
22/04/2025
এই পৃথিবীতে যে কোনো জীবেরই জন্ম, মৃত্যু এবং অস্তিত্বের চক্র আবর্তিত হয়। মানুষ হোক, প্রাণী হোক কিংবা গাছপালা — সবারই জীবনের সমাপ্তি ঘটে মাটিতে। আমাদের এই পার্থিব দেহ ক্ষণস্থায়ী; জীবনের অন্তিম পরিণতি অবশ্যম্ভাবী মৃত্যু, আর তখন আমরা সবাই এক বিন্দুতে মিলিত হই — মাটির কোলে। পার্থিব চাওয়া-পাওয়া, অহংকার, ভোগবিলাসেরও শেষ হয় মাটিতেই।।
এই উপলব্ধি মানুষকে বিনয়ী হতে শেখায়। দেহের বিনাশ হলেও আত্মা অমর — এই বিশ্বাস আধ্যাত্মিক দর্শনে প্রবল। তাই জীবনের আসল সত্য ও আত্মার শুদ্ধতা অর্জনের কথা স্মরণ করতে হবে সর্বদা।