Go With Farhad

Go With Farhad মানুষ কথাদেয় শুধু মূহুর্ত টা সুন্দর করার জন্যna pawa shob kicui shundo
তোমাকে যা বলতে চাইছি!!Sadia❤️

26/04/2025

আমার মা জননীর মুখটা যত দেখি তত ভালো লাগে #সুন্দর songs # Go With Farhad

25/04/2025

সাফায়াতের কান্ডারী মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লে ওয়ালা ❤️ #সুন্দর

08/10/2024

ীবন
একজন বাবাকে তার ছেলে জিজ্ঞেস করলো,,,, বাবা, সফল জীবন কাকে বলে,,,,🤔

বাবাঃ আমার সাথে চলো, আজ আমরা একসাথে ঘুড়ি উড়াবো।

অতঃপর তারা বেরিয়ে পড়লো এবং খোলা মাঠে গিয়ে বাবাটি ঘুড়ি ওড়ানো শুরু করলো। আর ছেলেটি মনযোগ সহকারে দেখতে লাগলো।

আকাশে ঘুড়িটি বেশ ওপরে উঠার পর বাবা বললোঃ এই দেখো ঘুড়িটা অতো উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয়না যে, এই সূতোয় বেঁধে রাখার কারণে ঘুড়িটা আরোও উপরে উঠে যেতে পারছেনা ?

ছেলেঃ সেটাই তো মনে হচ্ছে, সূতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারতো।

এটা শুনে বাবা উনার হাতের সূতোটা কেটে দিলেন। আর ঘুড়িটা সূতার টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা উপরে গেল। কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে মাটিতে পড়ে গেল।

এবার বাবা তার ছেলেকে বললোঃ শোনো, জীবনে আমরা যে উচ্চতায় আছি বা থাকি সেখান থেকে প্রায়ই মনে হয় ঘুড়ির সূতার মত কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাঁধা দেয়। যেমনঃ পরিবার, মা-বাবা, সন্তান, সংসার, অনুশাসন ইত্যাদি।

আর আমরাও সেইসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ঐ বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ঐ বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পসময়েই আমাদেরও পতন হবে ঐ বিনা সূতোর ঘুড়ির মতই।

সুতরাং জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই ঐ বন্ধন ছিড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য, তেমনি পারিবারিক ও সামাজিক বন্ধনও আমাদের জীবনে উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।

💖💖 গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেইজটা ফলো করে দিয়ে আসবেন প্লিজ প্লিজ ভাই ও বোনেরা 😢🥹🙏

18/09/2024

🤣

15/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdus Sattar, Sofir Uddin, Nazmul Islam

07/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! মোঃ আরিফ, MD Saiful Islam

শখের বয়সে শখ পুরণ করতে হয়!কারণ!বয়স বাড়লে শখ হারায় যাই😔😔
31/08/2024

শখের বয়সে শখ পুরণ করতে হয়!
কারণ!
বয়স বাড়লে শখ হারায় যাই😔😔

জীবনের অর্থ কি?চোখ বন্ধ করে ভাবুন!
10/03/2024

জীবনের অর্থ কি?
চোখ বন্ধ করে ভাবুন!

06/02/2024

হেই রাজা ❤️ # রানু মামা

05/02/2024

আমি ডিউটি থেকে আসার পরে আমার সাথে ঘুরতেছে রাত বাজে ২ টা এটাই ভালোবাসা ❤️

04/02/2024

আমি কি আজ Viral হয়ে যাবো॰॰॰॰॰ # #দুবাই

02/02/2024

আমি তো এখন আমার নিজের প্রেমে পড়ে গেছি 🙃🙈🍒🫶 # #দুবাই

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when Go With Farhad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Go With Farhad:

Share

Category