনারা ওখানেই নেমে যান।
💝স্টেশন থেকে নামতেই দেখা মিললো রংপুর থেকে আগত কাউনিয়ায় গামী ট্রেনের। আমরা সবাই দ্রুত ওঠে পড়লাম। যাক বাবা একফারা বাঁচলাম এবার বগুড়া গামী পদ্মরাগ ট্রেনটি ধরলেই হয়🙎♂️🤵♂️🙋🏽♂️
🤵♂️ইসরাফিলঃ আল্লাহর নাম নাও যেন পদ্মরাগ ট্রেনের দেখা পায়।
💝হুম সকলেই রবের নাম জপতে জপতে কাউনিয়ায় উপস্থিত হয়েই দেখতে পেলাম পদ্মরাগ ট্রেন যেন আমাদের দিকে তাকিয়ে ডাকছে তোদের তিন বন্ধুর জন্যই এতক্ষণ অপেক্ষা করলাম দ্রুত আমার বগিতে ওঠে বস।💝,,,,,,
🙎♂️সুমনঃ অবশেষে হামরা রংপুরের মফিজ হয়াই গেলেম🤣🤣