01/08/2023
মানুষের জীবনে যেমন মৃত্যু সত্য তেমন ই আরেকটা সত্য হচ্ছে একাকিত্ব। অন্যের কথা ভেবে যখন আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাই তখন ভুলে যাই যে দিনশেষে সেইটার ফল যদি নেগেটিভ হয় তার ইফেক্ট শুধু নিজেকেই ভোগ করতে হয়। তাই হয়তো সব কিছুর উপরে হলেও নিজেকে প্রায়োরিটি দেয়া উচিত। কারণ দিন শেষে এদের হারানোর কিছুই থাকে না 🤗🤗